Category: খেলাধুলা

  • নবাবগঞ্জের বাহ্রায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল

    নবাবগঞ্জের বাহ্রায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল

    নবাবগঞ্জের বাহ্রায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাহ্রা খান বাড়ি মাঠে  শিলাকোঠা দোহারী এন্টারপ্রাইজ ২-০ গেমে চন্দ্রপাড়া পাক দরবার শরীফকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
    এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কুয়েত প্রবাসী আইয়ুব আলী চুন্নু।
    গেস্ট অব অর্নার ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রদল নেতা এ্যাড. খলিলুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের আইন উপদেষ্টা এ্যাড. ফরিদ খান।
    সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম।
    বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, পলাশ আহমেদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সদস্য মো. হাবিবুর রহমানসহ বিএনপি নেতা মাহাবুব হোসেন মাসুদ, ফয়েজ আল মামুন, মো. ওয়াদুদ মোল্লা, কাজী মনিরুজ্জামান পবন, মাহিন উদ্দিন পত্তনদার, রায়হানুল ইসলাম রাহিন, মো. লুৎফর রহমান প্রমুখ।
    বাহ্রা স্পোর্টস ফাইটার্স এর আয়োজনে বাহ্রা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ও আইনজীবী সাঈদ হাসান লিটন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তি ক্লিনিকের পরিচালক (এডমিন) মাহমুদুল হাসান তুষার।
  • সুন্দরীপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে দোহারী এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

    সুন্দরীপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে দোহারী এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

    দোহারের সুন্দরীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে “সুন্দরীপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৫” এর ফাইনাল খেলা ৯ ফেব্রুয়ারী রবিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

    খেলায় দোহারী এন্টারপ্রাইজ, শিলাকোঠা ২-০ সেটে নয়াবাড়ীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ এয়া ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী শরীফ।

    আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মো. জিল্লুর রহমান, এ্যাড. আতিকুর রহমান সোহান, ছাত্রনেতা রাশেদ মিঞা, ইঞ্জিনিয়ার আওলাদ হোসেন, দেলোয়ার হোসেন, তানভীর নিশু, নজরুল ইসলাম, সিরাজ শরীফ, সাজ্জাদ শরীফ, মিলন চিশতী, গোলাম কিবরিয়া, চঞ্চল খান, মমরেজ হোসেন বেপারী, শহীদ মোল্লা, শহিদুল ইসলাম প্রমুখ।

  • সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী ১২ ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আ. হান্নান ও সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ।

    এর আগে সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুম বিল্লাহর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংগাইর কলেজের সাবেক সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র মালো,

    বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আরা ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ সংবাদকর্মী, সুশীল সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আকর্ষণ ছিল নৃত্য, অভিনয় ও “যেমন খুশি তেমন সাজো”।

  • দোহারের আউলিয়াবাদ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শিলাকোঠা চ্যাম্পিয়ন

    দোহারের আউলিয়াবাদ ব্যাডমিন্টন টুর্নামেন্টে শিলাকোঠা চ্যাম্পিয়ন

    দোহারের আউলিয়াবাদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এ দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা চ্যাম্পিয়ন হয়েছে।

    বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) রাতে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালে দোহারী এন্টারপ্রাইজ শিলাকোঠা ২-১ সেটে খন্দকার রেন্ট-এ-কার কে পরাজিত করে।

    অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ-আলম ফকির।

    খেলা শেষে বিজয়ী দলের টিম ম্যানেজার আবু নাঈম দোহারী ও খেলোয়াড় আবু সাঈদ, ইয়াসিন আহমেদ, আল-আমিনের হাতে প্রাইজ মানি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • ধল্লা শিশু কাননে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

    ধল্লা শিশু কাননে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা শিশু কানন (কিন্ডার গার্ডেন) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সেই সাথে মরহুম আজিম উদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান খানকে সংবর্ধনা দেয়া হয়েছে।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ধল্লা শিশু কানন (কিন্ডার গার্ডেন) মাঠে মরহুম আজিম উদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘের সহ-সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় মরুহুম আজিম উদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘের সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন খান অনুষ্ঠান পরিচালনা করেন।

    প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা অবসরপ্রাপ্ত সদস্য মো. এমদাদুল হক বাদল বলেন, বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের মনোবিকাশ ঘটে। তাই বাচ্চাদের শরীর স্বাস্থ্যভালো রাখার জন্য খেলাধূলার বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদেশ্যে আরো বলেন, ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলার এখনই সময়। নিয়মিত বাচ্চাদের পরিচর্যা করার আহবান ও জানান তিনি।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ডিপুটি জেনারেল ম্যানেজার বোর্ড সেক্রেটারিয়েট, এডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, বাংলাদেশ হাউজ বিল্ডিংস এন্ড ফাইন্যান্স কর্পোরেশন মো. আবু বক্কর সিদ্দিক খান।

    অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডিশনাল কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা মো. মাসুম বিল্লাহ সানি, প্রফেসর ইংলিশ & সিনিয়র স্পেসিয়ালিষ্ট (কারিকুলাম) মোহাম্মদ গোলাম মোস্তফা ও মরহুম আজিম উদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান খান পারভেজ প্রমুখ।

    এতে উপস্থিত ছিলেন, ধল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক খান, ধল্লা শিশু কাননের প্রধান শিক্ষক মো.আতাউর রহমানসহ মরহুম আজিম উদ্দিন (মেম্বার) স্মৃতির সংঘের সদস্য ও ধল্লা শিশু কাননের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    আলোচনা শেষে অতিথিদের ক্রেষ্ট, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

  • বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া

    বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কোমরগঞ্জ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজ মিয়া এতে সভাপতিত্ব করেন।

    প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী , নাসির ডেন্টালের কর্ণধার মো. নাসির উদ্দিন।

    প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করো। সুন্দর জীবন গঠনে অনেক পরিশ্রম করতে হবে। নিজেকে দক্ষ খেলোয়ার ও মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করো। লেখাপড়া শিখে দেশের সেবা করতে হবে।

    অনুষ্ঠানের উদ্বোধন করেন পিকেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ্ আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাহ্রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ওয়াদুদ মোল্লা।

    প্রথান বক্তা ছিলেন বাহ্রা আব্দুল ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বাসার।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. হাফসা হাই, মুক্তি ক্লিনিকের অন্যতম পরিচালক ও বিদ্যালয়ের সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান তুষার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল মালেক মাষ্টার, নিউ সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হোসেন, বাহ্রা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ, সমাজকর্মী শেখ মোহাম্মদ রানা ও মো. সরোয়ার্দী।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ ও সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোখসানা আক্তার, অভিভাবক সদস্য শাহিনুর বেগম, মনিরা বেগম, আয়েশা আক্তার, আইরিন আক্তার, বিদ্যালয়ের শিক্ষক রুপা আক্তার, নিঝু আক্তার, সোমা আক্তার, সেফালী আক্তার, সানী আক্তার প্রমুখ।

    প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

    উল্লেখ্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা মো. হারুন-অর-রশিদ ৩০ বছর যাবত সুনামের সাথে পরিচালনা করে আসছেন। শিক্ষকদের দক্ষ পরিচালনায় শিক্ষার্থীদের মেধা মননে ভূমিকা রাখছেন। ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থায় পরিচালিত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি বছর ভাল ফলাফল করে আসছে।

  • বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

    বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে।
    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আদনান খন্দকার।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল লিটন, বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য খন্দকার আবু হাসান সবুজ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মো. আসাদুজ্জামান।

    এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ঝর্ণা খন্দকার, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ঢাকা জেলা বিএনপির নির্বাহী সদস্য ও যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা, স্থানীয় সূধীজন নিমাই বিশ্বাস, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

    বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় সহকারী প্রধান শিক্ষক ইমাম শাহরিয়া ইকবালসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

  • নবাবগঞ্জের বিলপল্লীতে গরু দৌড় প্রতিযোগিতা

    নবাবগঞ্জের বিলপল্লীতে গরু দৌড় প্রতিযোগিতা

    বিশুদ্ধ পঞ্জিকা মতে শ্রী পঞ্চমী তিথি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের বিলপল্লীতে বসেছে গ্রাম্য মেলা। সেই সাথে স্থানীয়দের উদ্যোগে গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    সোমবার বিকেল ৪টায় উপজেলার বিলপল্লী মাঠে প্রতি বছরের ন্যায় গরু দৌড় প্রতিযোগিতা উপলক্ষে নানা পুরস্কারের ব্যবস্থাও করা হয়।

    এতে সভাপতিত্ব করেন বিলপল্লী সবুজ সংঘের সভাপতি এ্যাডভোকেট শহীদুল ইসলাম।

    প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম, বিএনপি নেতা মহসিন আহমেদ তুষার, মোহাম্মদ আলমাস আলী, শাহজাহান মোল্লা প্রমুখ ।

    এছাড়া ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা দেখতে দোহার নবাবগঞ্জসহ আশপাশের শত শত নারী পুরুষ অংশ নেয়। বিলপল্লী এলাকায় জনস্রোতে পরিণত হয়। বসে গ্রাম্য মেলা। মেলায় নাগর দোলাসহ নান আয়োজন দেখা যায়। খাবারের নানা পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিই ছিলো চোখে পড়ার মতো।

    স্থানীয় সমীর মন্ডল বলেন, আজকের এ আয়োজন অনেকটাই উৎসবে পরিণত হয়েছে। সবাই পরিবার পরিজন নিয়ে এখানে এসেছে। বিনোদনের অংশ হিসেবে প্রতি বছরই এই দিনে এ উৎসব পালিত হয়।

    গরু দৌড় প্রতিযোগতায় দোহার নবাবগঞ্জ ও মানিকগঞ্জ থেকে প্রায় ৭০টি গরু অংশ নেয়। পুরস্কার হিসেবে ছিলো ৩০টি টিভি, ডেগসহ নান সামগ্রী। দৌড় প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

    এদিকে শ্রী পঞ্চমীর তিথি উপলক্ষ্যে নবাবগঞ্জের শোল্লা ও চুড়াইন মাঠেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • আমাদের এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে; আফরোজা খানম রিতা

    আমাদের এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে; আফরোজা খানম রিতা

    বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ, সমাজের তরুন,যুবকদের সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এখন যে সরকার,পরিপূর্ন দেশ বিজয় অর্জন করতে পারে নাই। তাই স্বাধীনতা ও পাওয়া যায় নাই।

    সোমবার(৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  সব কিছু ভূলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ভবিষ্যতে মানিকগঞ্জকে ধানের শীষে আনতে হবে। ভোটাধিকারের জন্য কাজ করতে হবে।

    “সুস্থ দেহ প্রশান্ত মন, কর্ম ব্যস্ত সুখী জীবন”এ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ শেষে বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দাতা সদস্য ইঞ্জি. মো. রিয়াজুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাগর অনুষ্ঠান পরিচালনা করেন।

    এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের উদ্বোধক সদস্য, বিএনপি নির্বাহী কমিটি ও সদস্য আহবায়ক কমিটি মানিকগঞ্জ জেলা বিএনপির মো. এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আজাদ হোসেন খান,

    আহবায়ক কমিটির সদস্য এ্যাড.আ.ফ.ম নূরতাজ আলম বাহার (পিপি), সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান প্রমুখ ।

    এতে উপস্থিত ছিলেন, সিংগাইর পৌর বিএনপির সভাপতি এ্যাড. খোরশেদ আলম ভূইয়া জয়, সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন (ভিপি কামাল) সাবেক সদস্য গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি মো. ইস্তাফুর রহমানসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

  • লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

    লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

    নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

    বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল আলম লিটন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জহিরুল ইসলাম, পরিচালক শাখাওয়াত হোসেন বাপ্পি, পরিচালক মো. শাহাদাৎ হোসেন শাহীন প্রমুখ।

    প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    শেষে নবাবগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক ৪০টি কিন্ডারগার্টেনের দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে আয়োজিত বৃত্তি পরীক্ষায় লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল থেকে অংশগ্রহনকারী ৫ শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৩জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের পুরস্কৃত করা হয়।