Category: নাগরিক সংবাদ

  • নবাবগঞ্জে নিখোঁজের ৪০দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার

    নবাবগঞ্জে নিখোঁজের ৪০দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার

    নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪০ দিন পর বাড়ীর পাশের ঝোপ থেকে উত্তম হালদার (২৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকার একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত উত্তম হালদার গোবিন্দপুর এলাকায় সুরেশ হালদারের ছেলে। সে গত ৪০ দিন যাবত নিখোঁজ ছিল।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি উত্তম। গত ২৬ মার্চ উত্তমের ভাই অসীম হালদার থানায় সাধারণ ডায়েরী করেছিলেন। শুক্রবার দুপুরে বাড়ীর পাশের একটি ঝোপে গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে স্বজনরা উত্তমের লাশ সনাক্ত করেন। পরে সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায় পুলিশ।

    স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি মাদক চক্র উত্তমকে দিয়ে মাদক বিক্রি করাতো। সেও মাদকসেবী ছিল। এলাকায় মাঝে মধ্যে মাদক কারবারীদের মারামারি হতো। মাদক নিয়েই এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

    নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ড কিনা কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

  • দোহারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

    দোহারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

    দোহার (ঢাকা) প্রতিনিধি.
    ঢাকার দোহারে ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে  রাইসা (৮) ও সামিয়া (৮) দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রাইসা ও সামিয়া আপন খালাতো বোন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দোহার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
    রাইসা উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকার মো. মুকসেদের মেয়ে ও সামিয়া নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার সামসুল হক বেপারীর মেয়ে।
    স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঈদ উপলক্ষ্যে নানা বাড়ি দোহার খালপাড়ে বেড়াতে আসে রাইসা ও সামিয়ার পরিবার। দুপুরে একটার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নামে তারা। এসময় তারা সাতার না জানায় খালের পানিতে ডুবে যায়। স্বজনা তাদের অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুজি করেন। পরে সন্দেহ হলে খালের পাড়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকেন।
    স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর ডুবে থাকা ওই দুই শিশুকে উদ্ধার সক্ষম হয়। দ্রুত দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঈদের আগে আত্মীয় স্বজনদের সামনে মরদেহ আনা হলে স্বজন ও স্থানীয়রাও কান্নায় ভেঙ্গে পড়েন।
    দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মৃত ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

    সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

    মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর আবুল হোসেন (৪৫) নামের এক অটোচালকের লাশ পাওয়া গেছে ভুট্টা খেতে।

    মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ২নং ওয়ার্ড দক্ষিণ আজিমপুর এলাকার রিয়াজুলের ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ঐ এলাকার মৃত.হাসেমের পুত্র।

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। ঔ দিন বাড়ি না ফেরায় বাড়ি লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করতে থাকে। এর মধ্যে সোমবার থানা জিডি করেন। আজ মঙ্গলবার হঠাৎ বাড়ির পাশের ভুট্টা খেতে স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পৌছে।

    বর্তমানে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম ও ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

  • সিরাজদিখানে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

    সিরাজদিখানে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

    মুন্সীগঞ্জ সিরাজদিখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল।

    আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সারে ১১টায় বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ গেইটে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও এই মানববন্ধনের আয়োজন করা হয়।

    সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল আহ্বায়ক সদস্য অনন্যা রহমান অর্পা, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল আহ্বায়ক জসীম হাওলাদার।

    মানববন্ধনে ছাত্রদলের নেতারা বলেন, দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারী ও বোনরা সম্ভ্রম রক্ষায় সবসময় রাজপথে থাকবে। দেশব্যাপী ধর্ষণের সিরিজ চলছে। ধর্ষণের বিচার দেখছি না।

    স্বাধীন বাংলাদেশে কোন নারী, কোন মা, কোন বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানাই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করুন।

    এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইমন তালুকদার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল সদস্য সচিব মো. মোস্তাক আহম্মেদ, সদস্য সোহাগ সরদার, কনিকা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • খেলনার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টায় কিশোর গ্রেফতার 

    খেলনার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টায় কিশোর গ্রেফতার 

    ঢাকার নবাবগঞ্জে খেলনা দেয়ার প্রলোভনে প্রতিবেশীর ৫ বছর বয়সী মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় মো. ইয়ামিন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    সোমবার (১০ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত কিশোরকে  ঢাকার আদালতে পাঠানো হয়েছে। কিশোর ইয়ামিন উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা গ্রামের মহিউদ্দিনের ছেলে। শিশুটির পরিবার তাদের প্রতিবেশি।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটির মা গৃহ পরিচারিকা ও বাবা দিন মজুর। জিবিকার প্রয়োজনে দুজই বাড়ির বাইরে থাকতো। গত ৩ মার্চ বাবা-মা কাজ গেলে ৫ বছর বয়সী শিশু মেয়ে বাড়িতে একা ছিল। দুপুর ২টার দিকে প্রতিবেশী বাড়ির কিশোর ছেলে ইয়ামিন খেলনা দেয়ার প্রলোভনে শিশুকে পাশ্ববর্তী বাড়ির গোসলখানায় নিয়ে ধর্ষণ চেষ্টা করে। শিশুর চিৎকারে ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায়। শিশুর মা বাড়িতে এলে তাকে ঘটনা জানায়।
    এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের হলে ৯ মার্চ রাতে থানায় মামলা রজু হয়।
    নবাবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আজগর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতারকৃত কিশোর ইয়ামিনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি ধর্ষণ চেষ্টা ঘটনার বিবরণ দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আদালতের সিদ্ধান্ত জানা যায়নি।
  • দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় গ্রেফতার ২

    দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় গ্রেফতার ২

    ঢাকার দোহারের পালামগঞ্জ এলাকায় এক ভ্যান চালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামী রবিন (২০) ও তার বাবা কামাল (৪৫) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সন্ধ্যায় ভ্যান চালক সোহাগের সাথে দোকানে মালামাল তোলা নিয়ে কামাল ও তার ছেলে রবিনের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন ধারালো ছুরি দিয়ে ভ্যানচালক সোহাগের পিঠে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে আহত সোহাগের বাবা আজাহার সরদার দোহার থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলার সূত্র ধরে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় দোহার থানা ওসি রেজাউল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাতে উপজেলার পালামগঞ্জ থেকে প্রথমে মামলার ২নং আসামী কামালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে মানিকগঞ্জ থেকে প্রধান আসামী শেখ রবিনকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

    এবিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনার এক সপ্তাহের মধ্যে মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন জামাই

    সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন জামাই

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন জামাই সেন্টু ঘোষ (৪০)। এতে আহত হয়েছে বন্ধু প্রসেনজিৎ ঘোষ (৩২) ।

    শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সেন্টু ঘোষ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের কৈলাইল গ্রামের  সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাই। আহত প্রসেনজিতের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার রুহিতপুর গ্রামে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সেন্টু ঘোষ ও তার বন্ধু প্রসেনজিৎ ঘোষ (৩২) শনিবার দুপুরে সিরাজদিখান থেকে মোটরসাইকেল যোগে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সেন্টু ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ।

    পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করে এবং তার বন্ধু প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা নাসরিন বলেন, দুপুরে দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রোগী এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মৃত্যু মৃত্যুবরণ করে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা রেফার্ড করে।

    সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) শাহেদ আল মামুন বলেন, নিহত পরিবারের কোনো অভিযোগ নেই। নিহতের পরিবার হাসপাতাল থেকে লাশ তাদের বাড়িতে নিয়ে গেছে।

  • নবাবগঞ্জে শিশু-কিশোরদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা

    নবাবগঞ্জে শিশু-কিশোরদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিশু-কিশোরদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা দিয়েছে সামাজিক সংগঠন ইনভিশন এ্যাকশন রিওয়ার্ড অ্যাসেট (ইয়ারা) ও সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)।

    শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টা থেকে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ সভা কক্ষে এ আয়োজন করা হয়।

    অর্ধশতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে প্রশিক্ষক মানসিক স্বাস্থ্য সেবায় নারীদের আত্মরক্ষার কৌশল ও করনীয় সম্পর্কে জানানো হয়।

    এতে প্রশিক্ষক ছিলেন ইয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি সায়মা রহমান তুলি। শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, ব্যবস্থাপনা সম্পাদক লতিফা রহমান লতা।

  • সিরাজদিখানে মিশুক চালকের লাশ উদ্ধার

    সিরাজদিখানে মিশুক চালকের লাশ উদ্ধার

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার সকাল ১০টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের রাজানগর গ্রামের কাচা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।

    নিহতের বোন আঁখি বেগম (৩৫) জানান, মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।

    এক পর্যায়ে সেহরীর পর বুধবার ভোর ৬টার দিকে রাজানগর ড়ুভপসা কাঁচা রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর তারা সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

    সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান স্থানীয়দের বরাত দিয়ে জানান , মিশুক চালক আবু তাহের নেশা করতো। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি থেকে বের হয়ে সে নেশা সেবন করতে গিয়েছিল।

    এরপর থেকে নিখোঁজ থাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।

  • নবাবগঞ্জে ঘরে আগুন লেগে ঘুমন্ত শিশু দগ্ধ 

    নবাবগঞ্জে ঘরে আগুন লেগে ঘুমন্ত শিশু দগ্ধ 

    ঢাকার নবাবগঞ্জে ছাপড়া ঘরে আগুন লেগে ঘুমিয়ে থাকা দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান দগ্ধ হয়েছে।

    বুধবার (৫ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামে অটোরিকশা চালক আকাশের ছাপড়া ঘরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ আব্দুর রহমান ঐ গ্রামের অটোরিকশা চালক আকাশের ছেলে।

    দগ্ধ শিশুকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নেয়া হয়েছে। আগুনে পরিবারটির ঘরসহ আসবাবপত্র, মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছে বলে এলাকাবাসী জানান।

    অটোরিকশা চালক আকাশের বড় বোন হেনা আক্তার জানান, বিকাল পৌনে ৩টার দিকে বাড়ির উঠানে বসে গল্প করছিলাম। ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ছাপড়া ঘরে আগুন লাগে। মুহুর্তে  আগুন ঘরে ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পেয়ে চিৎকার করি।

    শিশু আব্দুর রহমানকে দগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ছাপড়া ঘরসহ মালামাল পুড়ে যায়। আগুনে প্রতিবেশী মামুন ও বিমলা বেগমের ঘরও ক্ষতিগ্রস্থ হয়।

    দগ্ধ শিশু আব্দুর রহমানকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নেয়ার পরামর্শ দেন।

    প্রতিবেশী আব্দুল জলিল জানান, আকাশ অটোরিকশা চালিয়ে কোন রকমে সংসার চালাতো। এই ছাপড়া ঘরটিই পরবারটির সম্বল ছিল। সহায় সম্বল হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তার ওপর শিশু আব্দুর রহমান দগ্ধ হয়েছে। ওর চিকিৎসা ব্যয় কিভাবে বহন করবে পরিবারটি?

    দোহার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. লিটন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামকে এবিষয়ে জানানো হয়। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তায় লিখিত আবেদন করতে বলেছেন।