অবশেষে মৃত্যুকে বরণ করলো নিজ বসত ঘরে আগুন লেগে দগ্ধ দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান। ঘরে শিশুটি ঘুমিয়ে ছিল।
সোমবার (১০ মার্চ) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু আব্দুর রহমানের ফুপু হেনা আক্তার প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রহমান ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামের অটোরিকশা চালকের আকাশের ছেলে।
প্রতিবেশী আব্দুল জলিল বিমর্ষ অবস্থায় জানান, শিশু আব্দুর রহমানের মৃত্যুতে সারা গ্রামে শোকের ছায়া পড়েছে। গত ৬ দিন এলাকাবাসী মিলে শিশুটির পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। শেষ রক্ষা হলো না।
তিনি বলেন, শিশুটির বাবা আকাশ অটোরিকশা চালিয়ে কোন রকমে সংসার চালাতো। ছাপড়া ঘরটিতে কোন রকমে বসবাস ছিল পরিবারটির। এমনিতেই সহায় সম্বল হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছিল। তার ওপর শিশু আব্দুর রহমানের মৃত্যু মেনে নেয়া যায় না।
গত বুধবার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল দুই বছর বয়সী শিশু আব্দুর রহমান। মা আর ফুপু বাড়ির উঠানে। বাবা গোসল করছিল। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসত ঘরে আগুন লাগে। মুহুর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির উঠানে থাকা মা ও ফুপু আগুন দেখতে পেয়ে চিৎকার করে।
পরে শিশু আব্দুর রহমানকে দগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ছাপড়া ঘরসহ মালামাল পুড়ে যায়। আগুনে প্রতিবেশী মামুন ও বিমলা বেগমের ঘরও ক্ষতিগ্রস্থ হয়।