Blog

  • শ্রীনগরে বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    শ্রীনগরে বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.

    ‘জাগো বাঙালি মমতার বন্ধন’ স্লোগানে প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন ২০২৩ সাল থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়েকটা গ্রামে ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

    শুক্রবার (২৮ শে মার্চ) শ্রীনগর উপজেলার বাঘড়া  ও শ্যামসিদ্ধি ইউনিয়ন এর গ্রামে গ্রামে প্রায় শতাধিক পরিবারের হাতে একটি প্যাকেটে পোলার চাল, চিনি, নুডলস এবং দুই রকমের সেমাই সহ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উপেদষ্টা- মো. শাহ্আলম হোসেন ও মো. রোমান বেপারী, সাধারণ সম্পাদক সায়মন আল হাসান (এসবি), কোষাধ্যক্ষ সিয়াম মোড়ল, প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, দপ্তর সম্পাদক সালমিন হোসেন বেপারী, সস্মানিত সদস্য- মো. সাগর হোসেন, ওবায়দুল, কাউসার, শাহরিয়া, মাইনুল, রাতুল, বাধন, সাইফুল সহ ফাউন্ডেশন অন্যান্য সদস্যবৃন্দ।

    প্রবাস থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি শাহ্আলম গাজী (এসএমজী), সিনিয়র সহ-সভাপতি রাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন ইসলাম আশিক, সম্মানিত সদস্য হাবিব শেখ (রফিকুল ) ও মোহাম্মদ আক্রাম প্রমূখ।

  • নবাবগঞ্জে নিখোঁজের ৪০দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার

    নবাবগঞ্জে নিখোঁজের ৪০দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার

    নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪০ দিন পর বাড়ীর পাশের ঝোপ থেকে উত্তম হালদার (২৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকার একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত উত্তম হালদার গোবিন্দপুর এলাকায় সুরেশ হালদারের ছেলে। সে গত ৪০ দিন যাবত নিখোঁজ ছিল।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি উত্তম। গত ২৬ মার্চ উত্তমের ভাই অসীম হালদার থানায় সাধারণ ডায়েরী করেছিলেন। শুক্রবার দুপুরে বাড়ীর পাশের একটি ঝোপে গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে স্বজনরা উত্তমের লাশ সনাক্ত করেন। পরে সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যায় পুলিশ।

    স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি মাদক চক্র উত্তমকে দিয়ে মাদক বিক্রি করাতো। সেও মাদকসেবী ছিল। এলাকায় মাঝে মধ্যে মাদক কারবারীদের মারামারি হতো। মাদক নিয়েই এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

    নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ড কিনা কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

  • বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান খন্দকার আবু আশফাকের

    বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান খন্দকার আবু আশফাকের

    নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
    বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
    শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টায় কলাকোপা পুকুরপাড় গ্রামে নেতার নিজ বাড়িতে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
    আবু আশফাক নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে বলেন, মাটি কাটা, অবৈধ বালু উত্তোলনকারী যেই হোক কোন ছাড় নয়। যদি আমার দলের কোন নেতাকর্মীও জড়িত থাকে তাকে ছাড় দেবেন না। আমি দুর্দিনে যেমন পাশে ছিলাম সুদিনেও সাংবাদিকদের পাশে থাকবো।
    তিনি বলেন, বিগত ১৭ বছরের এদেশের কোন সরকার ছিল না। তারা ছিলেন রাষ্ট্র  দখলদারিত্বের লুটেরা সরকার। তারা মনে করেছিলেন এদেশে তাদের রুখে কে। ঐতিহাসির ৫ আগষ্ট ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে বুঝিয়ে দিয়েছে ফ্যাসিবাদের জায়গা এদেশে হবে না।
    নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কাজী সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহিদুল হক খান ডাবলু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি শাহীনুর রহমান, দোহার প্রেসক্লাবের সভাপতি মো, তারেক রাজীব, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সিনিয়র সাংবাদিক অলি আহমেদ প্রমুখ।
  • সিরাজদিখানে মাটি কাটায় ঝুঁকিতে স্বপন দাসের বাড়ি

    সিরাজদিখানে মাটি কাটায় ঝুঁকিতে স্বপন দাসের বাড়ি

    সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

    মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলা এলাকায় অবাধে চলছে মাটি কাটার ধুম। গত দুইদিন ধরে মোজাম্মেল নামের ঠিকাদার অবৈধভাবে জোর করে অসহায় স্বপন দাসের বাড়ির মাটি কেটে কালভাটের এপ্রোজ সড়কের জন্য এই মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে।

    এখন সেটা হুমকির মুখে। মাটি কেটে নেওয়ায় মারাত্মক ঝুঁকিতে পড়েছে কোলা ইউনিয়নের ডাঃ মতিলাল দাসের ছেলে স্বপন দাস ও তার পরিবার । মাটি কেটে নেওয়ায় বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার,সাংবাদিকদের নিকট অভিযোগ করেছে অসহায় স্বপন দাস। তবে ওই অভিযোগে কারো নাম দেওয়া হয়নি।

    সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলা এলাকায় খালের ওপর নির্মিত কালভার্ট সেতুর একপাশে পাশে গা ঘেঁষে স্বপন দাসের পৈত্রিক বাড়ির মাটি কাটা হচ্ছে। ভ্যাকু দিয়ে মাটি কাটার ফলে এতে চরম হুমকির মুখে পড়েছে স্বপন দাসের পৈত্রিক বাড়ি, যেকোনো সময় ধসে পড়তে পারে এ বাড়িটি।

    স্থানীয়দের অভিযোগ, কালভাটের এপ্রোজ সড়কের জন্য ঠিকাদার জোড় করে বাড়ির পাশ থেকে মাটি কেটে নিচ্ছেন ঠিকাদার। উপজেলা প্রশাসন কে দিয়ে কাজ বন্ধ করলেও উপজেলা পিআইও এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয় না। পিআইও কোন ফোন রিসিভ করেন না। মাটি কাটা বন্ধ না করলে অতিমাত্রায় বৃষ্টি ও বর্ষায় স্বপন দাসের বাড়ি ভেঙ্গে খালে পরে যাওয়ার শঙ্কা রয়েছে।

    এ বিষয়ে কোলা গ্রামের আজিজ হাওলাদার বলেন, ঠিকাদার জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ কালভাটের জন্য এপ্রোজ সড়কের মাটি ভরাটের কোন টাকা বরাদ্দ হয়নি ? কেন নিরিহ স্বপন দাসের বাড়ির মাটি কেটে এনে কালভাটের এপ্রোচ সড়ক তৈরী হচ্ছে।

    স্বপন দাস বলেন, আমরা অসহায় গরীব মানুষ। জোর করে ঠিকাদার কালভাটের সড়কের জন্য আমার বাড়ির মাটি কেটে নিয়ে যাচ্ছে।। মাটি গভীরতা করে কাটার ফলে আমার ঘর যেকোনো সময় ধসে যেতে পারে। দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে কথা বলতে চাইলে ঠিকাদার বলেন, আমি অবৈধভাবে কোন মাটি কাটিনি আমার কাটা মাটি স্বপন দাসের বাড়ির পাশে রেখে ছিলাম তা কেটে এনেছি মাত্র।

    সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন অবগত রয়েছে। ভ্যাকু দিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেওযা হয়েছে।

  • দোহারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

    দোহারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

    দোহার (ঢাকা) প্রতিনিধি.
    ঢাকার দোহারে ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে  রাইসা (৮) ও সামিয়া (৮) দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রাইসা ও সামিয়া আপন খালাতো বোন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দোহার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
    রাইসা উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকার মো. মুকসেদের মেয়ে ও সামিয়া নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার সামসুল হক বেপারীর মেয়ে।
    স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঈদ উপলক্ষ্যে নানা বাড়ি দোহার খালপাড়ে বেড়াতে আসে রাইসা ও সামিয়ার পরিবার। দুপুরে একটার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নামে তারা। এসময় তারা সাতার না জানায় খালের পানিতে ডুবে যায়। স্বজনা তাদের অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুজি করেন। পরে সন্দেহ হলে খালের পাড়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকেন।
    স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর ডুবে থাকা ওই দুই শিশুকে উদ্ধার সক্ষম হয়। দ্রুত দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঈদের আগে আত্মীয় স্বজনদের সামনে মরদেহ আনা হলে স্বজন ও স্থানীয়রাও কান্নায় ভেঙ্গে পড়েন।
    দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মৃত ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • নবাবগঞ্জের ইছামতি নদীতে বারণী স্নান

    নবাবগঞ্জের ইছামতি নদীতে বারণী স্নান

    নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

    ঢাকার নবাবগঞ্জের আগলা তীর্থস্নান ঘাটের ইছামতি নদীতে সনাতন ধর্মীয় আচার বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর থেকে ‘মধুকৃষ্ণা ত্রয়োদ্বশী তিথি নক্ষত্র যোগে’ আগলা তীর্থস্নান ঘাটে দূরদুরান্ত থেকে পূণার্থীদের আগমন ঘটে। বেলা বাড়ার সাথে সাথে ভক্ত-পূণাথীতে পরিপূর্ণ হয়ে যায় ঘাট এলাকা। সনাতন ধর্ম মতে, পাপ মোচনের আশায় মন্ত্রপাঠ করে নদীতে স্নান করতে সমবেত হন পূণার্থীরা। পরে ঘাটে বসে থাকা সাধু-বৈষ্ণবদের অর্থ ও খাদ্য দান করা হয়। স্নান উপলক্ষে ঐ এলাকায় গ্রাম্য মেলা বসে।

    কমিটির সদস্যরা জানান, মেলার আগত সহস্রাধীক পূণ্যার্থীদের সেবায় দুই, চিড়া, মুড়ি, ছাতু ও গুড় দেয়া হয়। ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা, প্রদীপ সাহা, প্রিয়াঙ্কা সাহা আগত পূণ্যার্থীদের জন্য এ আয়োজন করেন।

    আয়োজক কমিটির নারায়ন চন্দ্র সাহা, রতন কুমার সাহা, সুভাষ চন্দ্র শীল, রতন সাহা, বিমল মেম্বার, মাখন চন্দ্র বালা, নিরঞ্জন সাহা, দুলাল সরকার, স্বপন সাহা জানান, ৪শ’ বছর আগে থেকে এ স্থানে বারুণী স্নান আয়োজন হয়ে আসছে। এর জন্য এ ঘাটের নাম স্নানঘাট। ইছামতি নদীর মরণ অবস্থা হলেও এ রীতি থেমে থাকেনি। ভক্ত পূণ্যার্থীদের আগমন আমাদের আরও অনুপ্রাণিত করে।

    স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম ও এইচ এম রতন জানান, এটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান হলেও স্নান ও মেলার নিরাপত্ত্বায় এলাকার সকল ধর্ম-মতের মানুষ সমবেত হন। এটি আমাদের পুরনো দিনের একটি দৃষ্টান্ত হয়ে আছে।

    তাছাড়া বিচ্ছিন্নভাবে নবাবগঞ্জের ইছামতি নদীর নতুন বান্দুরা ঘাট, কলাকোপা পোদ্দার বাজার ঘাট, বাগমারা বাজার ঘাট, বর্ধনপাড়া ঘাটে পূণার্থীরা স্নান করেন বলে জানা যায়।

  • শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার 

    শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার 

    নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

    ঢাকার নবাবগঞ্জে শিকারীপাড়া তাড়াশংকর কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শিক্ষানুরাগী আবু শফিক খন্দকার মাসুদ।

    বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।

    নবনির্বাচিত সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ যেসব নানাবিধ সমস্যা তা দ্রুত নিরসনকল্পে কাজ করে যাব। সর্বোচ্চ চেস্টা করবো বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে। নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি।

  • নবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল 

    নবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল 

    নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাদাপুর এলাকার একটি রেস্টুরেন্টে  ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্স এর আয়োজন করে।
    ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক  কামরুজ্জামান জুম্মনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মহসিন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
    নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন।
    উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, সাভার উপজেলা সভাপতি নাজির খান লিটন, কেরানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ সবুজ, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. তাহিদ, ধামরাই উপজেলার সভাপতি ইয়াসির হিমু,
    সাধারণ সম্পাদক মো. রোকন, দোহার উপজেলার সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দোহার উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রফিক কবিরাজ, দোহার উপজেলা জাসাস সভাপতি মো. হারুন, আবুল সিকদার, শহীদুল ইসলাম প্রমুখ।
  • মহান মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমান ফকুর ইন্তেকাল

    মহান মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমান ফকুর ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক.
    মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকু (৮৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
    মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৬টায় রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তিনি এক ছেলে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
    মরহুমের নামাজের জানাযা আগামী ২৭ মার্চ বাদ ফজর গুলশান আজাদ মসজিদ, বাদ জোহর নবাবগঞ্জে জানাজা শেষে নিজ এলাকার কবরস্থানে দাফন করা হবে।
    আজিজুর রহমান ফকু ১৯৩৭ সালে ১০ সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চর মধুচরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।
    ঘনিষ্টজনরা জানিয়েছেন, মরহুমের জীবদশায় এতদ ঢাকা অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। শিক্ষা জীবনে ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি। রাজনৈতিক জীবনে ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি। ১৯৯১ সালে নৌকার প্রতীক নিয়ে (ঢাকা-২) নবাবগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
    এছাড়াও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক বিরোধী আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয়দফা, ৬৯ গণঅভ্যুথান, সত্তরের নির্বাচন, ৭১ মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহন করেছিলেন বলে ঘনিষ্টজনরা জানিয়েছেন।
  • দোহারে প্রাণনাশের ভয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

    দোহারে প্রাণনাশের ভয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

    দোহার (ঢাকা) প্রতিনিধি.
    ঢাকার দোহার উপজেলায় রাস্তা আটকিয়ে জমি দখল করে প্রাণনাশের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার বেগম আয়েশা শপিংমলের ২য় তলায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমেনা গং এ অভিযোগ করেন।
    আমেনা বলেন, আমরা যাদের থাকতে দিয়েছি আজ তারা আমাদের গলারকাটা হয়ে দাড়িয়েছে। আমার বাবার পৈতৃক সম্পত্তির দখল করে আমাদেরকেই প্রাণ নাশের পরিকল্পনা করছেন।
    তিনি আরোও জানান, আমার বাবা ১৯২৮ সালে মালঞ্চের কাছ থেকে ৪১৯ দাগে ১১ শতাংশ ও ইব্রাহিমের কাছ থেকে ১৯৩১ সালে ৪৮ দাগে ৭ শতাংশ সাব কবলা দলিলে জমি ক্রয় করেন। আমরা দলিল মূলে খরিদ করার পর থেকেই ভোগ দখলে আছি। কিন্তু হঠাৎ শেখ মনির ও শেখ জাহিদুল আমাদের জমি জোড় করে দখল করে গাইড ওয়াল ও কাটা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।
    এঘটনায় দোহার থানায় একটি অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ মার্চ ভোরে আমার বোন ঝর্ণাকে মনির গংরা মেরে আহত করে প্রাণনাশের হুমকি দিয়েছে।
    ভুক্তভোগী ঝর্ণা আক্তার জানান, আমি ডায়াবেটিসের রোগী প্রতিদিন আমাকে দুইবার ডায়াবেটিস মাপতে হয়। কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি বাড়ি থেকে বের হতে পারি না। আমি সুষ্ঠ তন্দন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।
    এঘটনায় মনিরের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
    এঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.  রেজাউল করিম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছিলাম পুলিশও গিয়েছিলো। এখন জানতে পারলাম তাদের নাকি প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমরা এই হুমকির বিরুদ্ধে জিডি নিয়েছি। তিনি আরোও জানান যেহেতু এঘটনায় আদালতে দেওয়ানী মামলা হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।