Category: রাজনীতি

  • নবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল 

    নবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল 

    নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাদাপুর এলাকার একটি রেস্টুরেন্টে  ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্স এর আয়োজন করে।
    ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক  কামরুজ্জামান জুম্মনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মহসিন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
    নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন।
    উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, সাভার উপজেলা সভাপতি নাজির খান লিটন, কেরানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ সবুজ, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. তাহিদ, ধামরাই উপজেলার সভাপতি ইয়াসির হিমু,
    সাধারণ সম্পাদক মো. রোকন, দোহার উপজেলার সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দোহার উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রফিক কবিরাজ, দোহার উপজেলা জাসাস সভাপতি মো. হারুন, আবুল সিকদার, শহীদুল ইসলাম প্রমুখ।
  • মহান মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমান ফকুর ইন্তেকাল

    মহান মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমান ফকুর ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক.
    মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকু (৮৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
    মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৬টায় রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তিনি এক ছেলে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
    মরহুমের নামাজের জানাযা আগামী ২৭ মার্চ বাদ ফজর গুলশান আজাদ মসজিদ, বাদ জোহর নবাবগঞ্জে জানাজা শেষে নিজ এলাকার কবরস্থানে দাফন করা হবে।
    আজিজুর রহমান ফকু ১৯৩৭ সালে ১০ সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চর মধুচরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।
    ঘনিষ্টজনরা জানিয়েছেন, মরহুমের জীবদশায় এতদ ঢাকা অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। শিক্ষা জীবনে ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি। রাজনৈতিক জীবনে ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি। ১৯৯১ সালে নৌকার প্রতীক নিয়ে (ঢাকা-২) নবাবগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
    এছাড়াও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক বিরোধী আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয়দফা, ৬৯ গণঅভ্যুথান, সত্তরের নির্বাচন, ৭১ মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহন করেছিলেন বলে ঘনিষ্টজনরা জানিয়েছেন।
  • সিংগাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর থেকে গ্রেফতার

    সিংগাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর থেকে গ্রেফতার

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

    বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৩টার দিকে সিংগাইর থানা ও মিরপুর থানা পুলিশের যৌথ অভিযোনে ঢাকাস্থ মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত মো.সায়েদুল ইসলাম উপজেলার সিংগাইর পৌরসভার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার মৃত. রফিকুল ইসলাম পরানের পুত্র ।

    উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ আদালতে ৪টি মামলা হয়।

    এর মধ্যে সায়েদুল ইসলাম ঐ মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে সূত্রে জানা যায়।

    এদিকে মো. সায়েদুল ইসলাম আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট করতে দেখা গেছে।

    সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহাম্মদ.নাজমুল হাসান বিষয়টি সকালে নিশ্চিত করেছেন।

  • নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন 

    নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন 

    ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
    এ উপলক্ষে রবিবার (২ মার্চ) বেলা ১১টায় উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে।
    শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, চুড়াইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক প্রমুখ।
  • নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর মাহে রমজানের স্বাগত মিছিল

    নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর মাহে রমজানের স্বাগত মিছিল

    মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও মাহে রমজানের স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।
    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাগমারা কোর্ট বিল্ডিং মাঠ থেকে স্বাগত মিছিল বের হয়। পরে উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্ত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভা করা হয়।
    পথসভায় বক্তরা, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহবান জানান। বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, পবিত্র রমজানে রোজাদারদের খেদমতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন।
    জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ শাখার সহকারী সহকারী সেক্রেটারি মামুনুর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর উপজেলার সাবেক আমীর মিনহাজ উদ্দিন, ঢাকা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুশতাক আহমেদ, নবাবগঞ্জ থানা পশ্চিম জামায়াতের আমীর মাওলানা হারুন অর রশিদ।
    সমাপণি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর  নবাবগঞ্জ শাখার  সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী।
    উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য- মাওলানা মোকাররম হোসেন, মাহবুবুর রহমান, রমিজ উদ্দিন মাস্টার, মাওলানা আব্দুল কুদ্দুস।
  • সিরাজদিখানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

    সিরাজদিখানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

    সিরাজদিখানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার কেয়াইন নিমতলা শিকদার কমপ্লেক্স সংলগ্ন সিরাজদিখান ও শ্রীনগর শাখার আয়োজনে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

    সংগঠনটির মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য খিদির আঃ সালামেরে সভাপতিত্বে সম্মেলনে ওসিরাজদিখান উপজেলা জামায়েতের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমির আ.জ.ম.রুহুল কুদ্দুস ও প্রধান আলোচক ছিলেন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘আল্লাহ আইন চাই এবং সৎ লোকের শাসন চাই । আমরা ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা এ দেশে আইনের শাসন গড়ে তুলতে চাই।

    এ দেশে আইনের শাসন নেই,এ দেশে আইনের শাসন করতে হলে জামায়েত ইসলাম ছাড়া অন্য কারো দ্বারা আইনের শাসন নিশ্চিত করা সম্ভব নয়। ঘুষ খাবেও না, ঘুষ দেবেও না। আর এজন্য সকলের সম্মিলিত চেষ্টা থাকবে হবে। কারণ, একা একা কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়।

    এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, মাদকমুক্ত রাষ্ট্র গঠনে আপনাদের আওয়াজ তুলতে হবে। জামায়াতে ইসলামী ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী একটি সংগঠন।জামায়েত ইসলামী বিকল্প আর কোন দল নাই। জামায়েত ইসলামী প্রতিটি নেতা পা থেকে মাথা পর্যন্ত নির্ভেজাল।

    সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, শ্রীনগর উপজেলা জামায়েত ইসলামী আমীর টি.এম.বেল্লাল হোসাইন, মুন্সীগঞ্জ জেলা জামায়েত ইসলামী সাবেক আমীর আব্দুল আউয়াল জিহাদী, ছাত্র শিবির আইটি সম্পাদক নুরুল আমিন সহ সংগঠনটির সিরাজদিখান-শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সম্মেলন শেষে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়েত ইসলামী এমপি প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজীর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমির আ.জ.ম.রুহুল কুদ্দুস ।

  • গণহত্যাকারী হাসিনার জায়গা বাংলার মাটিতে আর হবে না; আমান

    গণহত্যাকারী হাসিনার জায়গা বাংলার মাটিতে আর হবে না; আমান

    বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, গণহত্যা মামলার আসামি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে আর হবে না। ফ্যাসিস্ট হাসিনা বাংলার মাটিতে আর কোন রাজনীতি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

    রোববার সকালে কেরানীগঞ্জের রাজাবাড়ি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, খুনি শেখ হাসিনা ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছে। এইজন্য তার ৫৭ বার ফাঁসি দেওয়া উচিত। ভারতে অবৈধভাবে অবস্থান করে ফ্যাসিস্ট  হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য মাঝেমধ্যে উকি ঝুঁকি মারছে।  কিন্তু কোনদিন আর তিনি বাংলাদেশে আসতে পারবে না।

    আমান বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এ দেশের সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আমরা ৯ বছর আন্দোলন করেছি।

    দীর্ঘ ১৬বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই বিপ্লবে খুনি হাসিনা হাজার হাজার ছাত্র-জনতা কে হত্যা করেছে। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে।

    তিনি চাঁদাবাজ ও মাদককারবারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এলাকায় কেউ চাঁদাবাজি দখল বাঁজি করতে পারবে না। কেউ মাদক বিক্রি করতে পারবে না।

    তিনি  উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,  রাজাবাড়ী এলাকায় কোন হাই স্কুল ছিল না। এক মাসের মধ্যে আমি হাই স্কুল নির্মাণ করে দিয়েছি। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে রাজাবাড়ি  স্কুল এন্ড কলেজে একটি বহুতলা ভবন করে দেওয়া হবে ইনশাল্লাহ।

    রাজাবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপি নেতা শামসুল হক, আব্দুর রহমান, আলমগীর হোসেন খান, মো. কবীর  হোসেন, যুবদল নেতা মো. বাবুল  প্রমুখ।

  • নবাবগঞ্জের বাহ্রায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল

    নবাবগঞ্জের বাহ্রায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল

    নবাবগঞ্জের বাহ্রায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাহ্রা খান বাড়ি মাঠে  শিলাকোঠা দোহারী এন্টারপ্রাইজ ২-০ গেমে চন্দ্রপাড়া পাক দরবার শরীফকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
    এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কুয়েত প্রবাসী আইয়ুব আলী চুন্নু।
    গেস্ট অব অর্নার ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রদল নেতা এ্যাড. খলিলুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের আইন উপদেষ্টা এ্যাড. ফরিদ খান।
    সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম।
    বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, পলাশ আহমেদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সদস্য মো. হাবিবুর রহমানসহ বিএনপি নেতা মাহাবুব হোসেন মাসুদ, ফয়েজ আল মামুন, মো. ওয়াদুদ মোল্লা, কাজী মনিরুজ্জামান পবন, মাহিন উদ্দিন পত্তনদার, রায়হানুল ইসলাম রাহিন, মো. লুৎফর রহমান প্রমুখ।
    বাহ্রা স্পোর্টস ফাইটার্স এর আয়োজনে বাহ্রা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ও আইনজীবী সাঈদ হাসান লিটন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তি ক্লিনিকের পরিচালক (এডমিন) মাহমুদুল হাসান তুষার।
  • নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আবু আশফাকের শ্রদ্ধা নিবেদন

    নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আবু আশফাকের শ্রদ্ধা নিবেদন

    নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক।

    ২১ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ,

    সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, মহসীন আহমেদ তুষার, নারী নেত্রী শাহীনুর আলম প্রমুখ।

  • নবাবগঞ্জে বাহান্ন থেকে চব্বিশের শহীদ স্মরণে দোয়া

    নবাবগঞ্জে বাহান্ন থেকে চব্বিশের শহীদ স্মরণে দোয়া

    ঢাকার নবাবগঞ্জে বাহান্ন থেকে চব্বিশের শহীদ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নবাবগঞ্জ উপজেলা শাখা।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে উপজেলার শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

    এসময় ২৪ আন্দোলনের শহিদ নবাবগঞ্জের রাকিবের মা সন্তান হত্যার বিচার দাবী করে বলেন, হত্যাকারীদেও বিচার আর কত দেরী হবে। কে করবে আমার ছেলের হত্যার বিচার। আমি আমার ছেলের হত্যাকারী সৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি চাই।

    এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নবাবগঞ্জ শাখার সদস্য- মো সালাহ্উদ্দিন, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, মো অহিদুর রহমান (তানভীর), আমজাদ হোসেন অনু,

    দেলোয়ার হোসেন, ইমরান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা আহ্বায়ক সাকিল আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোসাব্বিরুল নিহান, সদস্য সচিব ইশরাত জাহান রুমী, মূখ্য সংগঠক তুহিন প্রমুখ।