Category: ইসলামী জীবন

  • শ্রীনগরে বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    শ্রীনগরে বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.

    ‘জাগো বাঙালি মমতার বন্ধন’ স্লোগানে প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন বেঙ্গল বন্ধন ফাউন্ডেশন ২০২৩ সাল থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়েকটা গ্রামে ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

    শুক্রবার (২৮ শে মার্চ) শ্রীনগর উপজেলার বাঘড়া  ও শ্যামসিদ্ধি ইউনিয়ন এর গ্রামে গ্রামে প্রায় শতাধিক পরিবারের হাতে একটি প্যাকেটে পোলার চাল, চিনি, নুডলস এবং দুই রকমের সেমাই সহ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উপেদষ্টা- মো. শাহ্আলম হোসেন ও মো. রোমান বেপারী, সাধারণ সম্পাদক সায়মন আল হাসান (এসবি), কোষাধ্যক্ষ সিয়াম মোড়ল, প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, দপ্তর সম্পাদক সালমিন হোসেন বেপারী, সস্মানিত সদস্য- মো. সাগর হোসেন, ওবায়দুল, কাউসার, শাহরিয়া, মাইনুল, রাতুল, বাধন, সাইফুল সহ ফাউন্ডেশন অন্যান্য সদস্যবৃন্দ।

    প্রবাস থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি শাহ্আলম গাজী (এসএমজী), সিনিয়র সহ-সভাপতি রাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন ইসলাম আশিক, সম্মানিত সদস্য হাবিব শেখ (রফিকুল ) ও মোহাম্মদ আক্রাম প্রমূখ।

  • বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

    বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

    সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এবং তার সহধর্মিণী নিলুফার মান্নান-এর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (০২ মার্চ) ঢাকার নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসায় প্রতিবছরের ন্যায় এবারও প্রথম রোজায় এতিমদের সঙ্গে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    নিলুফার-মান্নান মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নানের মেয়ে ব্যারিষ্টার মেহনাজ মান্নান রবিবার সন্ধ্যায় এ ইফতার মাহফিল আয়োজন করেন।

    ইফতারের আগে আব্দুল মান্নান তার সহধর্মিণী নিলুফার মান্নানের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।

    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, ঢাকা জেলা যুবদল নেতা তপন মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নবাবগঞ্জের বিএনপি নেতা- আব্দুল বাতেন, হাবিবুর রহমান পান্নু, সেলিম চৌধুরী, পারভেজ বাবুল, এমএ সালাম, হুমায়ুন মোল্লা,

    দোহারের বিএনপি নেতা- শাহীন খন্দকার, মো. হারুন অর রশিদ, মনির হোসেন, ছাত্রদলনেতা মইন খান তুষার, মেহেদি হাসান বিপ্লব, ঢাকা জেলা কৃষকদল নেতা এমএ রশিদ, সেলিম চৌধুরী, মো. ফুলচান হোসেন, ইয়াহিয়া খান, সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান বিপ্লব, মঈন খান তুষারসহ নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • মিজানুর রহমান আজহারীর আগমনে ব্যাপক প্রস্তুতি

    মিজানুর রহমান আজহারীর আগমনে ব্যাপক প্রস্তুতি

    আগামীকাল ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দিতে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। উপজেলার বারুয়াখালীতে ঢাকা বিভাগীয় এ মাহফিলের আয়োজন করেছেন বারুয়াখালি মাহফিল পরিচালনা কমিটি। মাহফিলকে ঘিরে ইতিমধ্যে নবাবগঞ্জ ও দোহারসহ আশেপাশের উপজেলাগুলো জুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
    জানা যায়, সবকিছু ঠিক থাকলে সকাল ১০টা থেকে শুরু হওয়া তাফসীরুল মাহফিলের প্রধান বক্তা মিজানুর রহমান আজহারীর বয়ান বাদ জোহর শুরু হবে।
    এর আগে সকাল ১০টা থেকে বয়ান করবেন মওলানা মনিরুল ইসলাম মজুমদার,  হাফেজ কারী শেখ সিদ্দিকুর রহমান, হাফেজ কারী আব্দুল ওয়াহাব দোহারী ও মাওলানা মহিবুল্লাহ রুমান।
    মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
    আয়োজকদের ধারণা, মাহফিলে কমপক্ষে ১৫ লাখ মানুষের সমাগম হতে পারে। ইতিমধ্যে বারুয়াখালীতে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ১ সপ্তাহ ধরে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা।  তাদের সাথে সহযোগিতা করছেন স্থানীয় দিনমজুর, কৃষকসহ সর্বস্তরের মানুষ।
    স্থানীয় কয়েকজন কৃষক জানান, আজাহারীর মত এত বড় বক্তা বারুয়াখালীতে আসবে এটা আমাদের সৌভাগ্য। লাখ লাখ লোকের সমাগম হবে তাই বিশাল জমির দরকার ছিল। আমরা বিনামূল্যে নিজেদের কৃষি জমি মাহফিলের জন্য দিয়ে দিয়েছি। হয়তো এ মৌসুমে ফসল পাব না এতে হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হব। এতে আমাদের বিন্দুমাত্র দুঃখ নেই। আশা করি সকলের সহযোগিতায় মাহফিল ভাল ভাবে শেষ হবে।
    আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ বলেন, শ্রোতাদের জন্য মোট ৭টি মাঠ প্রস্তুত করা হচ্ছে  এরমধ্যে ৬টি মাঠ শুধু নারীদের জন্য নির্ধারিত থাকবে। পাশাপাশি গাড়ি পাকিং জন্য আরো ১২টি মাঠ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ৭টি মাঠে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে। একই সাথে শ্রোতাদের জন্য অস্থায়ী ওযুখানা ও শৌচাগার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে অ্যাম্বুলেন্স সেবা। এছাড়া আজহারীর মাহফিলকে কেন্দ্র করে পোস্টারিং ছাড়াও অনলাইন, অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে।
    বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান বলেন, ঐতিহাসিক এ মাহফিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহফিলে আগতের নিরাপত্তায় কাজ করবে। পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছাসেবী মাহফিলকে সুন্দর করতে কাজ করবে। মহিলা শ্রোতাদের জন বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষ স্বেচ্ছায় কাজ করছে। সকলের সহযোগিতায় সুন্দরভাবে মাহফিল শেষ হবে আশা করি।
    দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন,  কয়েক লাখ লোক সমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও মাহফিলের আয়োজক কমিটি দফায় দফায় বৈঠকে বসেছেন। জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগতদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আয়োজক কমিটির চাহিদা মোতাবেক ২ শতাধিক পুলিশ সদস্য কাজ করবে সর্বদা। মাহফিল সফল করতে আইনশৃঙ্খলা বাহিনী সবোচ্চ সহযোগিতা করবে।
  • মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসা ছাত্রদের মেহমানদারী

    মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসা ছাত্রদের মেহমানদারী

    ঢাকার নবাবগঞ্জে মসজিদের ইমাম-খতিবগণ এবং মাদ্রাসা ছাত্রদের সম্মান জানাতে ব্যতিক্রমী একটি উৎসব আয়োজন করে এশিয়ার বাঙ্গালী কমিউনিটির একমাত্র মুখপত্র ভয়েস এশিয়ান ডট নিউজ। এই উৎসবে মসজিদের ইমাম ও খতিবগনের হাত তুলে দেয়া হয় শীতের শাল, পাশাপাশি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের হাতে তুলে দেয়া হয় খাতা-কলম-নামাজি রুমাল।

    মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ এবং মাদ্রাসা ছাত্রদের উপস্থিতিতে সকাল ১০টায় এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র প্রোগ্রাম প্ল্যানার এবং ভয়েস এশিয়ান ডট নিউজ ও চ্যানেল এশিয়া ডট নিউজের এডিটর এন্ড সিইও ইঞ্জি. মোশাররফ জুয়েল।

    নবাবগঞ্জ উপজেলার  কলাকোপা ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদ কমিটির সর্বস্তরের সদস্যগনের উপস্থিতি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের নিয়ে এই বিশেষ আয়োজনটি উপস্থিত সকলের মন জয় করে নেয়।

    আয়োজন সম্পর্কে বলতে যেয়ে ইঞ্জি. মোশাররফ জুয়েল বলেন, আলেম-ওলামা আমাদের সবার মাথার তাজ এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আমাদের ইসলামি সমাজ গঠনের হাতিয়ার। তাদের সম্মানে এই আয়োজন করতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি।

    তিনি আরো বলেন, এই বিশেষ আয়োজনে আমার সাথে যুক্ত হয়ে আজকের অনুষ্ঠানের সফল আয়োজনে বিশেষ ভূমিকা রাখতে এগিয়ে আসেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সী মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি)’র ম্যানেজিং ডিরেক্টর সিআইপি মো. অহিদুর রহমান। তাকেও আমরা আমাদের ভয়েস এশিয়ান নিউজ টিমের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।

    ইঞ্জি. জুয়েল আরো বলেন, আজকের এই আয়োজন সফল করতে যার ভূমিকা বেশ লক্ষণীয় ছিলো তিনি হলেন কলাকোপা ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মুফতী ইব্রাহীম খলিল নবাবগঞ্জী।

    এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ইমাম-খতিবগণ আদর্শ সমাজ গঠনে ইসলামের বিশেষ ভূমিকার বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০টি মসজিদের ইমাম ও খতিবগণ, মাদ্রাসার মোহতামিমগন এবং মাদ্রাসা পড়ুয়া বিভিন্ন শ্রেণির ২০জন ছাত্র।

    অনুষ্ঠানে আমন্ত্রিত ৩০জন ইমাম-খতিব-মোহতামিমকে শীতের শাল প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের হাতে তুলে দেয়া হয় খাতা-কলম-নামাজি রুমাল।

    ইমামগণ বলেন. ইসলামের পতাকা তলে এই ধরনের আয়োজন আমরা আজকেই প্রথম দেখছি। ইমামদের সম্মান জানাতে যে এই ধরনের বিশেষ আয়োজন করা যেতে পারে তার মাইলফলক হয়ে থাকবে এই আয়োজন।

    আয়োজন শেষে আমন্ত্রিত সকল অতিথিদের শীতের চিতই পিঠা, কয়েক রকমের ভর্তা, মাংসের তরকারি এবং তেল চিতই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। সবশেষে পু্রো মুসলিম মিল্লাতের জন্য দোয়ার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সিরাজদিখান ফেগুনাসার বাইতুল জান্নাত মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    সিরাজদিখান ফেগুনাসার বাইতুল জান্নাত মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    মুন্সীগঞ্জ সিরাজদিখান ফেগুনাসার নগরে নবনির্মিত বাইতুল জান্নাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

    শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজদিখান ফেগুনাসার নগরে সর্বস্তরের এলাকাবাসীর সহযোগিতায় অত্র মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

    মসজিদের ভিক্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী (মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য) মিজানুর রহমান সিনহা।

    বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন মোল্লার সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা যুবদল সাবেক সভাপতি ইকবাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সাবেক বিএনপির সভাপতি আলহাজ্ব মমিন আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, ফেগুনাসার নগরে বাইতুল জান্নাত জামে মসজিদের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোমান,

    বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান নিশি, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন মোল্লা,  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন খোকন, কাজী কামরুজ্জামান লিপু, মজিবর রহমান, আজিজুল হক খান, শীলা কামাল প্রমূখ।

    উদ্বোধন শেষে মসজিদে দাতা ও অত্র মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

  • সিংগাইর ডাউটিয়া ঈদগাহ’র জায়গায় দোকান ঘর!

    সিংগাইর ডাউটিয়া ঈদগাহ’র জায়গায় দোকান ঘর!

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ডাউটিয়া ঈদগাহ মাঠের জায়গায় ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে কমিটিতে থাকা দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে।এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

    স্থানীয় মোখলেসুর রহমান নামে জনৈক ব্যক্তির প্রশাসনের কাছে দায়ের করা লিখিত অভিযোগ প্রেক্ষিতে সরেজমিন গণমাধ্যম কর্মীদের কাছে এমন তথ্য মিলেছে। যদিও ভুক্তভোগী ওই ব্যক্তি সরকারি রাস্তা বন্ধের বিষয়ে অভিযোগে উল্লেখ করেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে মিলে অন্যরকম তথ্য।

    রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ডাউটিয়া মৌজার আরএস ১৬৭ ও ১৬৮ দাগে মোট ৪৮ শতাংশ জমি ডাউটিয়া ঈদগাহ কমিটির পক্ষে মতুয়ালির নামে। অথচ পশ্চিম পাশে জামে মসজিদের কিছু ফাঁকা মাঠ ছাড়া পূর্বপাশের বাকি সবটুকুতে বসানো হয়েছে বাজার।

    ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আবু বক্করসহ অন্যান্য দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা দোকান ঘর তুলে দেদারসে ব্যবসা করছেন। আবার কেউ কেউ কম দামে ভাড়া নিয়ে মসজিদে সামান্য কিছু টাকা দিয়ে বেশি দামে অন্যকে ঘর ভাড়া দিচ্ছন। ফলে ধর্মীয় প্রতিষ্ঠানটি বঞ্চিত হচ্ছে ন্যায্য পাওনা থেকে। এতে রক্ষক অবতীর্ণ হয়েছেন ভক্ষকের ভূমিকায়।

    গত রবিবার (৫ জানুয়ারি) স্থানীয় বাসিন্দা ও ডাউটিয়া বাজারে গিয়ে দোকানিদের সাথে কথা বলে জানা গেছে, বকচর গ্রামের আবু বক্কর । তিনি ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক। মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ওষুধের ফার্মাসির দোকান দিয়ে ব্যবসা করছেন। নতুন করে ঘরটি ভেঙে সংস্কারের নামে সম্প্রসারণ করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন তিনি। সরকারি রাস্তা বন্ধ করে ঘর তোলার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। প্রশাসনের নজর এড়াতে ছুটির দিন শুক্র ও শনিবার বেছে নিয়ে ঘরে নির্মাণের কাজ সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

    অপরদিকে, কবির ও শাজাহান নামের দুই ব্যক্তি নামমাত্র ভাড়া দিয়ে মুদি দোকান ও কীটনাশক ওষুধের ব্যবসা করছেন ঈদগাহ মাঠের জায়গায়। বকচর গ্রামের আমজাদ নামের এক ব্যক্তি ৫০০ টাকা দিয়ে ভাড়া নিয়ে মহর নামের আরেক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে প্রতিমাসে দুই হাজার টাকা করে ভাড়া উত্তোলন করছেন।

    অনুরূপ, আরজুল্লাহ, তাসের, আশরাফুল ও ইসমাইল হোসেন মাত্র ৫০০ টাকা ভাড়া দিয়ে ব্যবসা করছেন ঈদগাহ মাঠের জায়গায় ।

    তবে ডাউটিয়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আলী আকবর বলেন, আমি ৫০০ টাকা ভাড়া দিলেও বেচাকেনার অবস্থা হিসেবে আমার জন্য কষ্ট হয়। আক্ষেপ করে তিনি আরো বলেন, বাধ্য হয়ে ব্যবসার নামে বাজার পাহারা দিচ্ছি মাত্র।

    এ প্রসঙ্গে ডাউটিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি সোনামুদ্দিন অসুস্থ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। অভিযুক্ত সাধারণ সম্পাদক আবু বক্করের কাছ মোতয়ালীর নাম জানতে চাইলে তিনি নাম বলতে পারেননি।

    ঈদগাহ মাঠের সম্পত্তি তাদের বংশের পূর্ব পুরুষদের দান করা দাবি করে বলেন, মসজিদ উন্নয়নে প্রতিমাসে টাকা দিয়ে মাঠের জায়গায় ব্যবসা করছি। কমিটির সভায় এমন সিদ্ধান্তের রেজুলেশন আছে কিনা জানতে চাইলে এড়িয়ে যান দায়িত্বে থাকা ঈদগাহ মাঠ কমিটির ওই সাধারণ সম্পাদক।

    জামির্ত্তা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মো. কুদ্দুসুর রহমান বলেন, সরকারি রাস্তা দখলের অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়ে জায়গা পরিমাপ করে রিপোর্ট দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন । ঈদগাহ মাঠে দোকান ঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রসঙ্গে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, আপনার কাছ থেকেই জানলাম। দ্রুত বিষয়টি ওয়াকফ স্ট্রেটকে জানাবো।

  • দোহারে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ

    দোহারে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ

    টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে হামলায় ২জন নিহতের ঘটনায় সাদপন্থীদের চিহ্নিত খুনী দাবি করে হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার জয়পাড়া কালেমা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দোহার উপজেলা তৌহিদী জনতা।

    বক্তারা বলেন, সাদপন্থী দেশে ভারতীয় দালালদের নির্দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের এদেশ থেকে বয়কটের ডাক দেন বিক্ষোভকারীরা। এছাড়া প্রশাসনের কাছে দোহারেও সাদপন্থীদের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তারা।

    এদিকে সভাকে কেন্দ্র করে ও বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে কালেমা চত্ত্বরে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ।

    সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা।

    এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রহিম, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মতিউর রহমান, মাওলানা রেজাউল করিম, মুফতি মো. জুনায়েদ প্রমুখ।

  • কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়তের সম্মেলন

    কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়তের সম্মেলন

    কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়তের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় সিরাজদিখান কুচিয়ামোড়া স্কুল এন্ড কলেজ গেইট মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুফতী মাহবুবুর রহমান।

    সম্মেলনের উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল আউয়াল, আল্লামা আবু বকর আবদুল হাই মেশকাত, মাওলানা মামুনুল হক, মাওলানা ওবায়দুল্লাহ কাশেমী , আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা মাহফুযুল হক,

    কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মাওলানা শায়েখ হারুন এযাহার, মুফতী শাখাখাওয়াত হোসেন রাজী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, এডভোকেট জাকারীয়া মোল্লা, এডভোকেট মারুফ হাসান মন্টি প্রমুখ।

    বক্তারা বলেন, আকীদায়ে খতমে নবুওয়ত মুমিন, মুসলমানদের ঈমানের অপরিহার্য অংশ। পূর্বাপর সব মতপথ মাযহাবের ইমামগণ এ ব্যাপারে ঐক্যবদ্ধ। সূরা আহযাবের ৪০নং আয়াতে সুষ্পষ্টভাষায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, “মুহাম্মাদ (সা.) তোমাদের কোনো পুরুষের পিতা ছিলেন না। তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী।

    আজকে বড় আফসোস আর পরিতাপের সঙ্গে বলতে হয়, কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে আমাদের সমাজের অনেক মুসলমান মনে করে, ‘তারাও মনে হয় ইসলামেরই একটি দল। অথচ কাদিয়ানীদের সাথে মুসলমানদের বিরোধিতা কোনো শাখাগত বিরোধিতা নয়। এটি সরাসরি ইসলাম এবং কুফুরের বিরোধ।

    সব মতপথ মাযহাবের ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদের যারা কাফের মনে করবে না তারাও কাফের। সুতরাং আমাদের এক দাবি, অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

    কাদিয়ানীরা এদেশে হিন্দু- খ্রিস্টান-বৌদ্ধসহ অন্যান্য ধর্মাবলম্বীর মতো সংখ্যালঘু অমুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে। কিন্তু মুসলিম পরিচয়ে বসবাস করে সাধারণ মুসলমানদের ধোঁকাবাজি করা মেনে নেওয়া হবে না। তাদের ধর্মপরিচয় হবে, তারা কাদিয়ানী।

    মুসলিম নাম নিয়ে তাদের এদেশে থাকতে দেওয়া হবে না। তাদের উপাসনালয়গুলোকে মসজিদ পরিচয় দেওয়া যাবে না। তাদের মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। ইসলামের নামে রচিত তাদের সব ধর্মগ্র্রন্থ অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং তথাকথিত আহমাদিয়া সম্প্রদায় নামে তাদের সব অপতৎপরতা অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

    সভাপতির বক্তব্যে আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর বলেন, ইসলামের আকীদা বিশ্বাসের অপরিহার্য আরো অনেকগুলো বিষয় কাদিয়ানিরা অস্বীকার করে। বরং তারা তাদের মনগড়া মতবাদকে ইসলাম বলে চালিয়ে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে।

    তাই ওআইসি এবং রাবেতা আলমে ইসলামীসহ বিশ্বের বৃহৎ মুসলিম সংস্থা ও একাধিক মুসলিম দেশে কাদিয়ানিরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম। গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিটি নাগরিকের ধর্মীয় পরিচয় সুস্পষ্ট থাকা অপরিহার্য।

    তিনি বলেন, একজন মুসলমান মুসলিম হওয়ার কারণেই খতমে নবুওয়ত আন্দোলন করতে বাধ্য। যতদিন মুসলমান থাকবে ততদিন খতমে নবুওয়ত আন্দোলন করতে হবে।

    কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে প্রতিটা পাড়া-মহল্লা, মসজিদ মাদরাসাকে একেকটি কাদিয়ানী বিরোধী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আমরা ঢাকায় একটি বড় মহাসম্মেলন করে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাব।

  • নবাবগঞ্জে তাওহীদী জনতা ঐক্য পরিষদের পথসভা

    নবাবগঞ্জে তাওহীদী জনতা ঐক্য পরিষদের পথসভা

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন তাওহীদী জনতা ঐক্য পরিষদের আয়োজনে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আহুত জাতীয় মহা সম্মেলনের যোগদানের জন্য পথসভা ও আল্লাহ এবং ইসলাম নিয়ে কটুক্তি করায় শিক্ষকের বহিষ্কার চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন তাহহীদী জনতরা।

    সোমবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে কটুক্তিকারী শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতুম কুমার চক্রবর্তীর বহিষ্কার চেয়ে মিছিলটি বের হয়। মিছিলটি শোল্লা বাজার প্রদক্ষিণ করে সায়েদুন নেছা কিন্ডার গার্টেন পর্যন্ত বিক্ষোভ করেন তাহহীদী জনতরা।

    বিক্ষোভের শেষে বিদ্যালয়ের মাঠে ফিরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির জাতীয় মহা সম্মেলন বুধবারে সফল করার জন্য পথসভা করেন শোল্লা ইউনিয়ন তাওহীদী জনতা ঐক্য পরিষদ।

    হযরত মাওলানা ইয়ামিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী।

    উপস্থিত ছিলেন শোল্লা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আ. মতিন মিয়া, মাওলানা মহিউদ্দিন খান উজ্জল, মুফতী আব্বাস আলী ও মুফতী মামুনুর রশিদ।

    উল্লেখ্য গৌতুম কুমার চক্রবর্তী তিনি শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেন। সম্প্রতি তিনি শ্রেণিকক্ষে বঙ্গবানী কবিতা ছাত্রদের পাঠদানের সময় আল্লাহকে নিয়ে কটুক্তি, মসজিদ , নামাজ ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেন।

    পরবর্তীতে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন মহলে আলোচনা করে। এতে তাওহীদী জনতারা ক্ষোভে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চাইলে তিনি বিদ্যালয় থেকে চলে যায়। বর্তমানে তিনি বিদ্যালয়ের কোন কার্যক্রম ও পাঠদানে অংশগ্রহণ করছেন না।

    এবিষয়ে শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ বলেন, কটুক্তিকারী গৌতুম কুমার চক্রবর্তীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা বিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করে দিয়েছি। তার সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যালয় থেকে।

  • সিরাজদিখানে মধুপুর ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার শিক্ষা প্রদর্শনি

    সিরাজদিখানে মধুপুর ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার শিক্ষা প্রদর্শনি

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার শিক্ষা প্রদর্শনি ও  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার রাজানগর ইউনিয়নের জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার প্রাঙ্গনে এই শিক্ষা প্রদর্শনি অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির পীর সাহেব মধুপুর আল্লামা আ. হামিদের সভাপতিত্বে ও জামি’আ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লা কোসেমী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান প্রমুখ।