Category: শিক্ষা

  • নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীস বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

    নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীস বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

    বর্নিল আয়োজনে ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

    দুইদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে প্রতিষ্ঠানটি।

    অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও উত্তোরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী নৃত্যের মাধ্যমে বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়।

    দীর্ঘদিন পর প্রিয় প্রতিষ্ঠানের আসতে পেয়ে উচ্ছাসিত ছিলেন শিক্ষার্থীরা। আবার অনেকেই প্রিয়জনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ক্ষণিকের জন্য ব্যস্ততা ভুলে তারা ফিরে গিয়েছেন স্কুল জীবনে।

    প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি ও হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্ট্যানিসলাউস গমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

    আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, হাবিবুর রহমান পান্নু, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, মো. শাহ আলম ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা সহ আরো অনেকে।

    এরআগে শুক্রবার অনুষ্ঠানের প্রথমদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ।

  • এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ঝিকুট ফাউন্ডেশন

    এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ঝিকুট ফাউন্ডেশন

    সিরাজদিখান উপজেলায় ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করেছে ঝিকুট ফাউন্ডেশন।

    শনিবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

    সিরাজদিখান থেকে কলেজ ও মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া ছাত্র-ছাত্রীদের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

    ঝিকুট ফউন্ডেশন সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ঝিকুট ফউন্ডেশন সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের সার্বিক ব্যবস্থাপনায় শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন ঝিকুট ফউন্ডেশনের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার ।

    এ সময় উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জহুরুল ইসলাম,

    ইসলামপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা একেএম ফখরুদ্দিন রাজি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি শাহানা আফরোজ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দীন বাহার প্রমুখ।।

    পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন। ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসিতে ২৮ জন কৃতী শিক্ষার্থীকে এ বছর সংবর্ধনা প্রদান করে ঝিকুট ফউন্ডেশন।

  • সিরাজদিখানে কলেজ কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন

    সিরাজদিখানে কলেজ কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন

    মুন্সিগঞ্জের সিরাজদিখান বিক্রমপুর আদর্শ কলেজের নবঘটিত এডহক কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষার্থী ও অভিভাবকরা।

    মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় প্রতিষ্ঠানটির সভার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র মো.  সিফাত। এ সময় এতে আরো বক্তব্য রাখেন বিভিন্ন অভিভাবক ও প্রতিষ্ঠানের দাতা সদস্যরা।

    শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকারের পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে কমিটিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হাওয়ায়, সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের নির্দেশদেয় শিক্ষা মন্ত্রণালয়।

    সেই সুযোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করেই, স্বজন প্রীতির মাধ্যমে, গত ০৯ অক্টোবর মীর সরফত আলী সপুকে সভাপতি ও ডাক্তার মোহাম্মদ জাহিদুল কবিরকে বিদ্যুৎসাহী সদস্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো.  আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক কাগজে নতুন এডহক কমিটি গঠন করা হয়।

    পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন এডহক কমিটি গঠনের জন্য কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনজনের নাম প্রস্তাব করা হলে নতুন এডহক কমিটি গঠনের বিষয়টি জানানো হয় অধ্যক্ষকে।

    এরপর তাৎক্ষণিক বিদ্যালয়েরর শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এ সময় শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়ে দ্রুত প্রতিষ্ঠানের সকলের সম্মতি ক্রমে প্রস্তাবিত নামের ব্যক্তিদের নিযে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

    পরে সংবাদ সম্মেলন থেকে, শীঘ্রই দাবি আদায় না হলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া কোন প্রকার আলোচনা ছাড়া নতুন এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল জলিল।

    তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে, নবগঠিত কমিটির সভাপতি সরফত আলী সপু জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রো-ভিসির মাধ্যমে আমাকে নিয়ম অনুযায়ীই স্থানীয়ভাবে নাম প্রস্তাবের মাধ্যমে তাকে সভাপতি করা হয়েছে।

    এ সময় এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সহ স্থানীয় নানা শ্রেনী পেশার মানুষ।

  • সিরাজদিখানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা

    সিরাজদিখানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা

    মুন্সীগঞ্জ সিরাজদিখান ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেনের মিঞার সভাপতিত্বে এবং ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সামাদের সঞ্চালনায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি।

    এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।

    এসময় উপস্থিত ছিলেন-বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সিরাজদিখানের সন্তান মোস্তফা জামান সমুদ্রের মা মাসুদা জামান, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ওয়াহিদুজ্জামান মিলন, যুগ্ম সম্পাদক মো. মাসুম অর রশিদ,

    ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমূল হোসেন, সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান রিপন, ছাত্র সমন্ময়ক রাতুল হাসান শান্ত, শিক্ষার্থী আঞ্জুম ইসলাম তোহা, সাওফা প্রমুখ।

    স্মরণসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাহ্রা  আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজ মিয়া।
    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকর্মী কাজী আব্দুল আওয়াল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুন্দর জীবন গঠনে পরিশ্রমী হতে হবে। জ্ঞান অর্জন করে নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করো। দেশ, মা-বাবা ও শিক্ষকদের শ্রদ্ধা করো। নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করো। লেখাপড়া শিখে দেশের সেবা করতে হবে।
    অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সমাজকর্মী ডা. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফরিদ খান। প্রধান বক্তা ছিলেন বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বাশার।
    বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট খলিলুর রহমান, পিকেবি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শাহ্ আজিজুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান, নবাবগঞ্জ আইডিয়াল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, বিদ্যালয়ের সহ-সভাপতি মাহমুদুল হাসান তুষার, মুসলিম ম্যারিজ রেজিষ্টার মোকাররম হোসেন,  সমাজকর্মী- মো. শহীদুল ইসলাম, মো. শফিউদ্দিন কোম্পানি, মো. নজরুল ইসলাম, মো. সরোওয়ার্দী হোসেন।
    অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তোলাওয়াত পরিবেশন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের দেশ সেবার শপথ বাক্য পাঠ করানো  হয়।
    পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের পরিচালনায় সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুখসানা আক্তার,  বিদ্যুৎসাহী সদস্য আব্দুল মান্নান মাষ্টার।
    উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য- রিমি আক্তার, মনিরা বেগম, আয়েশা আক্তার, রুনা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক রুপা আক্তার, নিঝু আক্তার, সোমা আক্তার, সেফালী আক্তার, সানী আক্তার প্রমুখ।
    পরে, বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
    শেষে, বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ এবং বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
  • শিক্ষার সোনালী যুগ ফিরিয়ে আনতে হবে; খন্দকার আবু আশফাক

    শিক্ষার সোনালী যুগ ফিরিয়ে আনতে হবে; খন্দকার আবু আশফাক

    ঢাকা জেলা বিএনপির সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক বলেছেন, শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল গড়তে। তাই আপনাদেরই হারিয়ে যাওয়া সেই শিক্ষার সোনালী যুগ ফিরিয়ে আনতে হবে। ফের শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করে গড়ে তুলুন। সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ সৃষ্টির বিকল্প নেই।

    শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।

    খন্দকার আবু আশফাক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ডিজিটালাইজেশনের নামে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অঅিভাবকদের আপত্তিতেও তারা শোনেনি। আগামী প্রজন্মকে নির্বোধ ও বোকা জাতিতে রুপান্তরের ষড়যন্ত্র করেছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাই শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি।

    তিনি শিক্ষকদের বলেন, শিক্ষার্থীদের ফের লেখাপড়ায় ফিরাতে হবে। আপনারা আরো পরিশ্রম করুন। এ দেশের আগামী প্রজন্মের জন্য। গঠন করুন মেধা অন্বেষণের মুখপাত্র হয়ে। ভুলে গেলে চলবে না, আপনারাই মানুষ গড়ার কারিগড়। মন থেকে ঝেড়ে ফেলে দিন সেই ঘুণেধরা শিক্ষা ব্যবস্থাকে।

    নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. খন্দকার আবুল বাসার।

    উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি মো. হারুন আর রশিদ, মো. আইয়ুব আলী, মো. আসাদুজ্জামান, আবু বকর সিদ্দিক, মো. জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মিসবাহ উদ্দিন পরাগ, মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নূরুল ইসলাম প্রমুখ।

    এরপর তিনি, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

  • কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    ঢাকার কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শনিবার (অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা রিনাত ফৌজীয়া।

    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নয়াবাজার কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেক মিয়া , বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির বিদ্যুৎসাহী সদস্য এডভোকেট নিলুফা ইয়াসমিন, কেরানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবুল আক্তার, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা বেদৌরা আলী।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হালিমা খাতুন ।

  • নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে সুনামধন্য সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)।

    এ উপলক্ষে শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ সভা কক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

    অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের উপহার দেয়া হয় শিক্ষার্থীদের হাতে আঁকা নানান ধরনের ছবি, ফুল, কলম ও চকলেট। পরে সংগঠনের শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা, নাচ, গান পরিবেশন করা হয়।

    আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাহমুদ আলী খান টুলু।

    নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা এতে সভাপতিত্ব করেন। নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আজিজুল ইসলাম, শিক্ষক ফরিদুল ইসলাম,

    শোল্লা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক প্রফুল্ল কুমার বালো, পিকেবি স্কুল এন্ড কলেজের প্রভাষক সুকদেব মন্ডল, বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পুস্প রানী মন্ডল, শিক্ষানুরাগী আব্দুর রউফ মন্টু।

    নাফার সভাপতি শফিউর রহমান তোতা’র সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সাংবাদিক সাদের হোসেন বুলু, বিপ্লব ঘোষ, ফিরোজ হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

  • সিংগাইরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানবন্ধন

    সিংগাইরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানবন্ধন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে সহকারী শিক্ষকরা।

    বুধবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিংগাইর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. সারোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আহসান উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বেলায়ত হোসেন জনি, উপদেষ্টা ওবাইদুর রহমান, মোহাম্মদ আলী, সহ-সভাপতি মো. খন্দকার সোহেল প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা ঘোষণার পর ছাত্র-জনতা তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে বৈষম্যবিহীন রাষ্ট্র বিনির্মাণে, বাক স্বাধীনতা ফেরার নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।

    প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সুতিকাগারের কান্ডারি। প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩তম, যেখানে অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। তাছাড়া জাতি গড়ার কারিগর প্রাথমিক শিক্ষকগণ এখনো ৩য় শ্রেণির কর্মচারী।

    তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্ৰতিবন্ধকতা। দাবির যৌক্তিকতা তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা দাবি পূরণ করবেন বলে আশা করেন শিক্ষকরা।

    এসময় যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন সামি, সহকারী শিক্ষক মো. আজানুর রহমান, মো. মাসুদ রানা, খায়রুন নাহার নিপা, শিউলি আক্তার হীরা, ফারহানা আক্তার, শাহনাজ মুন্নিসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

  • নবাবগঞ্জে গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

    নবাবগঞ্জে গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

    বিভাগীয় পদোন্নতিসহ প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন  ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে শিক্ষকরা।

    বুধবার ( ২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা ফটকের প্রধান সড়কের দুই প্রান্তে দাঁড়িয়ে শিক্ষকরা এ মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি তুলে দেন।
    বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ নবাবগঞ্জ উপজেলা এর আয়োজন করেন।
    মানববন্ধনে উপজেলার ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী  শিক্ষক অংশগ্রহণ করেন।
    মানববন্ধনে শিক্ষকরা জানান, এ দাবী আমাদের শিক্ষকদের দীর্ঘ দিনের। আমরা আশা করবো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বিষয়টি গ্রহন করে শিক্ষকদের দাবী মেনে নেবেন।