বর্নিল আয়োজনে ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও উত্তোরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী নৃত্যের মাধ্যমে বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়।
দীর্ঘদিন পর প্রিয় প্রতিষ্ঠানের আসতে পেয়ে উচ্ছাসিত ছিলেন শিক্ষার্থীরা। আবার অনেকেই প্রিয়জনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ক্ষণিকের জন্য ব্যস্ততা ভুলে তারা ফিরে গিয়েছেন স্কুল জীবনে।
প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি ও হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্ট্যানিসলাউস গমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, হাবিবুর রহমান পান্নু, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, মো. শাহ আলম ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা সহ আরো অনেকে।
এরআগে শুক্রবার অনুষ্ঠানের প্রথমদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ।









