
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাদাপুর এলাকার একটি রেস্টুরেন্টে ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্স এর আয়োজন করে।
ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কামরুজ্জামান জুম্মনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মহসিন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়াও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, সাভার উপজেলা সভাপতি নাজির খান লিটন, কেরানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ সবুজ, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. তাহিদ, ধামরাই উপজেলার সভাপতি ইয়াসির হিমু,
সাধারণ সম্পাদক মো. রোকন, দোহার উপজেলার সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দোহার উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রফিক কবিরাজ, দোহার উপজেলা জাসাস সভাপতি মো. হারুন, আবুল সিকদার, শহীদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply