Category: জাতীয়

  • সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

    সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

    মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর আবুল হোসেন (৪৫) নামের এক অটোচালকের লাশ পাওয়া গেছে ভুট্টা খেতে।

    মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ২নং ওয়ার্ড দক্ষিণ আজিমপুর এলাকার রিয়াজুলের ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ঐ এলাকার মৃত.হাসেমের পুত্র।

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। ঔ দিন বাড়ি না ফেরায় বাড়ি লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করতে থাকে। এর মধ্যে সোমবার থানা জিডি করেন। আজ মঙ্গলবার হঠাৎ বাড়ির পাশের ভুট্টা খেতে স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পৌছে।

    বর্তমানে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম ও ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

  • সিরাজদিখানে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

    সিরাজদিখানে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

    মুন্সীগঞ্জ সিরাজদিখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল।

    আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সারে ১১টায় বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ গেইটে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও এই মানববন্ধনের আয়োজন করা হয়।

    সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল আহ্বায়ক সদস্য অনন্যা রহমান অর্পা, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল আহ্বায়ক জসীম হাওলাদার।

    মানববন্ধনে ছাত্রদলের নেতারা বলেন, দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারী ও বোনরা সম্ভ্রম রক্ষায় সবসময় রাজপথে থাকবে। দেশব্যাপী ধর্ষণের সিরিজ চলছে। ধর্ষণের বিচার দেখছি না।

    স্বাধীন বাংলাদেশে কোন নারী, কোন মা, কোন বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানাই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করুন।

    এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইমন তালুকদার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল সদস্য সচিব মো. মোস্তাক আহম্মেদ, সদস্য সোহাগ সরদার, কনিকা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • নবাবগঞ্জে আগুনে দগ্ধ শিশু আব্দুর রহমানের মৃত্যু

    নবাবগঞ্জে আগুনে দগ্ধ শিশু আব্দুর রহমানের মৃত্যু

    অবশেষে মৃত্যুকে বরণ করলো নিজ বসত ঘরে আগুন লেগে দগ্ধ দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান। ঘরে শিশুটি ঘুমিয়ে ছিল।

    সোমবার (১০ মার্চ) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু আব্দুর রহমানের ফুপু হেনা আক্তার প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।

    আব্দুর রহমান ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামের অটোরিকশা চালকের আকাশের ছেলে।

    প্রতিবেশী আব্দুল জলিল বিমর্ষ অবস্থায় জানান, শিশু আব্দুর রহমানের মৃত্যুতে সারা গ্রামে শোকের ছায়া পড়েছে। গত ৬ দিন এলাকাবাসী মিলে শিশুটির পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। শেষ রক্ষা হলো না।

    তিনি বলেন, শিশুটির বাবা আকাশ অটোরিকশা চালিয়ে কোন রকমে সংসার চালাতো। ছাপড়া ঘরটিতে কোন রকমে বসবাস ছিল পরিবারটির। এমনিতেই সহায় সম্বল হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছিল। তার ওপর শিশু আব্দুর রহমানের মৃত্যু মেনে নেয়া যায় না।

    গত বুধবার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান। মা আর ফুপু বাড়ির উঠানে। বাবা গোসল করছিল। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসত ঘরে আগুন লাগে। মুহুর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির উঠানে থাকা মা ও ফুপু আগুন দেখতে পেয়ে চিৎকার করে।

    পরে শিশু আব্দুর রহমানকে দগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ছাপড়া ঘরসহ মালামাল পুড়ে যায়। আগুনে প্রতিবেশী মামুন ও বিমলা বেগমের ঘরও ক্ষতিগ্রস্থ হয়।

  • খেলনার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টায় কিশোর গ্রেফতার 

    খেলনার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টায় কিশোর গ্রেফতার 

    ঢাকার নবাবগঞ্জে খেলনা দেয়ার প্রলোভনে প্রতিবেশীর ৫ বছর বয়সী মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় মো. ইয়ামিন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    সোমবার (১০ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত কিশোরকে  ঢাকার আদালতে পাঠানো হয়েছে। কিশোর ইয়ামিন উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা গ্রামের মহিউদ্দিনের ছেলে। শিশুটির পরিবার তাদের প্রতিবেশি।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটির মা গৃহ পরিচারিকা ও বাবা দিন মজুর। জিবিকার প্রয়োজনে দুজই বাড়ির বাইরে থাকতো। গত ৩ মার্চ বাবা-মা কাজ গেলে ৫ বছর বয়সী শিশু মেয়ে বাড়িতে একা ছিল। দুপুর ২টার দিকে প্রতিবেশী বাড়ির কিশোর ছেলে ইয়ামিন খেলনা দেয়ার প্রলোভনে শিশুকে পাশ্ববর্তী বাড়ির গোসলখানায় নিয়ে ধর্ষণ চেষ্টা করে। শিশুর চিৎকারে ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায়। শিশুর মা বাড়িতে এলে তাকে ঘটনা জানায়।
    এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের হলে ৯ মার্চ রাতে থানায় মামলা রজু হয়।
    নবাবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আজগর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতারকৃত কিশোর ইয়ামিনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি ধর্ষণ চেষ্টা ঘটনার বিবরণ দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আদালতের সিদ্ধান্ত জানা যায়নি।
  • দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় গ্রেফতার ২

    দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় গ্রেফতার ২

    ঢাকার দোহারের পালামগঞ্জ এলাকায় এক ভ্যান চালককে ছুরিকাঘাতের মামলায় প্রধান আসামী রবিন (২০) ও তার বাবা কামাল (৪৫) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সন্ধ্যায় ভ্যান চালক সোহাগের সাথে দোকানে মালামাল তোলা নিয়ে কামাল ও তার ছেলে রবিনের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিন ধারালো ছুরি দিয়ে ভ্যানচালক সোহাগের পিঠে আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে আহত সোহাগের বাবা আজাহার সরদার দোহার থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলার সূত্র ধরে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় দোহার থানা ওসি রেজাউল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাতে উপজেলার পালামগঞ্জ থেকে প্রথমে মামলার ২নং আসামী কামালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে মানিকগঞ্জ থেকে প্রধান আসামী শেখ রবিনকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

    এবিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনার এক সপ্তাহের মধ্যে মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন প্রস্তুতি সভা 

    গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন প্রস্তুতি সভা 

    ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় উপজেলা সভা কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
    সভায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশনায়- বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। স্কুল-কলেজে আলোচনা সভা। ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন। শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে রচনা প্রতিযোগীতা, ফুটবল টুর্নামেন্ট সহ নানান অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
    উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আজগর হোসেন,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলী,
    উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, গণসংহতি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতা মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
  • নবাবগঞ্জে ধর্ষকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ 

    নবাবগঞ্জে ধর্ষকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ 

    ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবী ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল  করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা।
    সোমবার (১০ মার্চ) বিকাল আড়াইটায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ব্যানার, প্ল্যাকার্ডসহ বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে মাইকে নারী ও শিশু ধর্ষণ-নিপীড়ন বন্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
    উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  উপজেলা আহ্বায়ক সাকিল আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোসাব্বিরুল নিহান, সদস্য সচিব ইশরাত জাহান রুমী, মূখ্য সংগঠক তুহিন প্রমুখ।
  • নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিনির্বাপক মহড়া

    নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিনির্বাপক মহড়া

    ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে জনসচেতনতায় অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
    সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মহড়া দেয় দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা।
    এসময় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সহজে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে জনসচেতনতামূলক প্রদর্শনী করা হয়।
    এর আগে বেলা সাড়ে ১০টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান।
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
    বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, দোহার ফায়ার সার্ভিসের ডিএডি মো. তামিম প্রমুখ।
  • সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

    সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

    মানিকগঞ্জের সিংগাইরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম.তৌফিক আজম সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

    রবিবার (৯ মার্চ ) সকাল সাড়ে ১১ টার দিকে ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওসি তার বক্তব্যে বলেন, পুলিশ ও সাংবাদিকরা একই সুত্রে গাঁথা। সমাজে অপরাধীদের সংখ্যা কম, ভালো মানুষগুলো নিজ নিজ অবস্থান থেকে যদি প্রতিবাদ করেন তাহলে অপরাধী নির্মূল করা সম্ভব।

    সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রতিবাদ করার শক্তিশালী একটি জায়গা হচ্ছে গণমাধ্যম। পুলিশ ও সাংবাদিক ইচ্ছা করলেই সমাজের অপরাধমূলক কাজের প্রতিবাদ করতে পারেন। সেই জায়গা থেকে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে থাকার আহ্বান জানান ওসি।

    মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুল মোতালেব, কোষাধ্যক্ষ ও মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, ধর্ম শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. তারিক বিল্লাহ খান, কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিংগাইর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সস্পাদক ও দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি মো. ইয়াকুব হোসেন মোল্লা, কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. জয়নাল আবেদীন।

    উল্লেখ্য ওসি জে.ও.এম তৌফিক আজম এর আগে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। গত ৪ মার্চ মঙ্গলবার রাতে সিংগাইর থানার ওসি হিসেবে যোগদান করেন তিনি।

  • নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও এনজিও কারিতাস এর আয়োজন করেন।
    এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে।
    পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নারী নেত্রী মাধুরী বণিক, বিলকিস চৌধুরী, রুনা ইসলাম, কারিতাসের উপজেলা কর্মকর্তা মো. শহীদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন নারী উদ্যোক্তা ও সফল নারী সমবায়ীবৃন্দ।