Category: শিক্ষা

  • শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার 

    শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার 

    নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

    ঢাকার নবাবগঞ্জে শিকারীপাড়া তাড়াশংকর কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শিক্ষানুরাগী আবু শফিক খন্দকার মাসুদ।

    বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।

    নবনির্বাচিত সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ যেসব নানাবিধ সমস্যা তা দ্রুত নিরসনকল্পে কাজ করে যাব। সর্বোচ্চ চেস্টা করবো বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে। নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি।

  • নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা

    নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা

    ঢাকার নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় “ঢাকা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়” প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।

    দিনব্যাপী শিক্ষকদের এ মিলন মেলায় নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ জালাল, নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. রায়হান উদ্দিন আহমেদ।

    অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি সমীরচরন চক্রবর্তী।

    নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা (সিএসসি)।

    নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি- ২০২৫ এর ম্যাগাজিন “আলোর ভুবন” এর আহ্বায়ক মো. হারুন অর-রশিদ, সম্পাদক শচীন কুমার চৌধুরীসহ উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধীক শিক্ষক। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা

    বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা

    ‘শুদ্ধ বিজ্ঞান চর্চা মানব কল্যাণকারী, শুদ্ধ শিক্ষা-সংস্কৃতি চর্চা চিত্ত ও হৃদয় গঠনকারী’ এ স্লোগানে ঢাকার নবাবগঞ্জে ঐহিত্যবাহী বিদ্যাপিঠ বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে ৪দিনব্যাপী আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান মেলা ও শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

    বিজ্ঞান মেলায় সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ, সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়, হলিচাইল্ড মনিং স্কুল, ডমিনিক সেভিও কিন্ডারগার্টেন ও বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী ২৫০টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন। ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কার দেখে প্রশংসা করেন আগত অতিথিরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। গেস্ট অব অর্নার ছিলেন আপন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ডিরেক্টর ব্রাদার প্রদীপ লুইস রোজারিও।

    প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, সেন্ট থেকলাস্ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালী কস্তা ও তুলতাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মনিক।

    আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ৪দিনব্যাপাী এ অনুষ্ঠান শেষে হবে।

  • নবাবগঞ্জে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    নবাবগঞ্জে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। এছাড়া মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আগামীর সুন্দর জীবন প্রতিষ্ঠায় তোমাদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। মানবিক হও, সাথে খেলাধুলা, সামাজিক কাজে অংশগ্রহন করো। মোবাইল ফেলে বই, খাতা, কলম ধরো। নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করো। জীবনে সফলতা আসবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, ঢাকা জেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন।

    সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পেস করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।

    বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও অভিভাবক সদস্য মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, হুমায়ুন চৌধুরী, কলাকোপা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. লাভলু সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান প্রমুখ।

  • সিরাজদিখানে এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী 

    সিরাজদিখানে এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী 

    মুন্সীগঞ্জ সিরাজদিখানে এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবার পরিজন নিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রায় একশতাধিক বন্ধু অনুষ্ঠানস্থলে সমবেত হন। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখতে ছিল অনেক কসরত।

    প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।

    আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে , এসো মিলি প্রাণের বন্ধনে, এই স্লোগান নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনর্মিলনীতে বন্ধুরা বিভিন্ন সময়ে দেশে- বিদেশে অবস্থানরত ব্যাচের বন্ধুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতায় দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আয়োজক শিক্ষার্থীরা পুরানো বন্ধুদের বিভিন্ন তথ্যসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। গান, নাচ, আড্ডা আর কৌতুকে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন ব্যাচের বন্ধু জয়গীতা মন্ডল ও সুচিত্রা দে। এ ছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাড়ি ভাঙ্গা খেলা । শেষ পর্যায়ে মধ্যহ্ন ভোজের পাশাপাশি মনোরম পরিবেশে ফটোসেশনের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওবায়দুল ইসলাম রনি, শেখ ইসলাম, বিদ্যাসাগর, জয় গীতা মন্ডল, মুন্না লস্কর, আনোয়র শিকদার, আরিফুর রহমান, হাসনা হেনা, জ্যোস্না সরকার, শেফালী আক্তার, বাসুদেব সরকার, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হরিপদ সরকার, বর্তমান প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

    পুনর্মিলনীতে জানানো হয়, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০০০ সালের এসএসসি পরীক্ষা দেওয়া থেকে এ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুদের খোজখবর নেওযার, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দের বন্ধন আরও সুদৃঢ় করার জন্য এ আয়োজন।

    পুনর্মিলনী অনুষ্ঠানে আসা শিক্ষার্থী জয় গীতা মন্ডল বলেন, ২৫ বছর পর সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের গেট টুগেদার আয়োজন করেছি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে।

    শিক্ষার্থী ওবায়দুল ইসলাম রনি বলেন, হাজার মাইল দূরে এসে দীর্ঘ ২৫ বছর পর একই ব্যাচের এত বন্ধুকে পেয়ে আমি আনন্দিত। সবার মতামতকে সমান গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

    অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী মো. ওবায়দুল ইসলাম রনি।

  • সিরাজদিখানে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

    সিরাজদিখানে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

    তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরে এফ. আর. কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে।

    আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মালখানগর চৌরাস্তা জমজম টাওয়ারের নীচতলায় এর উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার এ্যাডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিইডস) পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকবাল হাসান।

    আশরাফুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ. আর. কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ ফয়সাল। কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মো. রাহাত খানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া পরিচালনা করে মাওলানা মুফতি মাহমুদুল হাসান।

    এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা আব্দুল আউয়াল জিহাদী, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, মুন্সীগঞ্জ জেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সমাজ সেবক তসলিম উদ্দিন শেখ,

    মালখানগর ডিগ্রী কলেজ গভর্নিং বডি সাবেক সদস্য মহিউদ্দিন আহমেদ, মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জামান, মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিন, মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বয়রাগাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেন্টু মিয়া।

    আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুস সামাদ মোড়ল, মালখানগর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক হুমায়ুন খান, হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন, মালখানগর চৌরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক রতন বেপারি প্রমুখ।

    উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নসহ তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ে তুলতে এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সহায়ক ভূমিকা রাখবে।

  • সরস্বতী পূজা উদযাপিত

    সরস্বতী পূজা উদযাপিত

    সনাতন ধর্মীয় বিদ্যা দেবী হলেন মা সরস্বতী। সোমবার (৩ ফেব্রুয়ারি) মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল। এই দিনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব বা সামাজিক প্রতিষ্ঠানে মা সরস্বতী দেবীর মুর্তি স্থাপন করে ও ঘট বসিয়ে দেবীর পূজা ও আরাধনা করা হয়।

    পূজারীরা দেবী বন্দনায় “জয়জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তা হারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে” মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বিদ্যাপ্রাপ্তির আশায় আরাধনা করেন।

    অন্যান্য প্রতিষ্ঠানের মতো নবাবগঞ্জের সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ সভা কক্ষে আয়োজন করা হয়েছিল সরস্বতী পূজার। পুরোহিত সুধীর চক্রবর্তীর মন্ত্র উচ্চারণে পূজারীরা দেবী বন্দনাসহ আরাধনা করেন। এসময় শিক্ষার্থীরা মা সরস্বতীর কৃপা লাভের আশায় মাথায় কাইশার কলম নিয়ে মন্ত্র উচ্চারণ করেন। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

    পূজায় উপস্থিত ছিলেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, সরস্বতী পূজা কমিটির আহ্বায়ক অধ্যাপক নির্মল বিশ্বাস, কোষাধ্যক্ষ অধ্যাপক অপূর্ব হালদার, সদস্য অধ্যাপক অমিতাভ বিশ্বাসসহ অধ্যাপক নিতাই চন্দ্র পাল, অধ্যাপক প্রকাশ চন্দ্র শিকারী, অধ্যাপক আনন্দ সরকার, অধ্যাপক কৃষ্ণ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক বিকাশ সাহা, অধ্যাপক পিংকি পাল সহ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিশুরা।

  • ডিএন-৯০’র ৫ম মিলনমেলা অনুষ্ঠিত

    ডিএন-৯০’র ৫ম মিলনমেলা অনুষ্ঠিত

    ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলার এসএসসি ব্যাচ-১৯৯০ (ডিএন-৯০)’র ৫ম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) নবাবগঞ্জ উপজেলার হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএন-৯০’র বন্ধুরা অংশগ্রহণ করেন।

    জানা গেছে, দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি পাশ সকল বন্ধুদের নিয়ে এই সংগঠন। ডিএন-৯০ একটি অরাজনৈতিক সংগঠন। প্রতি বছর আড়ম্বরপূর্ণ এই মিলনমেলা আয়োজন করা হয়। তবে আগামীতে সৃজনশীল ও মেধাভিত্তিক মানবিক কর্মকান্ডে মানুষের পাশে দাড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি মাকসুদ আলী দেওয়ান ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সোহেল।

    শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রায় ৪ শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। মিলনমেলার প্রথম পর্বে পরিচিতি ও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তবে বন্ধুরা দিনভর দলে দলে আড্ডা, স্মৃতিচারণ, হৈ হুল্লোরে মেতে থাকেন।

  • লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

    লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

    নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

    বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল আলম লিটন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জহিরুল ইসলাম, পরিচালক শাখাওয়াত হোসেন বাপ্পি, পরিচালক মো. শাহাদাৎ হোসেন শাহীন প্রমুখ।

    প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    শেষে নবাবগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক ৪০টি কিন্ডারগার্টেনের দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে আয়োজিত বৃত্তি পরীক্ষায় লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল থেকে অংশগ্রহনকারী ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৩জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের পুরস্কৃত করা হয়।

  • নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া

    নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান।

    উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক কো-অপ্ট সদস্য জুয়েল আহমেদ, সাবেক অভিভাবক সদস্য এড. মো. আবুল হোসেন, সাবেক অভিভাবক সদস্য মো. জাকির হোসেন, দুর্জয় মাহমুদ, সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শাহীনা খানম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।