“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে ঢাকার নবাবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
৯ জানুয়ারি পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে এবং ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সারাদেশের উপজেলা পর্যায়ে এ দিবসটি উদযাপন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, নবাবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আজগর হোসেন, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততায় ৩৬ জুলাই উদযাপনে ৩৬টি বিদ্যালয়ে গাছের চারা রোপণসহ উপজেলা প্রশাসন, শিক্ষা অধিদপ্তর, স্থানীয় সরকার প্রশাসনের আয়োজনে র্যালি, মশা নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান, ফুটবল ম্যাচ, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করেন।