Blog

  • শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি

    শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি

    শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইজিবাইক পার্কিং ও বিভিন্ন ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিভদের দৌরাত্মে রোগীদের ভোগান্তি বেড়েছে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিড়ম্বনা এখন নিত্যদিনের সঙ্গী।

    স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর জুড়ে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা হচ্ছে অসংখ্য ইজিবাইকসহ অন্যান্য যানবাহন। এতে জরুরিভাবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে।

    অপরদিকে হাসপাতালের বহিঃ বিভাগের ভিতরে অসংখ্য রিপ্রেজেন্টিটিভদের ভিড়। ডাক্তারদের ব্যবস্থাপত্র দেখার জন্য রোগীর হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিচ্ছে তারা। একে একে মোবাইল ফোনে রোগীর ব্যবস্থাপত্রের ছবি তুলে নিচ্ছেন। এতে বেশী হয়রানীর শিকার হচ্ছে নারী রোগী।

    শ্রীনগরের ষোলঘরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৃঙ্খলা বলতে কিছুই নেই এখন। পুরো হাসপাতালের চত্ত্বর জুড়ে অসংখ্য ইজিবাইকের ছড়াছড়ি। চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাঙ্গণ রীতিমত অটোরিক্সার স্ট্যান্ডে পরিণত হয়েছে। ডাক্তারদের চেম্বার ও আশেপাশে দাড়িয়ে থাকা রিপ্রেজেন্টিটিভরা ডাক্তারদের ব্যবস্থাপত্র দেখার জন্য হুমরি খাচ্ছে।

    ভুক্তভোগী কয়েকজন নারী বলেন, রিপ্রেজেন্টিটিভ উৎপাতে অসহনীয়। ডাক্তারের চেম্বার থেকে বাহির হতেই আকস্মিক ব্যবস্থাপত্র টেনে নিয়ে ছবি তুলছে। বিভিন্ন প্রশ্নের সম্মূখীন হতে হচ্ছে তাদের। সংশ্লিষ্টদের সঠিক তদারকীর অভাবে এমনটা হচ্ছে বলে মনে করছেন তারা।

    মো. নাহিদ নামে এক রোগী বলেন, হাসপাতাল প্রাঙ্গণটি এখন ইজিবাকের দখলে চলে গেছে। অটো চালকরা রোগী নিয়ে আসলেও দীর্ঘ সময় এখানেই পার্কিং করে রাখছে।

    রিপ্রেজেন্টিটিভ প্রসঙ্গে তিনি বলেন, এরা তো সকাল-বিকাল এখানেই আসা যাওয়া করে দিন পার করেন। হাসপাতালের অভ্যন্তরে প্রেসক্রিপশনের ছবি তোলা নিষেধ থাকলেও তারা মানছেন না। এছাড়া হাসপাতালে রয়েছে বেশকিছু শূন্য পদ। এতে চিকিৎসা সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

    এ ব্যাপরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিল জানান, আমি এর আগে বিভিন্ন মিটিংয়ে এসব বিষয়ে কথা বলেছি। কোন লাভ হয়নি। এর প্রতিকার চেয়ে পরমর্শ চান তিনি।

    শূন্য পদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বাহিরে ভিজিটে আছি। দেখে বলতে হবে।

  • নবাবগঞ্জে মানব পাচার প্রতিরোধে পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নবাবগঞ্জে মানব পাচার প্রতিরোধে পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    ‘এই আমাদের অঙ্গিকার, এক সাথে রুখব মানব পাচার’ এই শ্লোগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

    বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধিনে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় লোক মাধ্যম পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

    বুধবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর ইসলামিয়া ক্লাব মাঠে এ অনুষ্ঠান করা হয়।

    দাতাসংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে আইওএম এর বাস্তবায়নে উন্নয়ন সংস্থা রুপান্তর অনুষ্ঠানটি পরিবেশন করেন।

    সচেতনতার জন্য পাড়া-মহল্লায় এ ধরণের অনুষ্ঠান হলে মানুষ অনেক উপকৃত হবে বলে জানান উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ ও রফিকুল ইসলাম খোকন।

    তারা আরও জানান, পটগানের মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতা নিরাপদে বিদেশ গমন সম্পর্কে সঠিক নিয়ম-কানুন জানতে পারছে। সেই সাথে অবৈধভাবে বিদেশ যাওয়ার কুফল ও ভোগান্তি সম্পর্কেও জানতে পারছে। যা পরবর্তীতে বৈধভাবে বিদেশে যেতে মানুষ উৎসাহিত হবে এবং দালালের মাধ্যমে বিদেশ যেতে নিরুৎসাহিত হবে।

    দেখা যায়, এই পটগান পরিবেশন শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে উপস্থিত এলাকার জনপ্রতিনিধি, সুধীজন, সরকারি ও বেসরকারি চাকুরীজীবি, গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করছে।

    সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে এ পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার ৫৪টি ওয়ার্ডে অনুষ্ঠান করেন সংস্থাটি। আগামী ১৪ জানুয়ারী নবাবগঞ্জে সমাপনী অনুষ্ঠান করা হবে।

  • শিক্ষার সাথে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

    শিক্ষার সাথে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

    শিক্ষার সাথে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

    বুধবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা তাসলিমা জালাল মঞ্চবাড়ি সুফিয়াফুল মঞ্চে ৫ দিনব্যাপী দ্বারোদঘাটন উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    ডা. দীপু মনি বলেন, শিল্প সাহিত্যে আমরা অনেক সমৃদ্ধ। শিক্ষার সাথেও সংস্কৃতি নিবিড়ভাবে জড়িত। আবার মাদক নিয়ন্ত্রণে যাই বলি না কেন, সংস্কৃতি ও সাহিত্য চর্চা না করলে কোনো লাভ হবে না। তাই আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।

    মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার সাড়ে ৩ বছরের মাথায় আবারো দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছিল। সে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আমাদের কাছে অস্ত্রের জোর নেই, আছে শান্তি। আমাদের নেত্রী সর্বত্র শান্তির কথা বলছেন। তাই বিশ্বের কাছে মানবতার নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

    তিনি আরো বলেন, আমরা এখন অর্থনৈতিক ভাবে অনেকটাই সমৃদ্ধ। তাই শিক্ষা উন্নয়নের সাথে সাথে সংস্কৃতির অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

    দ্বারোদঘাটন উৎসবের আহ্বায়ক নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে, এসএম মাসুদ সাঈদ অনুষ্ঠান পরিচালনা করেন।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম, মঞ্চকুসুম শিমুল ইউসুফ, দ্বারোদঘাটন উৎসবের সদস্য সচিব আনান জামান। এ সময় জেলা-উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, পরে সূচনা সংগীত পরিবেশন করেন মঞ্চকুসুম শিমুল ইউসুফ।

    সারাদেশে এক’শ উন্মুক্ত নাট্য মঞ্চের প্রথমটি উদ্বোধন করা হয় বলে আয়োজকরা জানান। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। মঞ্চে নাটক, যাত্রাপালা, জারি , বিচ্ছেদ ও বৈঠকীগান পরিবেশন করা হবে।

  • শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৮

    শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৮

    শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাঁচলদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    ওই গ্রামের করিম সরদার (৭০) ও ফয়সাল সরদার (৩০) গংদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করিম সরদারের ভাতিজা বাকপ্রতিবন্ধি শফি সরদার (৩০) ও ভাতিজি সামসুন্নাহার বেগম (৬০) গুরুতর আহত হয়েছে।

    অপরদিকে, ফয়সাল সরদারের চাচা উয়াসিন সরদার (৫২), চাচাতো ভাই শান্ত (২৫) ও তার ফুপা মো. ডালিম (৪৭) আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

    স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তামান্না রহমান জানান, আহতদের মধ্যে বাকপ্রতিবন্ধি শফি সরদার ও শমসুন্নাহার বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে জানান তিনি।

    মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে পাঁচলদিয়া গ্রামের সরদার বাড়িতে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন সময়ে থামাতে গিয়ে শালিসদের ৩ জন আহন হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এলাকাবাসী জানায়, ওই গ্রামের করিম সরদার গং ও ফয়সাল সরদার গংদের মধ্যে কয়েক বছর ধরে বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও স্থানীয়ভাবে একাধিকবার বসে সমাধান করা সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় মঙ্গলাবার বিকালে সরদার বাড়িতে বিষয়টি সমাধানে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত শালিসগণদের সিদ্ধান্ত অনুযায়ী সমাধানে জুড়িবোর্ড গঠন করা হয়। সংশ্লিষ্ট জুড়িবোর্ড সদস্যদের মতামত দেওয়ার সময়ই ফয়সাল সরদার উচ্চবাচ্চ্য কথা শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষ কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই দাগে ফয়সাল সরদার ও করিম সরদারের সীমানা। ওই বসতবাড়ির মাত্র ০.১৬ শতাংশ জায়গার মালিকানা দাবি করে আসছে ফয়সাল সরদার। স্থানীয়ভাবে বেশ কয়েকবার জায়গা পরিমাপ করা হয়েছে। ওই জায়গায় পাকা স্থাপনা থাকায় করিম সরদার দাবিকৃত জায়গা বাবদ আড়াই লাখ টাকাও ফয়সাল সরদারকে দিতে রাজি ছিলেন। তবে রহস্যজনক কারণে বিষয়টি এতো দিন ধরে সমাধান হচ্ছে না। অথচ করিম সরদার ও ফয়সাল সরদার সম্পর্কে চাচা ভাতিজা হন।

    ফয়সাল সরদারের কাছে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। করিম সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্থানীয় গণ্যমান্য শালিসগণদের রায় মেনে নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু ফয়সাল সরদারের কারণে এই সংঘর্ষের সৃষ্টি হয়। আমি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

    স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু জানান, আমরা সংঘর্ষ থামানোর চেষ্টা করেছিলাম। পরিস্থিতি আমাদের বাহিরে চলে যায়।

    এ ব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মো. জাকারিয়া জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • শ্রীনগরে ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে পারাপার

    শ্রীনগরে ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে পারাপার

    শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেলামতি-বাগবাড়ি রাস্তার আলমগীরের বাড়ি সংলগ্ন খালের ওপর জরার্জীণ কাঠের সেতুতে পারাপার করছেন স্থানীয়রা। সেতুটি যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণ হানির শঙ্কা করা হচ্ছে। বিকল্প পথ না থাকায় এলাকাবাসী বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন।

    ওই এলাকার আড়িয়াল বিলের সংযোগ খালের ওপর সেতুটির পশ্চিম দিকে কয়কীর্তণ ও পুর্বদিকে শ্যামসিদ্ধির সংযোগের ইট সলিং রাস্তার অবস্থাও বেহাল হয়ে পরেছে। নাজুক রাস্তা ও ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পারাপারে অত্র এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঠের পুলটি সংস্কার করা হয়নি। প্রায় বছর খানেক আগে স্থানীয়ভাবে জোড়াতালি দিয়ে কোন রকমে মেরামত করা হয়েছিল। কিছুদিন আগে একটি অটোরিক্সা পার হতে গিয়ে সেতুটির মাঝখানের ভেঙ্গে যায়। পরে কয়েকটি বাঁশ লাগানো হয়। ভেঙ্গে পরার আশঙ্কায় সেতুর দুই মুখে ইট ও লাল রংয়ের নিশান দিয়ে রাখা হয়েছে। যাতে কোন প্রাণ হানির ঘটনা না ঘটে। তার পরেও বাধ্য হয়ে এ অবস্থায় স্কুল-কলেজ, মাদ্রাসা, হাটবাজার, ক্লিনিকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ সেতুটি ব্যবহার করছেন।

    এ সময় মাদ্রাসা ছাত্র বিল্লাল, ফেরদৌস, গৃহবধূ সুমি বেগমসহ পথচারীরা বলেন, পুলের অবকাঠামো খুবই দুর্বল হয়ে পরেছে। পুলের পাটাটনের কাঠ উঠে ফাঁকা হয়ে গেছে। বিশেষ করে এলাকার বৃদ্ধ ও শিশুরা ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন। এ পরিস্থিতিতে ইজিবাইক তো দূরের কথা মোটরসাইকেল কিংবা বাইসাইকেল নিয়ে সেতু পার হওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই এ রাস্তায় এসে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন।

    স্থানীয় ইউপি সদস্য মো. হারুনের কাছে বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগতভাবে একবার মেরামত করেছি। এখন সেতুর অবস্থা খুবই খারাপ। কিছুদিন পরেই এখানে পাকা সেতুর নির্মাণের জন্য ঠিকাদার কাজ শুরু করবেন। মানুষের চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরী করা হবে। তাই কাঠের সেতু সংস্কারের জন্য কোন চিন্তাভাবনা করা হচ্ছেনা। আমি পুলটির ইউপি চেয়ারম্যান সাবের সাথে আলোচনা করেছি।

    এ বিষয়ে শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস

    মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার দুপুরে বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত কুমার মন্ডল সভায় সভাপতিত্ব করেন।

    শিক্ষক মো. হানিফ মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতা সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মোল্লা, শিক্ষক অরুণ কুমার সাহা, শিক্ষক শ্যামলী রোজারিওসহ শিক্ষকবৃন্দ।

    পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন।

  • নবাবগঞ্জে শিক্ষার উন্নয়নে অভিভাবকের ভূমিকা শীর্ষক আলোচনা 

    নবাবগঞ্জে শিক্ষার উন্নয়নে অভিভাবকের ভূমিকা শীর্ষক আলোচনা 

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিক্ষার উন্নয়নে অভিভাবকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার শোল্লা ইউনিয়নের শোলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
    ভিশন ইম্পেরিয়াম, রিগ্যাল ইম্পেরিয়াম, বেস্টবাই, ওয়াকার ফুটওয়্যার, রেইনবো, বিজলী ও টেস্টিট্রিট এর আয়োজন করেন।
    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ।
    বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন, ভিশন ইম্পেরিয়ামের উপজেলা ব্যবস্থাপক শুভাশিস গোস্বামী।
    উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সাত্তার ফকির, প্রধান শিক্ষক নূরজাহান আক্তার, সমাজকর্মী ফয়েজ হোসেন, সাংবাদিক ফিরোজ হোসেন, ইউপি সদস্য আয়নুল হক, পরান ফকির, শেখ শাহীন প্রমুখ।
    এর আগে বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি,  চিত্রাংঙ্কন প্রতিযোগিতা,  কুইজ প্রতিযোগিতা ও অভিভাবকদের তীর নিক্ষেপ খেলার আয়োজন করা হয়।
    এছাড়াও এ মাসে যাদের জন্ম তারিখ তাদের জন্মদিন পালনে কেক কাটা হয়। পরে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    সেই সাথে বিদ্যালয়ের কার্যক্রম বেগবান করতে অভিভাবক ও এলাকাবাসীর সহায়তার আহ্বান জানান অতিথিবৃন্দ।
  • নবাবগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস পালন

    নবাবগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস পালন

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস পালন করেছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
    মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় আওয়ামী লীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে  উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে আওয়ামীলীগ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সহসভাপতি অ্যাডভোকেট মো. সাফিল উদ্দিন মিয়া, ফজলুল হক ফজল, মো. হুমায়ূন কবির, প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম মিথু, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল প্রমুখ।
  • ‘ইয়ারা’র উদ্যোক্তাদের শিল্পপণ্যে মুগ্ধ মেলার দর্শনার্থীরা

    ‘ইয়ারা’র উদ্যোক্তাদের শিল্পপণ্যে মুগ্ধ মেলার দর্শনার্থীরা

    স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ারা’র প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের তৈরি শিল্পপণ্যে প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন ক্রেতা ও দর্শনার্থীরা।

    ঢাকার নবাবগঞ্জ উপজেলার ডিএন কলেজ মাঠে পৌষ মেলা উপলক্ষে ৭ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইয়ারার প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলি এ আয়োজন করেন।

    ‘নিজেই গড়ি নিজের জীবন’ বিনামূল্যে উদ্যোক্তা তৈরি প্রকল্পের আওতায় প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের তৈরি শিল্পপণ্য বিক্রয় ও প্রদর্শণী করা হয়।

    মেলায় আগত দর্শনার্থীরা দৃষ্টিনন্দন পণ্যগুলো সুন্দর্য উপভোগ করে প্রসংশা করেন। অনেকে আবার ক্রয়ও করেন। প্রদর্শনীতে উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের ওয়াল ম্যাট, গয়না, গ্লাস পেইন্টিং সহ নানান রুচিশীল নিত্যপণ্য নিয়ে উপস্থিত হন।

    ইয়ারায় প্রশিক্ষণপ্রাপ্ত মায়া দেবী বলেন, আমরা এতটা স্বচ্ছল নই যে, টাকা খরচ করে দুরে গিয়ে কিছু শিখতে পারতাম। ইয়ারার প্রশিক্ষণের মাধ্যমে আমরা টিমওয়ার্ক করছি এবং সফল উদ্যোক্তা হতে পারবো বলে আশাকরি।

    সানজিদা শিবলী বলেন, সম্পূর্ণ বিনামূল্যে ইয়ারা প্রশিক্ষণ দিয়েছে। মোটিভেশনাল সেশন ও কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট-এর মাধ্যমে আমরা কেবল হস্তশিল্প তৈরি করাই শিখছি না একজন সুশিক্ষিত, সুনাগরিক ও মানবিকগুণ সম্পন্ন মানুষ হবার প্রশিক্ষণ পাচ্ছি। সাহস আর মনোযোগ দিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করলে সাফল্য সম্ভব।

    এছাড়াও স্টলে উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহমিনা, সুমি, তন্নী, মার্জনা, আলফা, আরিন, সানজিদা রেখা, আন্নিকা।

    স্টলে উপস্থিত ইয়ারার প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলি জানান, নারী-পুরুষ সমতার জন্য নারীদের সাবলম্বী হবার বিকল্প নেই। সেই লক্ষ্যে জন্মস্থান নবাবগঞ্জে ‘নিজেই গড়ি নিজের জীবন’ এই শ্লোগানে ২০২০ সালে গড়ে তুলেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ারা। যাতে প্রত্যন্ত গ্রামে গ্রামে মেয়েদের বয়স অনুযায়ী মোটিভেশনাল ওয়ার্কশপের মাধ্যমে নারীর ক্ষমতায়নের কার্যকর ভূমিকা পালন করছে।

    তিনি জানান, নারীদের স্বাবলম্বি করতে সম্পূর্ণ বিনামূল্যে হস্তশিল্প প্রশিক্ষণ, ব্যবসা পরিকল্পনা, বন্টন, সম্প্রসারণ, ডিজিটাল মার্কেটিং, ব্রান্ডিং, প্রোডাক্ট শুট, টিম ওয়ার্ক, মেলায় অংশগ্রহন সহ উদ্যোক্তা হয়ে উঠার পরিপূর্ণ প্রোফাইল তৈরিতে সহায়তা করছে সংগঠনটি।

    তিনি আরও জানান, গ্রামে অনেক নারী আছে যাদের অল্প বয়সে বিয়ে হয়েছে। অনেকে বিবাহ বিচ্ছেদের পর অসহায় হয়ে পড়ে। অনেক সিংগেল মাদার হিমশিম খায় সন্তান লালন পালনে। কেউ পড়াশোনা কম করেছে কিংবা এখন ছাত্রী, পড়ালেখার খরচ চালাতে উপার্জন করতে চায়। ঐ সব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির প্রকল্প চলমান রয়েছে।

    ইয়ারার উপদেষ্টা লতিফা রহমান লতা বলেন, প্রত্যেক মেয়ের যেকোন পরিস্থিতিতে মাথা উঁচু করে বাঁচতে শিখতে হবে। উপার্জনক্ষম যেকোন মানুষই সাহস রাখে তার পরিস্থিতি সামাল দিতে। গ্রামের নারীদের ক্ষমতায়নে ইয়ারা নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি আমরা।

  • শ্রীনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

    শ্রীনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

    শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিক্রমপুর ব্লাড ব্যাংকের আয়োজনে ও ফেমাস জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগীতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন হয়েছে।

    মঙ্গলবার সকালে শ্রীনগর সরকারি কলেজ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

    এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ, ফেমাস জেলারেল হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম, ডা. তানভির মাহমুদুল হাসান,

    ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীলীগের মতিঝিল থানার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মৃধা, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন পলাশ, শামীম হোসেন, সাদ্দাম হোসেন নীরব, ওলামা লীগ নেতা মো. আলী নুরসহ রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের ভলান্টিয়ার ও কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।

    উক্ত কর্মসূচির আওতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রেসার পরিমাপ করা হয়। প্রায় ২ শতাধিক মানুষ এ ক্যাম্পের আওতায় সেবা গ্রহন করেন।