মহান মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমান ফকুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক.
মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকু (৮৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৬টায় রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তিনি এক ছেলে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাযা আগামী ২৭ মার্চ বাদ ফজর গুলশান আজাদ মসজিদ, বাদ জোহর নবাবগঞ্জে জানাজা শেষে নিজ এলাকার কবরস্থানে দাফন করা হবে।
আজিজুর রহমান ফকু ১৯৩৭ সালে ১০ সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চর মধুচরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।
ঘনিষ্টজনরা জানিয়েছেন, মরহুমের জীবদশায় এতদ ঢাকা অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। শিক্ষা জীবনে ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি। রাজনৈতিক জীবনে ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি। ১৯৯১ সালে নৌকার প্রতীক নিয়ে (ঢাকা-২) নবাবগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এছাড়াও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক বিরোধী আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয়দফা, ৬৯ গণঅভ্যুথান, সত্তরের নির্বাচন, ৭১ মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহন করেছিলেন বলে ঘনিষ্টজনরা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *