মানিকগঞ্জের সিংগাইরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা প্রধান আলোচক সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, যত টাকার মালিক হোক আমার সাথে বন্ধুত্ব ও আপোষ হবে না। সিংগাইর উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, মাদক দেশ ও সমাজকে ধ্বংস করছে। এর বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে রুখে দাড়াতে হবে। বাল্য বিবাহ, শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট পড়ার আগ পর্যন্ত এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, ইভটিজিং, জুয়া খেলা ও প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করেন তিনি। পুলিশ ভালো মানুষের বন্ধু, খারাপ লোকের নয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিংগাইর থানার ফোর্ডনগর সোসাইটির যৌথ উদ্যোগে ফোর্ডনগর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জাতীয় পার্টির সাবেক, শিক্ষা উপমন্ত্রী ও ধল্লা ইউনিয়ন ফোর্ডনগর সোসাইটির সভাপতি গোলাম সারোয়ার মিলন সভাপতিত্ব করেন।
এসময় ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্তার ফার্নিচারের চেয়ারম্যান মো. আক্তার হোসেন, নাদিয়া ফার্নিচার সিইও আব্দুল করিম মজুমদার, বিবি আরএল চেয়ারম্যান সাহেদুল ইসলাম,
ডেফোডিল ইউনিভার্সিটির সহযোগী প্রফেসর একেএম এনামুল হক, ধল্লা ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন, সিংগাইর থানার হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।
এসময় স্থানীয়রা চুরি-ডাকাতি ও মাদক রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠকের পাশাপাশি পুলিশি টহল জোরদারের দাবি জানান। মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জাতীয় পার্টির সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।