Category: অর্থনীতি

  • নবাবগঞ্জে ঘরে আগুন লেগে ঘুমন্ত শিশু দগ্ধ 

    নবাবগঞ্জে ঘরে আগুন লেগে ঘুমন্ত শিশু দগ্ধ 

    ঢাকার নবাবগঞ্জে ছাপড়া ঘরে আগুন লেগে ঘুমিয়ে থাকা দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান দগ্ধ হয়েছে।

    বুধবার (৫ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামে অটোরিকশা চালক আকাশের ছাপড়া ঘরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ আব্দুর রহমান ঐ গ্রামের অটোরিকশা চালক আকাশের ছেলে।

    দগ্ধ শিশুকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নেয়া হয়েছে। আগুনে পরিবারটির ঘরসহ আসবাবপত্র, মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছে বলে এলাকাবাসী জানান।

    অটোরিকশা চালক আকাশের বড় বোন হেনা আক্তার জানান, বিকাল পৌনে ৩টার দিকে বাড়ির উঠানে বসে গল্প করছিলাম। ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ছাপড়া ঘরে আগুন লাগে। মুহুর্তে  আগুন ঘরে ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পেয়ে চিৎকার করি।

    শিশু আব্দুর রহমানকে দগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ছাপড়া ঘরসহ মালামাল পুড়ে যায়। আগুনে প্রতিবেশী মামুন ও বিমলা বেগমের ঘরও ক্ষতিগ্রস্থ হয়।

    দগ্ধ শিশু আব্দুর রহমানকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নেয়ার পরামর্শ দেন।

    প্রতিবেশী আব্দুল জলিল জানান, আকাশ অটোরিকশা চালিয়ে কোন রকমে সংসার চালাতো। এই ছাপড়া ঘরটিই পরবারটির সম্বল ছিল। সহায় সম্বল হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তার ওপর শিশু আব্দুর রহমান দগ্ধ হয়েছে। ওর চিকিৎসা ব্যয় কিভাবে বহন করবে পরিবারটি?

    দোহার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. লিটন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামকে এবিষয়ে জানানো হয়। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তায় লিখিত আবেদন করতে বলেছেন।

  • ফুল চাষে ভালো আছেন সিংগাইরের কৃষক আব্দুল করিম

    ফুল চাষে ভালো আছেন সিংগাইরের কৃষক আব্দুল করিম

    বসন্তবরণ, বিশ্ব ভালবাসা দিবস, মহান ২১ ফেব্রুয়ারী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরের ফুলচাষীরা কর্মব্যস্ত সময় পার করছেন। এ বছরে আনুমানিক ২ থেকে ২.৫ কোটি টাকার ফুল বিক্রয় হবে বলে ধারনা করা হচ্ছে।

    উপজেলার ২০ জন কৃষক বাণিজ্যিকভাবে বিভিন্ন ইউনিয়নের ফোর্ডনগর, জয়মন্টপের ভাকুম, শায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর, তালেবপুর ইউনিয়নের ইরতা, নতুন ইরতা এলাকায় বাণিজ্যিকভাবে ফুল চাষ করে থাকেন।

    যুগের সাথে পাল্লা দিয়ে ফুলের যেমন কদর বেড়েছে তেমনি এলাকার কৃষক শ্রেনীর লোকজন ফুল চাষে ঝুকে পড়েছেন। এর মধ্যে স্বাবলম্বী ও হয়েছেন অনেকে। উপজেলার সায়েস্তা ইউনিয়নে উত্তর কানাইনগর গ্রামের আব্দুল করিম ও সাদেকুর রহমান ফুল চাষ করে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন বলে জানাযায়।

    সরেজমিনে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর গ্রামের ফুল চাষি আব্দুল করিমের সাথে এ প্রতিবেদকের কথা হয়। তিনি জানান,অন্যের জায়গা বন্ধক রেখে প্রথমে এক দেড় বিঘা জমিতে ফুল চাষ করে লাভবান হয়ে বর্তমানে প্রায় ১০ বিঘা জমিতে বিদেশী উন্নত জাতের ইস্টার, চন্দ্র মল্লিকা, কেনোলভোলা, জিপসি(বাংলা), পমপম, বেগুনি চন্দ্র মল্লিকা, হলুদ চন্দ্র মল্লিকা ফুল চাষ করছি ।

    এতে সমস্ত খরচ বাদ দিয়ে বছরে প্রায় ৫-৬ লাখ টাকা লাভ হয়। একই এলাকার সাদেকুর রহমান সাড়ে ৮ বিঘা জমিতে দেশী গোলাপ ও চায়না গোলাপ চাষ করে বছরে আয় করছেন প্রায় ৬ লাখ টাকা । তাদের আয় দেখে অনেকে উদ্যোক্তা হয়ে ফুল চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা য়ায়, উপজেলায় প্রায় ২০ হেক্টোর জমিতে ফুল চাষ হচ্ছে।

    এ এলাকার মাটি ও আবহাওয়া ফুল চাষের উপযোগী। হরেক রংয়ের গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা, স্টার, জিপসি, রজনীগন্ধা, গাধা ফুলের চাষ হয়ে থাকে। অল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষকেরা ফুল চাষে ঝুকছেন বলেও জানাযায়।

    উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী জানান, কৃষি অফিস থেকে আমরা নিয়মিত সার, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনায় পরামর্শ প্রদান করে থাকি।

  • নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস

    নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস

    তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারি-১৪ সরিষা প্রদর্শনীর কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় এ আয়োজন করা হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী। প্রধান অতিথি অধিক ফসল উৎপাদনের গুরুত্ব দিয়ে বলেন, আগামীর উন্নত কৃষি প্রযুক্তির যন্রপাতির ব্যবহারে অল্প জমিতে অধিক ফসল উৎপাদনে সরকার কৃষকের পাশে রয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানীদের উৎপাদিত উন্নতজাতের বীজ ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে। কৃষক পরিবার ও রাষ্ট্রের চাহিদাপূরণে তাই মাঠ কর্মীদের পরামর্শ নিন।

    বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পরিচালক (শস্য) মো. আরিফুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ।

    সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান।

  • সিংগাইরে আট ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা

    সিংগাইরে আট ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ আটটি ইটভাটা মালিকের ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেচ্ছা আক্তার।

    অভিযানে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের মেসার্স আলী আকবর ব্রিকস-৫ তিন লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-৬ এক লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-১, মেসার্স আলী আকবর ব্রিকস-২, একই ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মেসার্স সফুর ব্রিকস, মেসার্স রাকমান ব্রিকস, মেসার্স আওয়াল ব্রিকস-১, মেসার্স আওয়াল ব্রিকস-২ দুই লাখ করে মোট ১৬ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেচ্ছা আক্তার বলেন, ‘ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে আটটি ইটভাটাকে মোট ১৬ লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।’

    অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট এ.কে.এম ছামিউল আলম কুরসিসহ র‌্যাব-৪, জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগীতা করেন।

  • রাতের আধারে কৃষকের জমির ফসল নষ্ট করলো দুর্বৃত্ত

    রাতের আধারে কৃষকের জমির ফসল নষ্ট করলো দুর্বৃত্ত

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাতের আধারে কৃষকের কৃষিজমির লাউয়ের জাংলা, ভুট্টা, লাল পাতা কফি, শালগম নষ্ট করেছে দুর্বৃত্ত। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কৃষক বিপদ ভঞ্জন তালুকদারের অভিযোগ।

    এঘটনায় রবিবার (৯ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। শনিবার গভীর রাতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটনায়।

    অভিযোগে জানান যায়, উপজেলার কিরঞ্চি মৌজার আরএস ১৬১৮, ১৬২০ ও ১৬২১নং দাগের ২৫৫.৫ শতাংশ কৃষিজমি চার পুরুষ যাবত চাষাবাদ করে আসছি। জমিটি ভুলক্রমে অর্পিত সম্পত্তির ‘ক’ তালিক ভূক্ত হয়। পরে ২০১২ সালে অর্পিত সম্পত্তি প্রত্যার্পন ট্রাইব্যুনালে অবমুক্তির মামলা করি। মামলাটি সেখানে বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় স্থানীয় কিছু অসাধু ক্ষমতাসীন লোক নানাভাবে জমিটি দখলে নেয়ার চেষ্টা করছে।

    জমির মালিক, কৃষক বিপদ ভঞ্জন তালুকদার জানান, শনিবার রাত ১১টার দিকে ভুট্টার জমিতে সেচের দিয়ে বাড়িতে যাই। সকালে জমিতে এসে দেখি দুর্বৃত্ত দুই পাকি জমির লাউয়ের জাংলার খুঁটিসহ গাছ উঠিয়ে স্তুপ করে ফেলে গেছে। জাংলার জাল, সুতা নিয়ে গেছে। দেড় পাকির লাল পাতা কফি, এক পাকির ভুট্টা টেনে উঠিয়ে ফেলে দিয়ে গেছে। এতে আমাদের লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়েছে। এঘটনায় আমি নবাবগঞ্জ থানার লিখিত অভিযোগ দিয়েছি।

    এবিষয়ে যন্ত্রাইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক অপূর্ব সাহা অভিযোগ পাওয়া সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

  • সিংগাইরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

    সিংগাইরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

    রাতে ফসলি জমির মালিকদের বাড়ি-ঘরে মাটি ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা।

    শুক্রবার (৭ফেব্রুয়ারী) উপজেলার চান্দহর ইউনিয়নের চালিতাপাড়া আব্বাস মার্কেটের সামনের সড়কে বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে চালিতাপাড়া, রিফায়েতপুর, বার্তা, মাধবপুর ও ফতেপুর গ্রামের তিন শতাধিক লোক অংশ নেয়।

    প্রথমে তারা হামলাকারীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মানববন্ধন করেন। পরে তারা সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে মাটিকাটা বন্ধের দাবিসহ হামলাকারীদের শাস্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে মাটিকাটা প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তারিকুর রহমান আলাল স্থানীয় কৃষকদের পক্ষ থেকে ফসলি জমির মাটি ব্যবসায়ীদের অত্যাচারের কথা তুলে ধরেন।

    এ সময় আলাল অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ সরকারের দোসরদের যোগসাজশে মাধবপুর, বার্তা, রিফায়েতপুর ও চালিতাপাড়া চকে তিন ফসলি জমির উপর ইটভাটা ঘরে তুলে চাষাবাদ যোগ্য জমি ধ্বংস করেছে। গড়ে উঠেছে মাটিকাটার সিন্ডিকেট। চাষাবাদযোগ্য জমি থেকে মাটি কাটার ফলে কমে গেছে ফসল উৎপাদন।

    সমন্বয়ক আলাল আরো বলেন, বৃহস্পতিবার গভীর রাতে মাটি কাটার চক্রটি চালিতাপাড়া গ্রামের শাহজাহান ও জানুর বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী মিলে হামলাকারীদের প্রতিরোধ করেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে গিয়েও কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ করেন। প্রতিবাদকারীরা এই মাটিকাটা বন্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান।

    এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, জামির্ত্তা ইউনিয়নের মাটিকাটা প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু সায়েম।

    এছাড়াও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, জমির মালিক মো. জানু খাঁ, শাহজাহান, মো. আশরাফ, শহীদুল ইসলাম প্রমুখ।

  • ডিএন মেডিকেল সার্ভিসেস-এর শুভ উদ্বোধন

    ডিএন মেডিকেল সার্ভিসেস-এর শুভ উদ্বোধন

    মানবিক স্বাস্থ্য সেবার প্রত্যয়ে যাত্রা শুরু হলো ‘ডিএন মেডিকেল সার্ভিসেস’ নামের প্রতিষ্ঠানটি।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দোহার উপজেলা সদরের করমআলীর মোড়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছে। প্রতিষ্ঠানের নিচতলায় এ আয়োজন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. করম আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, এ্যাডভোকেট ফজলুর রহমান, মাসুদ পারভেজ, জুলহাস বেপারী, মো. মজিবুর রহমান।

    অতিথি ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন- কেয়ার মেডিকেল কলেজের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর আনোয়ারুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, নিউরোসাইন্স হাসপাতালের এনস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান এসোসিয়েট প্রফেসর আমিনুল হাসনাত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. মো. মিজানুর রহমান, ট্রেডসওয়ার্থ গ্রুপের পরিচালক সাঈদ এম. মেহেদী প্রমুখ।

    ডিএন মেডিকেল সার্ভিসেস-এর পরিচালক (এডমিন এন্ড ফাইন্যান্স) আব্দুর রাকিব তালুকদারের অনুষ্ঠান সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী আব্দুল ওয়াহাব দোহারী।

    অনুষ্ঠানে ক্লিনিকের পরিচালক ও কর্মকর্তাগণ বলেন, ক্লিনিক পরিচালনায় মানবিক স্বাস্থ্য সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। তাছাড়া আধুনিক ও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সমৃদ্ধ ক্লিনিকটি দোহার-নবাবগঞ্জসহ এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের উন্মেষ ঘটনাবে বলে বিশ্বাস করেন।

    পরিচালকগণ বলেন, আমাদের উদ্দেশ্য ব্যবসা হলেও আমরা চাই গণমানুষের সেবা করার। মহান আল্লাহ আমাদের ইচ্ছাপূরণ করুন। সেভাবেই আমরা প্রতিষ্ঠান পরিচালনা করবো ইনশাআল্লাহ।

  • ঐতিহ্যবাহী কোমারগঞ্জ হাট-বাজার বণিক সমিতির সভাপতি  জুলমত, সম্পাদক জুম্মান

    ঐতিহ্যবাহী কোমারগঞ্জ হাট-বাজার বণিক সমিতির সভাপতি  জুলমত, সম্পাদক জুম্মান

    ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কোমরগঞ্জ হাট-বাজার বণিক সমিতি নির্বাচনে জুলমতকে সভাপতি ও জুম্মন আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়েছে।

    বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে কোমরগঞ্জ ময়দানে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। এর আগে জুলমত আলী দুই বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

    নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আব্দুস সালাম এর সভাপতিত্বে কমিটির গঠন করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন।

    আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলীসহ ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

  • নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫টি ইটভাটা বন্ধ ঘোষণা

    নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫টি ইটভাটা বন্ধ ঘোষণা

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে উপজেলার কলাকোপা ইউনিয়নের সাপখালি এলাকার ৫টি ইটভাটাকে ৫৪ লাখ টাকা অর্থদণ্ডসহ ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে।
    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনভর অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম।
    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বায়ুদুষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কলাকোপা ইউনিয়নের সাপখালী এলাকার বিবিসি ব্রিকস (জিগজ্যাগ) ২০ লাখ টাকা অর্থদণ্ড, এনবিআই ব্রিকস (জিগজ্যাগ) ২০ লাখ অর্থদণ্ড, গোল্ড ব্রিকস (জিগজ্যাগ) ৫ লাখ অর্থদণ্ড, জনতা ব্রিকস (জিগজ্যাগ) ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং জয়পাড়া ব্রিকস (জিগজ্যাগ) ৪ লাখ টাকা অর্থদণ্ডসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
    মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান এবং ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এসএম মনজুর-উল-আলম এসময় উপস্থিত ছিলেন।
    এছাড়াও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশ, র‌্যাব-১১ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করেন।
    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম বলেন, বায়ুদুষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
  • নবাবগঞ্জ ব্রিকস্ ইন্ড্রাষ্ট্রিজ ওনার্সের সভাপতি তাজুল, সম্পাদক শিমুল

    নবাবগঞ্জ ব্রিকস্ ইন্ড্রাষ্ট্রিজ ওনার্সের সভাপতি তাজুল, সম্পাদক শিমুল

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইট ব্যবসায়ীদেরকে সংগঠন নবাবগঞ্জ ব্রিকস্ ইন্ড্রাষ্টিজ ওনার্স  এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে এসোসিয়েশনের কার্যালয়ে বসে সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে তাঁদের এ ব্যবসায়ীক কমিটি গঠন করা হয়। এতে মো. তাজুল ইসলাম ভূইয়াকে সভাপতি ও মোহাম্মদ সাইফুল ইসলাম শিমুলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    কমিটির বাকী সদস্যরা হলেন- সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, কেষাধ্যক্ষ মো. সুলতান, সদস্য আব্দুল আলী, আব্দুল রাজ্জাক, মো. নুরুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. পিন্টু ও আতিকুর রহমান টুলু।

    এছাড়া উপদেষ্টা পদে রয়েছেন মো. ইসমাইল ভূইয়া, মো. সিরাজ মিয়া, মো. নাসির উদ্দিন, মো. পান্নু ও মো. ফিরোজ হোসেন বাবু।