Category: তথ্যকণিকা

  • অপরাধী যত শক্তিশালী হোক, আপোষ হবে না; ওসি জাহিদুল ইসলাম

    অপরাধী যত শক্তিশালী হোক, আপোষ হবে না; ওসি জাহিদুল ইসলাম

    মানিকগঞ্জের সিংগাইরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা প্রধান আলোচক সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, যত টাকার মালিক হোক আমার সাথে বন্ধুত্ব ও আপোষ হবে না। সিংগাইর উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

    তিনি আরো বলেন, মাদক দেশ ও সমাজকে ধ্বংস করছে। এর বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে রুখে দাড়াতে হবে। বাল্য বিবাহ, শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট পড়ার আগ পর্যন্ত এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, ইভটিজিং, জুয়া খেলা ও প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করেন তিনি। পুলিশ ভালো মানুষের বন্ধু, খারাপ লোকের নয়।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিংগাইর থানার ফোর্ডনগর সোসাইটির যৌথ উদ্যোগে ফোর্ডনগর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জাতীয় পার্টির সাবেক, শিক্ষা উপমন্ত্রী ও ধল্লা ইউনিয়ন ফোর্ডনগর সোসাইটির সভাপতি গোলাম সারোয়ার মিলন সভাপতিত্ব করেন।

    এসময় ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্তার ফার্নিচারের চেয়ারম্যান মো. আক্তার হোসেন, নাদিয়া ফার্নিচার সিইও আব্দুল করিম মজুমদার, বিবি আরএল চেয়ারম্যান সাহেদুল ইসলাম,

    ডেফোডিল ইউনিভার্সিটির সহযোগী প্রফেসর একেএম এনামুল হক, ধল্লা ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন, সিংগাইর থানার হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।

    এসময় স্থানীয়রা চুরি-ডাকাতি ও মাদক রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠকের পাশাপাশি পুলিশি টহল জোরদারের দাবি জানান। মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জাতীয় পার্টির সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • ডিএন-৯০’র ৫ম মিলনমেলা অনুষ্ঠিত

    ডিএন-৯০’র ৫ম মিলনমেলা অনুষ্ঠিত

    ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলার এসএসসি ব্যাচ-১৯৯০ (ডিএন-৯০)’র ৫ম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) নবাবগঞ্জ উপজেলার হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএন-৯০’র বন্ধুরা অংশগ্রহণ করেন।

    জানা গেছে, দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি পাশ সকল বন্ধুদের নিয়ে এই সংগঠন। ডিএন-৯০ একটি অরাজনৈতিক সংগঠন। প্রতি বছর আড়ম্বরপূর্ণ এই মিলনমেলা আয়োজন করা হয়। তবে আগামীতে সৃজনশীল ও মেধাভিত্তিক মানবিক কর্মকান্ডে মানুষের পাশে দাড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি মাকসুদ আলী দেওয়ান ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সোহেল।

    শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রায় ৪ শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। মিলনমেলার প্রথম পর্বে পরিচিতি ও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তবে বন্ধুরা দিনভর দলে দলে আড্ডা, স্মৃতিচারণ, হৈ হুল্লোরে মেতে থাকেন।

  • মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসা ছাত্রদের মেহমানদারী

    মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসা ছাত্রদের মেহমানদারী

    ঢাকার নবাবগঞ্জে মসজিদের ইমাম-খতিবগণ এবং মাদ্রাসা ছাত্রদের সম্মান জানাতে ব্যতিক্রমী একটি উৎসব আয়োজন করে এশিয়ার বাঙ্গালী কমিউনিটির একমাত্র মুখপত্র ভয়েস এশিয়ান ডট নিউজ। এই উৎসবে মসজিদের ইমাম ও খতিবগনের হাত তুলে দেয়া হয় শীতের শাল, পাশাপাশি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের হাতে তুলে দেয়া হয় খাতা-কলম-নামাজি রুমাল।

    মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ এবং মাদ্রাসা ছাত্রদের উপস্থিতিতে সকাল ১০টায় এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র প্রোগ্রাম প্ল্যানার এবং ভয়েস এশিয়ান ডট নিউজ ও চ্যানেল এশিয়া ডট নিউজের এডিটর এন্ড সিইও ইঞ্জি. মোশাররফ জুয়েল।

    নবাবগঞ্জ উপজেলার  কলাকোপা ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদ কমিটির সর্বস্তরের সদস্যগনের উপস্থিতি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের নিয়ে এই বিশেষ আয়োজনটি উপস্থিত সকলের মন জয় করে নেয়।

    আয়োজন সম্পর্কে বলতে যেয়ে ইঞ্জি. মোশাররফ জুয়েল বলেন, আলেম-ওলামা আমাদের সবার মাথার তাজ এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আমাদের ইসলামি সমাজ গঠনের হাতিয়ার। তাদের সম্মানে এই আয়োজন করতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি।

    তিনি আরো বলেন, এই বিশেষ আয়োজনে আমার সাথে যুক্ত হয়ে আজকের অনুষ্ঠানের সফল আয়োজনে বিশেষ ভূমিকা রাখতে এগিয়ে আসেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সী মিলেনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি)’র ম্যানেজিং ডিরেক্টর সিআইপি মো. অহিদুর রহমান। তাকেও আমরা আমাদের ভয়েস এশিয়ান নিউজ টিমের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।

    ইঞ্জি. জুয়েল আরো বলেন, আজকের এই আয়োজন সফল করতে যার ভূমিকা বেশ লক্ষণীয় ছিলো তিনি হলেন কলাকোপা ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মুফতী ইব্রাহীম খলিল নবাবগঞ্জী।

    এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ইমাম-খতিবগণ আদর্শ সমাজ গঠনে ইসলামের বিশেষ ভূমিকার বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০টি মসজিদের ইমাম ও খতিবগণ, মাদ্রাসার মোহতামিমগন এবং মাদ্রাসা পড়ুয়া বিভিন্ন শ্রেণির ২০জন ছাত্র।

    অনুষ্ঠানে আমন্ত্রিত ৩০জন ইমাম-খতিব-মোহতামিমকে শীতের শাল প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের হাতে তুলে দেয়া হয় খাতা-কলম-নামাজি রুমাল।

    ইমামগণ বলেন. ইসলামের পতাকা তলে এই ধরনের আয়োজন আমরা আজকেই প্রথম দেখছি। ইমামদের সম্মান জানাতে যে এই ধরনের বিশেষ আয়োজন করা যেতে পারে তার মাইলফলক হয়ে থাকবে এই আয়োজন।

    আয়োজন শেষে আমন্ত্রিত সকল অতিথিদের শীতের চিতই পিঠা, কয়েক রকমের ভর্তা, মাংসের তরকারি এবং তেল চিতই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। সবশেষে পু্রো মুসলিম মিল্লাতের জন্য দোয়ার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজে পিঠা উৎসব

    সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজে পিঠা উৎসব

    সরকারী দোহার নবাবগঞ্জ (ডিএন) কলেজে পিঠা উৎসবের অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল কলেজ ক্যাম্পাস।

    সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পিঠা উৎসবে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। সকাল থেকে শুরু হওয়া এ পিঠা উৎসব চলবে বিকেল পর্যন্ত।

    সরকারী দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে বেশ কিছু স্টল সাজিয়ে তাতে পিঠার পসরা সাজনো হয়েছে। প্রতিটি স্টলেই রকমারী পিঠাপুরি সমাহার। কলেজের মেয়েরা বা তাদের মায়ের হাতে তৈরী পিঠাই এউৎসবে শোভা পাচ্ছে।

    কলেজ শিক্ষক সাইফুল ইসলাম বলেন, এ দৃশ্য গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত হলে তা যেন হারানোর পথে। শিক্ষার্থীদের এ উদ্যোগ আমাদের পুরনো দিনের স্মৃতিকে সামনে এনেছে।

    বিএসএস শ্রেণীর ২য় বর্ষের শিক্ষার্থী সুরভী আক্তার বলেন, তিনি নিজ হাতে মায়ের সাহায্য নিয়ে এ পিঠা তৈরী করেছে। তার স্টলে প্রায় ২১ রকমের পিঠা রয়েছে বলে জানায়।

    শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, খুবই ভালো লাগছে। অনেকের উপস্থিতি আমাদের প্রাণবন্ত করেছে। এ উৎসব নবীন প্রবীণের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছর এ রকম একটি মুহুর্ত থাকা প্রয়োজন।

    এদিকে পিঠা উৎসবের এ মেলা যেন আনন্দ উৎসবে রূপ নিয়েছে। কলেজের সেই চিরচেনা বটবৃক্ষের নিচে বসে আছেন বিলকিছ চৌধুরী। তিনি এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও রোবার স্কাউট ছিলেন। প্রায় ২৫ বছর পর ভাগনীকে নিয়ে এসেছেন কলেজ বটমূলে। সবার সাথে দেখা মিলে তিনিও আনন্দে বিভোর।

    পিঠা উৎসবে যোগ দিয়েছেন ছাত্র তরুন, বৃদ্ধ শিশু থেকে সব বয়সী মানুষ। পুরো কলেজ ঘিরেই যেন আজ হাসি আনন্দের উৎসব।

    পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজের প্রাক্তন ছাত্ররা মানবিক কাজে সহায়তায় স্টল করেছে বিনামূল্যে রক্ত দান ও রক্তের গ্রুপ নির্ণয় করার উদ্যোগ।

    নবাবগঞ্জ রক্তদান টিমের পক্ষে শুভ ইমরান বলেন, আজকের এ দিনটি সত্যি আনন্দের। নবীন প্রবীন সকলের উপস্থিতি আমাদেরকে পুলকিত করছে। মানবতার সেবায় আমরা এগিয়ে যেতে চাই। আগামীর দিন হোক বৈষম্যহীন ও সাম্যের ।

  • চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি হাতবদল হয়েছে মাত্র; সারজিস আলম

    চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি হাতবদল হয়েছে মাত্র; সারজিস আলম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কেরানীগঞ্জে পূর্বের মত বাজার দখল, ঘাট দখল, গাড়ির স্ট্যান্ডে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি চলমান রয়েছে। শুধু হাতবদল হয়েছে মাত্র।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কেরানীগঞ্জ উপজেলার উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম আওয়ামী সরকার পতনের ক্ষেত্রে কেরানীগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতৃবৃন্দের অবদান উল্লেখ করে বলেন, ছয় মাস আগে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গা/প্লট বাণিজ্য ছিল তা এখনো চলমান রয়েছে এবং দীর্ঘদিন যারা অভুক্ত ছিল তারাই এগুলোতে জড়িত বলে উল্লেখ করেন। তিনি কেরানীগঞ্জ সকল পর্যায়ের চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের আহবান জানান।

    সারজিস আলম, দূর্নীতি মুক্ত, চাঁদাবাজমুক্ত, সাম্যের ও মানবিক কেরানীগঞ্জ গড়ে তুলতে সকল বাঁধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

    তিনি বলেন, আরও আগেই কেরানীগঞ্জে আসা উচিত ছিল। আমি আগামীতে কেরানীগঞ্জে আসবো। পথসভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন কেরানীগঞ্জের সমন্বয়ক মো. জাবেদ হোসেন।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসিব আল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মো. নিজাম উদ্দিন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় ও কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি কমিটির নেতৃবৃন্দ।

  • ‘মাদকের তথ্য সংগ্রহ করায় সাংবাদিক নাজমুলের উপর হামলা’

    ‘মাদকের তথ্য সংগ্রহ করায় সাংবাদিক নাজমুলের উপর হামলা’

    ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন অন্তর মাদক কারবারীদের তথ্য সংগ্রহন করছিল’ এ তথ্য জানতে পেরেই সায়েস্তার পরিকল্পনা করা হয় বলে পুলিশকে জানিয়েছে হামলার মাষ্টার মাইন্ড ইখতিয়ার উদ্দিন আকতার। পুলিশ এঘটনায় সংশ্লিষ্ট ৩ জনকে গ্রেপ্তারের পরই এমন তথ্য নিশ্চিত হয়েছেন।

    গ্রেপ্তারকৃতরা হলো- হাসনাবাদ গ্রামের তফিল উদ্দিনের ছেলে ইখতিয়ার উদ্দিন আকতার, নয়নশ্রী গ্রামের মামুন শিকদারের ছেলে চপল শিকদার ও আব্দুল ওহাবের ছেলে সোলাইমান শুভ ওরফে বুলু।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান।

    এএসপ জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, সাংবাদিক নাজমুলের উপর হামলার মাস্টার মাইন্ড হলেন ইখতিয়ার। ইখতিয়ারের কাছে তথ্য ছিল মাদক ও তার বিরুদ্ধে সংবাদ করার জন্য নাজমুল তথ্য সংগ্রহ করছেন। এর প্রেক্ষিতেই নাজমুলকে শায়েস্তার করার জন্য তার বিশ্বস্ত দুইজন ব্যক্তি চপল ও বিপ্লবকে দায়িত্ব দিয়েছিল।

    ঐ দুইজনে গত শনিবার রাতে নাজমুলের উপর হামলা করে তাকে কুপিয়ে আহত করে এবং তার কাছে থাকা মোবাইল, মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নেন। তবে রবিবার দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে নাজমুলের মোবাইলটি উদ্ধার করা হয়েছে। বিপ্লব এখনও পলাতক রয়েছে।

    এএসপি আরো জানান, সাংবাদিক নাজমুলের উপর হামলার ঘটনায় তার বাবা নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। তদন্ত নেমে আমরা প্রথমে চপলকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার মাস্টার মাইন্ড ইখতিয়ার।

    সোমবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ইখতিয়ারের বাসায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইখতিয়ার ও তার সহযোগি শাওন চৌধুরী, সাজু মিয়া ও বাবু বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চারটি ছ্যান, একটি টেঁটা ও কাটার মেশিন জব্দ করা হয়। এসময় ইখতিয়ারের কাছ থেকে ৪৮ পিচ, শাওনের কাছ থেকে ৩২ পিচ, সাজুর কাছ থেকে ২৫ পিচ ও বাবুর কাছ থেকে আরো ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    ঘটনা সূত্র জানায়, শনিবার দোহারের জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিল শেষে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল করে সে রাহুৎহাটি আসার পর দুইজন তাকে কুপিয়ে আহত করে। বর্তমান নাজমুল ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • বাজার ব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন; সাইফুল হক

    বাজার ব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন; সাইফুল হক

    বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন,  বাজার ব্যবস্থা সংষ্কার করে দ্রুত জনগণকে রক্ষা করুন। রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা দূর না হলে কোনো সংস্কারই কাজে আসবে না।

    রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকার দোহারের লটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দলের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বিদ্যমান আয় ও বৈষম্য টিকে থাকলে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। রাজনৈতিক সংস্কার টেকসই করতে হলে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে।

    এসময় গণতন্ত্র মঞ্চের এ নেতা আরো বলেন, পাকিস্তানি জমানার মত এখনও এক দেশে যেন দুই সমাজ, দুই অর্থনীতি চলছে। দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের রাজনৈতিক সংস্কারে যত আগ্রহ, অর্থনৈতিক সংস্কারে সেই আগ্রহ দেখা যায় না। অনেকগুলো সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্য বিলোপে কোন কমিশন গঠিত হয়নি। গত সাড়ে পাঁচ মাসে অর্থনৈতিক মাফিয়া ও দূর্বৃত্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হয়নি।

    সাইফুল হক বলেন, বাজার ব্যবস্থার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাস্তবে এই বাজারের মাধ্যমে মানুষ কিনতেও ঠকে আবার বেঁচতেও ঠকে। তিনি উৎপাদকসহ জনগণকে রক্ষায় জরুরী ভিত্তিতে বাজার সংস্কারের পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

    তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। কারও ভুল বা হটকারিতায় গণঅভ্যূত্থানের অর্জন নষ্ট করা যাবে না। এ ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণকে সতর্ক থাকতে হবে।

    তিনি আরও বলেন, ছাত্র ও শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এটা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দোহার উপজেলা কমিটির সম্পাদক আবদুল হাকিম আমিন সমাবেশে সভাপতিত্ব করেন।

    বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, পার্টির নবাবগঞ্জ উপজেলার সংগঠক শাহাদাত হোসেন খোকন, খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদের নেতা আজহারুল হক প্রমুখ।

  • উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই; মাউশি চেয়ারম্যান

    উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই; মাউশি চেয়ারম্যান

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম বলেছেন, উন্নত জাতি গঠনে মেধা বিকাশের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজম্মকে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাই নতুন চিন্তা চেতনা ও জ্ঞান অনুশীলনে তাঁদের আরো এগিয়ে যেতে হবে।

    রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

    কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এড. রফিক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা আরো বলেন, শিক্ষার সাথে খেলাধুলা ও সংস্কৃতির চর্চ্চা করতে হবে। মাদক সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজম্মকে দায়িত্ব নিতে হবে। তাহলে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে।

    বক্তারা বলেন, আজ ছাত্র সমাজের কারণেই নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তাঁদের এ ত্যাগ ধরে রাখতে হবে। আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যত। তারাই সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবে।

    এসময় অতিথিরা কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, খন্দকার আবুল কালাম, আব্দুল রহিম, ব্যারিষ্টার হেদায়েত হোসেন চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ।

  • নবাবগঞ্জে মুখোঁশ পড়া দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কুপে আহত সাংবাদিক

    নবাবগঞ্জে মুখোঁশ পড়া দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কুপে আহত সাংবাদিক

    মুখোশ পড়া দৃর্বৃত্তের ধাঁরালো অস্ত্রের কুপে গুরুত্বর আহত হয়েছেন সাংবাদিক নাজমুল হোসেন অন্তর।

    আহত সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আমাদের সময়ের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি। সে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের মানিক বেপারীর ছেলে।

    শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি এলাকার ব্রিজের উপর এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত নাজমুল ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

    আহত নাজমুল জানান, শনিবার দোহারের জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিল শেষে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল করে সে রাহুৎহাটি ব্রিজে উঠার আগে মুখোশ পড়া ২জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দেখে নাজমুল মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেস্টা করে। এসময় তাকে পিছন থেকে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।

    আঘাতে তার হাত ও পায়ে মারাত্মকভাবে জখম হয়। নাজমুল আহতাবস্থায় দৌড়ে পাশ্ববর্তী জাগরনী চক্র ফাউন্ডেশন নামের এনজিও অফিসে আশ্রয় নিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়সহ এনজিও প্রতিনিধিরা তাকে উদ্ধার করে প্রথমে বান্দুরা মর্ডাণ ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

    জাগরনী চক্র ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. সাইমুন জানান, রাতে নাজমুল রক্তাক্ত অবস্থায় এসে তাকে জানিয়েছিল তার উপর আক্রমনকারীরা দুইজন ছিল। তাদের মুখ ঢাকা ছিল। হাতে ছিল ধাঁরালো অস্ত্র।

    আহতের ছোট ভাই নয়ন জানান, রবিবার সকালে নাজমুল ভাইয়ের মোটরসাইকেলটি নয়নশ্রী ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। হামলাকারীরা ডাকাত হলে মোটরসাইকেলটি তো ফেলে যেতো না? এতেই বুঝা যায় ঘটনাটি পুর্বপরিকল্পিত। যারা আমার ভাইকে কুপিয়েছে আমি তাদের উচিত বিচার দাবি করছি।

    নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরোগবিন্দ সরকার বলেন, নাজমুলের ডান হাত ও পায়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা আশঙ্খাজনক দেখে উন্নত চিকিসার জন্য রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টায় তার অস্ত্রোপচার হয়েছে।

    নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এব্যাপারে বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শক করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় স্থানীয়দের সহায়তায় একই ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে নাজমুলের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। তবে তার ব্যবহৃত মোবাইলটি এখনো পাওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ’র শীতবস্ত্র বিতরণ

    নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ’র শীতবস্ত্র বিতরণ

    মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী নবাবগঞ্জবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন “নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ” (ইনক) এর পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এবছর ১৪টি ইউনিয়নের সাড়ে তিন হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন সংগঠনটি।

    শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার চূড়াইন ইউনিয়ন থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও কলাকোপা, আগলা, গালিমপুর, বক্সনগর, বাহ্রা, কৈলাইল, শোল্লা, যন্ত্রাইল, নয়নশ্রী, বান্দুরা, বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

    জানা যায়, ২০২৭ সালে নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ (ইনক) মো. উজ্জল বিপুলকে সভাপতি, আসাদ জামানকে সাধারণ সম্পাদক এবং মনসুর আলমকে প্রধান উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়। এবছর সংগঠনটি তাদের তহবিল থেকে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ১২লক্ষ টাকার শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। প্রতিটি ইউনিয়নে তারা উন্নতমানের ২৫০টি করে কম্বল বিতরণ করেন সংগঠনের নেতারা।

    সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ জামান বলেন, ২০০৭ সালে দেশী ও প্রবাসীরা মিলে আমার এই “নবাবগঞ্জ এসোসিয়েশন” তৈরি করি এরপর থেকেই আমরা মানুষের বিভিন্ন বিপদ-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় এবারের হাড় কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষকে একটু উঞ্চতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের এই সংগঠনটির পক্ষ থেকে।

    শুধু শীতের সময় শীতবস্ত্রই নয়, আমাদের সংগঠন “নবাবগঞ্জ এসোসিয়েশন” রমজান মাসেও নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের প্রত্যেকটি এতিমখানা ও মাদ্রাসায় প্রায় ১৪ লক্ষ টাকা দান করেছি ইফতার বাবদ। এছাড়াও বাংলাদেশে কয়েকমাস আগে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় বন্যা দুর্গতদের সাহায্যের জন্য প্রায় ১৬ লক্ষ টাকার তহবিল প্রধান উপদেষ্টার রিলিফ ফান্ডে জমা দিয়েছি।

    এর বাইরেও নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ (ইনক) নিরবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছে নবাবগঞ্জের গরীব দুঃখি অসহায় মানুষদের। আগামীতেও আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবেন বলেও জানান এই সংগঠক।