Category: সাহিত্য ও শিক্ষা

  • সিরাজদিখানে বাংলা নববর্ষ উদযাপনে দিনব্যাপী কর্মসূচি

    সিরাজদিখানে বাংলা নববর্ষ উদযাপনে দিনব্যাপী কর্মসূচি

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় সকল সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু রচনা প্রতিযোগীতা, লোকজ মেলার উদ্বোধন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু।

    সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে ফিরে এসে বিভিন্ন অনুষ্ঠানা মালা পরিবেশনার মধ্য বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়।

    এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান তাহমিনা আক্তার তুহিন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নগরবাসীর নজর কাড়তে মঙ্গল শোভাযাত্রায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের ও হারিয়ে যাওয়া সবকিছু জীবন্ত রূপ ফুটিয়ে তোলা হয়। এ সময় রাস্তার দু’ধারে শতশত উৎসুক নগরবাসী ভীড় জমান।

  • নবাবগঞ্জ উপজেলা এসএসসি-৮৭’র মিলন মেলা

    নবাবগঞ্জ উপজেলা এসএসসি-৮৭’র মিলন মেলা

    “বন্ধু যদি ভাবিস, আপন করেই রাখিস” শ্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলা এসএসসি ব্যাচ-১৯৮৭ এর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৩ এপ্রিল) উপজেলার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।

    অনুষ্ঠানে সারা নবাবগঞ্জ উপজেলার সকল স্কুলের এসএসসি ব্যাচ-১৯৮৭ এর বন্ধুরা অংশগ্রহন করেন। এছাড়া নবাবগঞ্জে বাড়ি কিন্তু দেশের অন্য কোন স্কুলের ব্যাচ-১৯৮৭ তারাও এতে অংশগ্রহন করেন।

    মিলন মেলায় আগত সহপাঠী বন্ধুরা খুনসুটিতে নিজেদের আপন করে নেয়। আলোচনা, কেককাটা, গল্প, আড্ডা, সেলফি, খাওয়া-দাওয়া, সাংস্কৃতিকসহ দিনব্যাপি অনুষ্ঠানের ফাঁকে একে-অপরের খোঁজ নেন। এসময় ছিল না কোন ধর্ম-বর্ণ-গরিব-ধনী-পেশার ভেদাভেদ। অপরিচিতরা পরিচিত হোন সহপাঠী বন্ধুদের সাথে। অনেকে স্মৃতিচারণে ফিরে যান সেই বিদ্যালয়ের ক্লাস রুমে। অনুষ্ঠানের সঞ্চালক মশিউর রহমান ফারুকের উপস্থাপনা অনুষ্ঠানকে আরো প্রাণোবন্ত করে তুলে।  দিন শেষে হয়ে উঠেন একে-অপরের আপনজন।

    অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। তারপর আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা এসএসসি ব্যাচ-১৯৮৭ এর আহ্বায়ক খন্দকার আবু হাসান সবুজ। এসময় মঞ্চে সরব ছিলেন সদস্য সচিব মো. শাহ্ আলম মিলন।

    যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান ফারুকের সঞ্চালনায় মঞ্চে পরিচিত করিয়ে দেয়া হয় নবাবগঞ্জ উপজেলা এসএসসি ব্যাচ-১৯৮৭ এর যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল আলম, কাজী আরিফ বিপুল, মো. আসলাম, বাহার মোল্লা, শেখ শাহীন, সজিবর রহমান, মাহবুব রহমান, মো. আসলাম উদ্দিন।

    এছাড়াও মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেয়া হয় কার্যকরী পরিষদের সদস্য- জহির উদ্দিন আহমেদ, মো. আমজাদ হোসেন, সুকুমার হালদার, বিশ্বজিৎ সাহা এ্যাপোলো, মো. আখতার হোসেন, মো. আব্দুস সালাম, হিউবার্ট যোসেফ গমেজ, মঞ্জুর আলম, প্রবীর কুমার রাজবংশী, মঞ্জুর আলম নাহিদ, মো. বাবুল হোসেন, পুতুল পারভেজ, রোজীনা আক্তার জুমা, আলিয়ার রহমান, সেলিনা আক্তার হারুন অর রশিদ।

  • নবাবগঞ্জে বিনামূল্যে ঈদ কার্ড তৈরি প্রশিক্ষণ ও মেহেদী পড়ানো

    নবাবগঞ্জে বিনামূল্যে ঈদ কার্ড তৈরি প্রশিক্ষণ ও মেহেদী পড়ানো

    ঢাকার নবাবগঞ্জে ঈদ উৎসবে শিশুদের জন্য বিনামূল্যে ঈদ কার্ড তৈরি ও সবার জন্য মেহেদী পড়ানো প্রশিক্ষণ দেয়া হয়েছে।

    ৫ এপ্রিল, শুক্রবার নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজে নাফা ও ইয়ারা এই ইভেন্টের আয়োজন করে।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও কন্ঠশিল্পী অরুপ এস ও তার ব্যান্ড রোমিও ব্রাদার্স।

    ইয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি সায়মা রহমান তুলি বলেন, ঈদ কার্ডের প্রচলন যেনো হারিয়ে না যায়, তাই শিশুদের আগ্রহী করতে এই আয়োজন। আজ (শুক্রবার) ছিল রোমিও ব্রাদার্স এর ১ বছরপুর্তি। তাই এ দিনটি উদযাপন করতে নাফায় চলে আসেন অরুপ এস।

    তিনি আরও বলেন, মেহেদী পড়ানোর মাধ্যমে বাড়ে সম্প্রীতি। মেহেদী আর্টিস্ট নন্দিনী তাই সবার হাতে মেহেদী পড়িয়ে দেন৷ এতে সবাই ছিল অত্যন্ত আনন্দিত।

    উপস্থিত ছিলেন নাফার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা, ইয়ারার উপদেষ্টা লতিফা রহমান লতা, নাফা চারুকলা বিভাগের শিক্ষক কানিজ আক্তার, প্রাক্তন শিক্ষার্থী সুমন, প্রথমা, প্রেয়সী, দিয়া সহ নাফার বর্তমান শিক্ষার্থী ও আগ্রহী স্থানীয় নারী ও শিশুরা।

  • আর্ন্তজাতিক নারী দিবসে নবাবগঞ্জে ৫৪ নারীকে প্রশিক্ষণ

    আর্ন্তজাতিক নারী দিবসে নবাবগঞ্জে ৫৪ নারীকে প্রশিক্ষণ

    আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে সব বয়সী ৫৪ জন নারীকে বিনামূল্যে গয়না তৈরি ও রিক্সা পেইন্টিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে।

    শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

    সাংস্কৃতিক সংগঠন ললিত কলা একাডেমী (নাফা) ও ইনভিশন আ্যাকশন রিওয়ার্ড আ্যাসেট (ইয়ারা) এর আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক আমিরুল ইসলাম মনি।

    উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

    নাফা ও ইয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি সায়মা রহমান তুলির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক কনিকা সাহা তিথি।

    উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, ইনভিশন আ্যাকশন রিওয়ার্ড আ্যাসেট (ইয়ারা)’র সভাপতি ও উপদেষ্টা লতিফা রহমান লতা।

    এ সময় নাফা ও ইয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি সায়মা রহমান তুলি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আর্ন্তজাতিক নারী দিবসে শুধু কেক কেটে ফুল দিয়ে ও শোভাযাত্রা করলে হবে না। নারীর জন্য এমন বিনিয়োগ করতে হবে যেন নারী স্কিল ডেভেলপমেন্ট করতে পারে এবং প্রডাক্টিভ ভাবে কাজে লাগাতে পারে।

    প্রশিক্ষক ছিলেন, নাফার চারুকলার শিক্ষক কানিজ আক্তার, ইয়ারা’র ২০২৩ এর উদ্যোক্তা আরিন খান।

  • মহাকবির ১৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গুণিজন সম্মাননা

    মহাকবির ১৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গুণিজন সম্মাননা

    মহাকবি কায়কোবাদের ১৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গুণিজন সম্মাননা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কবির জন্মভূমি আগলা ইউনিয়নের মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়।

    মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ এর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

    আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন প্রযোজক জামিউর রহমান লেমন, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক এস এম মোশারফ হোসেন, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী, মহাকবি অনুরাগী আজহার উদ্দিন কাজল, মহাকবি কায়কোবাদের দৌহিত্র কাজিম আল কুরাইশী।

    অনুষ্ঠানে ৩জন বিশিষ্টজনের পরিবারকে মরণোত্তর কায়কোবাদ পদক প্রদান করে সম্মাণিত করা হয়। তারা হলেন- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান মজলিশ, প্রয়াত সরকারি কর্মকর্তা এস এম নুরুজ্জামান, প্রয়াত সরকারি কর্মকর্তা শফিউদ্দিন হায়দার।

    এছাড়াও আরও ৫জন বিশিষ্টজনকে কায়কোবাদ পদক প্রদান করে সম্মাণিত করা হয়। তারা হলেন- সংগীতে অনীমা মুক্তি গমেজ, শিক্ষায় অধ্যাপক এস এম মোশারফ হোসেন, সমাজকর্মে বিষ্ণুপদ সাহা, সংস্কৃতিতে আশফাক উদ্দিন মামুন, সাহিত্যে কবি মোশতাক আহমেদ।

    মহাকবির জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সেলিম ইব্রাহিম ও সদস্য সচিব এস এম আজাদ রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    পরে বিকেল ৩টা থেকে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

    মহাকবি কায়কোবাদ ১৮৫৭খ্রি. ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

    মহাকবি ১৯৫১ সালে ২১ জুলাই বার্ধক্য জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পুরাতন আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

    কবি, ১৯০৪ সালে অমর কাব্য গ্রন্থ মহাশশ্মান লিখে মহাকবি উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই রকম অসংখ্য কবিতাসহ আধুনিক শুদ্ধ বাংলায় গীতিকাব্য, কাহিনী কাব্য, কাব্য উপন্যাস রচনা করে গেছেন তিনি।

  • বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডার গার্টেনে কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

    বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডার গার্টেনে কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডার গার্টেনে কৃতিশিক্ষার্থী সংবর্ধনা, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
    বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
    প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন। প্রধান বক্তা ছিলেন বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম।
    বিদ্যালয়ের সভাপতি সিরাজ মিয়া এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী শ্যামল সরকার, বাহ্রা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রিমা আক্তার, সমাজকর্মী আব্দুস সালাম মোল্লা, শেখ আজাদ আলী, মুক্তি ক্লিনিকের অন্যতম পরিচালক মাহমুদুল হাসান তুষার।
    আলোচনা সভায়, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। যাতে শিক্ষার্থীরা আগামীর স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।
    পরে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
    বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লিমন হোসেন। আরও বক্তব্য রাখেন বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক মো. আবুল বাসার, সংবাদকর্মী বিপ্লব ঘোষ।
    উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার, শিক্ষক শেলী সুলতানা, সুমি আক্তার, রুপা আক্তার, নিঝু আক্তার, শেফালী আক্তার, সুমা আক্তার, তাহমিনা আক্তার প্রমুখ।
    সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
  • নবাবগঞ্জে শরতকালীন নাড়ু উৎসব

    নবাবগঞ্জে শরতকালীন নাড়ু উৎসব

    “মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা, ছড়িয়ে দিব সারা বিশ্বে” প্রতিপাদ্য ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শরতকালীন নাড়ু উৎসব অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার বেলা ১১টায় কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) ও স্বেচ্ছাসেবী সংগঠন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) এর আয়োজন।
    নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা এতে সভাপতিত্ব করেন।
    আলোচনা সভার শুরুতে নাফার আন্তর্জাতিক উপদেষ্টা ফাদার ডেভিড বারেলের মৃতুতে শোক প্রকাশ করে দাড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
    সভায় বক্তব্য রাখেন কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, গোল্লা সেন্থেক্লাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালি কস্টা, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক পল পিন্টু গমেজ, টেস্টি টিপস ফুড ব্লগার আনিকা ইয়াসমিন প্রমুখ।
    উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, গানের শিক্ষক উৎপল ডি কস্তা, গিটারে ম্যাক গোমেজ, রোহান শেখ, চিত্রকলার শিক্ষক কানিজ আক্তার, নৃত্য শিক্ষক তিথি বাড়ৈ, অঞ্জনা গোমেজ, গানের শিক্ষক মো. সেলিম, সমাজকর্মী গৌতম সাহা, বারুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার, অভিভাবক প্রতিনিধি সীমা আক্তার, গোল্লা সেন্থেক্লাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুক্তা মন্ডল প্রমুখ।
    নাফার সাধারণ সম্পাদক ও ইয়ার‘র প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলির পরিকল্পনা, বাস্তবায়ন ও সার্বিক সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, এ আয়োজন কোন ধর্ম, বর্ণের নয়। এটা বাঙ্গালির সংস্কৃতি। এটা ধারণ করতে শিখতে হবে। এটাকে সাম্প্রদায়িক নয় সম্প্রীতির ভাবুন।
    আলোচনা সভা শেষে নাফার শিল্পীদের পরিবেশনায় শরতকালীন নাচ, গান, ফ্যাশন শো প্রদর্শন করা হয়।
    পরে নাড়ু নিয়ে আসা ৩০জন প্রতিযোগির নাড়ু প্রদর্শণ করেন। একই সাথে লক্ষী পূজার মাটির সরা, হাড়ি, কলসসহ কুটির শিল্প প্রদর্শন করা হয়।
    নাড়ু খেতে গোপাল ও মিঠাই এসেছিল সেজে। শারদীয়া দুর্গা দেবী সেজেছে আরও কয়েক শিল্পী। দুর্গা সাজের ৪ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।
    শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিদের কর্ম বিচার করে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন।
    আয়োজকরা জানান, বৈরি আবহাওয়া হলেও প্রথম বারের মত এই উৎসব হবার কারনে ব্যাপক সারা পাওয়া যায়। নাড়ু বাংলা সংস্কৃতির একটা অংশ। কোন ধর্মীয় খাবার নয়। সকল ধর্মের নারী ও পুরুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। দেশীয় সংস্কৃতির বিকাশে দীর্ঘ ২৫ বছর কাজ করছে নাফা।
  • নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭৮ ব্যাচের পূণর্মিলনী

    নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭৮ ব্যাচের পূণর্মিলনী

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার শতাধিক বছরের প্রাচীন বিদ্যাপীঠ নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) যন্ত্রাইল ইউনিয়নের জালালচর কাজী বাড়িখ্যাত কাজী আমিনুর রহমানের বাড়িতে দিনব্যাপি এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

    মিলন মেলায়, ৭৮ বন্ধুমহলের অর্ধশতাধিক সদস্য সকাল থেকে আড্ডা, স্মৃতিচারণে মুখরিত থাকে। ৬৩ থেকে ৭০ বছর বয়সী সহপাঠীরা একে অন্যের সাথে ক্ষুনসুটি করেন। কিছুক্ষণের জন্য স্মৃতিচারণে ফিরে যান সেই বিদ্যালয়ের ছেলে বেলায়। একে অন্যের পরিবারের খোঁজ নেন। অনেকে পুরনো সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

    দুপুরের খাবার শেষে কাজী বাড়ির ইছামতি নদীর ঘাটে বসে সাহিত্য আড্ডা। কবিতা, গানের আসর জমে উঠে।

    বিকেল সকলে মিলে নৌ-ভ্রমনে বের হন। সেখানেও চলে মিলন মেলা। সন্ধ্যায় চা বৈঠক  অনুষ্ঠিত হয়।

    শেষে আবার কোন বন্ধুমহলে মিলিত হওয়ার আহ্বান রেখে সকলে ঘরে ফিরে যান।

  • ঢাকার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু

    ঢাকার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু

    ঢাকা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ২০২৩ নির্বাচিত হয়েছেন।
    সম্প্রতি ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ও ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ এর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
    জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন কর্মকাণ্ডে শ্রেষ্ঠ নির্বাচিত করেন।
    এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোউন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিকভাবে উন্নয়নে বিশেষ অবদান রাখায় নাসির উদ্দিন আহমেদ ঝিলুকে উপজেলা পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
    নির্বাচিত হওয়ায় নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম। আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, দোহার নবাবগঞ্জের সাংসদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপিসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাকে আমাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায়।
    তিনি বলেন, মানুষের ভালবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই।
    নাসির উদ্দিন আহমেদ ঝিলু উপজেলায় তার নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক কাজসহ শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
    এছাড়াও সরকারের বিভিন্ন্ উন্নয়ন কাজের প্রচার প্রসারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির পক্ষে ব্যাপক ভূমিকা পালন করছেন নবাবগঞ্জ উপজেলায়।
  • সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী

    সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী

    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজদিখান উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার ইছাপুরা জনতা সংসদ প্রাঙ্গনে আজ মঙ্গলবার বিকাল ৫টায় কেক কেটে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ।

    বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ যুগ্ম- সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার,সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সুমন মিয়া, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু চৌধুরী ।

    স্বাগত বক্তব্য রাখেন সিরাজদিখান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি সুব্রত দাস রনক।

    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি পিউস দীপকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি দীনেশ মন্ডল, চলচিত্র বিষয়ক সম্পাদক লিটু কবির, মো. মহসিন রেজাম, বিপ্লব সরকার, প্রিন্স ঘড়জা, শাহীন ভ’ইয়া, আব্দুর রশিদ রতণ, মো. মোক্তার হোসেন, সৃষ্টি মনি, মিনারা বেগম, শাহনাজ পারভিন কাঞ্চি, মো. জুলহাস শেখ, মো. নূর হোসেন প্রমুখ।