

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলায় রাস্তা আটকিয়ে জমি দখল করে প্রাণনাশের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার বেগম আয়েশা শপিংমলের ২য় তলায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমেনা গং এ অভিযোগ করেন।
আমেনা বলেন, আমরা যাদের থাকতে দিয়েছি আজ তারা আমাদের গলারকাটা হয়ে দাড়িয়েছে। আমার বাবার পৈতৃক সম্পত্তির দখল করে আমাদেরকেই প্রাণ নাশের পরিকল্পনা করছেন।
তিনি আরোও জানান, আমার বাবা ১৯২৮ সালে মালঞ্চের কাছ থেকে ৪১৯ দাগে ১১ শতাংশ ও ইব্রাহিমের কাছ থেকে ১৯৩১ সালে ৪৮ দাগে ৭ শতাংশ সাব কবলা দলিলে জমি ক্রয় করেন। আমরা দলিল মূলে খরিদ করার পর থেকেই ভোগ দখলে আছি। কিন্তু হঠাৎ শেখ মনির ও শেখ জাহিদুল আমাদের জমি জোড় করে দখল করে গাইড ওয়াল ও কাটা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।
এঘটনায় দোহার থানায় একটি অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ মার্চ ভোরে আমার বোন ঝর্ণাকে মনির গংরা মেরে আহত করে প্রাণনাশের হুমকি দিয়েছে।
ভুক্তভোগী ঝর্ণা আক্তার জানান, আমি ডায়াবেটিসের রোগী প্রতিদিন আমাকে দুইবার ডায়াবেটিস মাপতে হয়। কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি বাড়ি থেকে বের হতে পারি না। আমি সুষ্ঠ তন্দন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।
এঘটনায় মনিরের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছিলাম পুলিশও গিয়েছিলো। এখন জানতে পারলাম তাদের নাকি প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমরা এই হুমকির বিরুদ্ধে জিডি নিয়েছি। তিনি আরোও জানান যেহেতু এঘটনায় আদালতে দেওয়ানী মামলা হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
Leave a Reply