Blog
-
কেরানীগঞ্জে শীতকালীন পিঠা উৎসবের উদ্বোধন
ঢাকার কেরানীগঞ্জে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১ম পর্বের উদ্বোধন করা হয়েছে।ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির আয়োজনে আটি ছায়ানীড় কমিউনিটি সেন্টারে আজ রোববার বিকেল ৩টায় এই পিঠা উৎসবের উদ্বোধন করেন ঢাকা জেলা যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু।এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি মো. সাহিদুল হক সাহিদ, সাধারণ সম্পাদক হাজী মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেউদ্দিন ফারুক, সাইমন চৌধুরী, রিয়াজ আহমেদ, মো. শফিক সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।এই শীতকালীন পিটা উৎসবের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু বলেন, আমাদের বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রতভাবে জড়িত এই শীতকালীন পিঠা উৎসব। একসময় শীতকাল আসলে আমাদের মা খালারা নানা রকম পিঠা তৈরি করতেন। কিন্তু কালের বিবর্তনে এই পিঠা বানানোর সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। সেই হারানো সংস্কৃতি ধরে রাখার জন্য ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির উদ্যোগে এই শীতকালীন পিঠা উৎসব যুগ উপযোগী পদক্ষেপ। তাই আমি ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতিকে ধন্যবাদ জানাই।এদিকে এই শীতকালীন পিঠা উৎসব উদ্বোধনের পর থেকেই শত শত নারী পুরুষ ও ছোট ছোট ছেলেমেয়েরা ছায়া নীড় কমিউনিটি সেন্টারে দলবেঁধে আসতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো কমিউনিটি সেন্টার কানায় কানায় ভরে যায়। এই পিঠা উৎসবে আসা উৎসক লোকজন তাদের কাঙ্ক্ষিত পিঠাগুলি পেয়ে বেশ মনের আনন্দে খেয়ে তারা আনন্দ প্রকাশ করেছেন। পিঠা উৎসবে ভাপা পিঠা, পাটি সাপটা, ডিম পিঠা, মালপোয়া পিঠাসহ বিভিন্ন পদের কয়েক হাজার পিঠা তৈরি করা হয়।ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি মো. সাহিদুল হক সাহিদ ও সাধারণ সম্পাদক হাজী মো. জাকির হোসেন বলেন, বাঙালি সংস্কৃতির হারানো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের এই শীতকালীন পিঠা উৎসব। আমরা পর্যায়ক্রমে কালিন্দী ইউনিয়ন,আগানগর ইউনিয়ন ও হযরতপুর ইউনিয়ন সহ আরো কয়েকটি জায়গায় এই শীতকালীন উৎসবের আয়োজন করব। -
কেরানীগঞ্জে নারীসহ চার ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৫০ হাজার টাকার মূল্যমানের ১৬৮৫ (এক হাজার ছয়শত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলো মো. আল আমিন বেপারী (২৫), মো. সায়াদ হাসান শুভ (২৪), মোসা. রত্মা আক্তার (২৭) ও মোসা. সুলতানা আক্তার (২৮)।
এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১,২১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, এরা পেশাদার মাদক ব্যবসায়ী। কেরানীগঞ্জের আশেপাশে বেশ কিছুদিন যাবৎ ইয়াবা সহ অন্যান্য মাদক বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়। মাদক আইনে র্যাব-১০ সদস্য বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা হস্তান্তর করা হয়েছে।
-
বাঁশের পণ্য তৈরী ও বিক্রি করে জীবন নির্বাহ
বাঁশের তৈরী বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে দিনানিপাত হচ্ছে শ্রী সঙ্গীত কুমার দেব (৩৫) নামে এক যুবকের।
বাঁশের তৈরী পণ্য কাঁধে ও হাতে করে ঘুরে বেড়ান এ অঞ্চলের রাস্তাঘাট, পাড়া-মহল্লা ও হাটবাজার। দিন শেষে সঙ্গীতের রাত কাটে মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারসহ বিভিন্ন বাজারে।
তার ঝুলিতে রয়েছে বিভিন্ন আকার ও সাইজের নানান রংয়ের কুলা, ফলের ডালা, ঢোলা, খালই, ঝুড়ি, দোলনা, চালনসহ হস্তশিল্পের নানা সব পণ্য সামগ্রী। তার হাতে থাকা ঐতিহ্যবাহী হস্তশিল্পের নান্দনিক এসব বাঁশ পণ্য সামগ্রী নজর কারছে শিশুসহ সকল শ্রেণি পেশার মানুষের। ৫০ থেকে ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে বাঁশের এসব পণ্য।
সঙ্গীত কুমার দেবের বাড়ি রাজবাড়ি এলাকার গোয়ালন্দ। সে ওই এলাকার শ্রী সৃষ্টি কুমার দেবের পুত্র। হস্তশিল্পের এসব পণ্য বিক্রি করে মাসে গড়ে প্রায় ২০ হাজার টাকা আয় হচ্ছে তার।
জানা গেছে, ৫ ভাই বোনের মধ্যে সঙ্গীত দেব বড়। নিজস্ব ভিটাবাড়ি না থাকায় পিতা মাতাসহ পরিবার পরিজন নিয়ে গোয়ালন্দে ভাড়া বাসায় থাকেন সঙ্গীত দেবরা। পরিবারটি হস্তশিল্পের ওপর নির্ভরশীল। পুরো সংসার চলে বাঁশের পণ্য সামগ্রী তৈরী ও বিক্রির আয়ে।
সঙ্গীত দেব বাঁশের এসব পণ্য বিক্রি করছেন মুন্সীগঞ্জের শ্রীনগর, লৌহজং, সিরাজদিখানসহ বিভিন্ন স্থানে। এ অঞ্চলের ঐতিহ্যবাহী বিভিন্ন মেলা-উৎসবে আসা দর্শনার্থীদের কাছে তুলে ধরছেন কুটির শিল্পের তৈরীকৃত বাঁশের বিভিন্ন পণ্য।
এ সাক্ষাৎকালে সঙ্গীত কুমার দেব দৈনিক সভ্যতার আলো’র প্রতিনিধিকে বলেন, নিজস্ব হস্তশিল্পের বাঁশের পণ্য বিক্রি করতে বিক্রমপুরে এসেছেন। বিক্রির দিন শেষে আপাদত অস্থায়ীভাবে থাকছেন শ্রীনগর বাজার এলাকায়। মাঝে মধ্যে পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার নিমতলা বাজারেও অবস্থান করেন তিনি।
ঘুরে ফিরে দৈনিক ৩ থেকে ৪ হাজার টাকা বেচাকেনা হচ্ছে তার। পরিবারের সদস্যরা সবাই হস্তশিল্পের কাজের সাথে জড়িত। ভাড়া বাড়িতেই তারা বাঁশের এসব পণ্য তৈরী করেন। পাইকারীর পাশাপাশি খুচরাভাবে বিক্রি করছেন। তবে শিশুদের খেলনা হিসেবে বাঁশের তৈরী পণ্য এখন বেশী বিক্রি হচ্ছে। সাংসারিক কাজে ব্যবহারযোগ্য বাঁশের অসংখ্য পণ্য সামগ্রীও তৈরী করছেন।
তবে প্লাস্টিকের দাপটে পরিবেশ বান্ধব বাঁশের এই হস্তশিল্পটি হারাতে বসেছে। তার পুর্ব পূরুষরাও এ হস্তশিল্প পেশায় ছিলেন। তাই ঐতিহ্যবাহী হস্তশিল্পটি ধরে রাখার চেষ্টা করছি বলেন তিনি।
-
নবাবগঞ্জে ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দৈনিক ইত্তেফাক সময়ের সঙ্গে এগিয়ে যেতে জানে এই প্রত্যাশায় ঢাকার নবাবগঞ্জে পত্রিকাটির ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা, আলোচনা সভা, ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উপস্থিত ছিলেন, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক অমিতাভ পাল অপু, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আজহারুল হক, ঢাকা পল্লীবিদ্যুৎ-২ সমিতি বোর্ডের সভাপতি খালিদ হোসেন সুমন, লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম লিটন, উপজেলা কৃষকলীগের আহবায়ক সাদের হোসেন বুলু, নারী নেত্রী মাধুরি বণিক,
বক্সনগর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য বিপ্লব ঘোষ, শেখ সালাউদ্দিন বাচ্চু, আমাদের সময় প্রতিনিধি নাজমুল হোসেন অন্তর, আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুর সাকুর উল্লাস, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তানজিমসহ বিভিন্ন পত্রিকার স্থানীয় সাংবাদিক ও সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীবৃন্দ।
-
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।নবাবগঞ্জ থানার এসআই সোহেল মোল্লা রোববার এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে উপজেলার কাশিমপুর কবরস্থান সংলগ্ন চা-বাড়ি রেস্টুরেন্টের সামনের আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. নাজমুল হোসেন (৪৫) উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে।এসআই সোহেল মোল্লা জানান, রাতে চা বাড়ি রেস্টুরেন্টের সামনের সড়কে বন্ধুদের বিদায় দিয়ে সড়কে মোটরসাইকেল ঘুরানোর সময় একটি যান দ্রুতগতিতে এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নাজমুল গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। -
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!