Blog

  • সালমান এফ রহমানকে নবাবগঞ্জ উপজেলা আ.লীগের ফুলেল শুভেচ্ছা

    সালমান এফ রহমানকে নবাবগঞ্জ উপজেলা আ.লীগের ফুলেল শুভেচ্ছা

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে টানা ২য় মেয়াদে উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া কিসমত এবং সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান সিকদার।

    ২৬ ডিসেম্বর রাজধানীর গুলশান অফিসে সালমান এফ রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

    বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটিতে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ৪৪ জন। এই কমিটিতে সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির তিনজন সভাপতিমণ্ডলীর সদস্য এবং সম্পাদকমণ্ডলীর দুজন সদস্য নতুন করে যুক্ত হয়েছেন।

    কমিটিতে টানা ২য় মেয়াদে উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

    শুভেচ্ছা বিনিময় শেষে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত ও সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান সিকদার বলেন, সালমান এফ রহমান আমাদের উন্নয়নের রূপকার। আমরা দোহার-নবাবগঞ্জবাসী অনেক এমপি মন্ত্রী পেয়েছি কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম।

    আজ আমরা ধন্য. আমরা গর্বিত। তিনি এমপি হওয়ার আগে থেকেই দোহার-নবাবগঞ্জবাসীর উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। সালমান এফ রহমানের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে দোহার-নবাবগঞ্জ হবে উন্নয়নের রোল মডেল।

  • কেরানীগঞ্জে ভূমি সেবা বিষয়ক সভা

    কেরানীগঞ্জে ভূমি সেবা বিষয়ক সভা

    ”ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য সামনে রেখে ডিজিটাল ভূমি জরিপ সেবা বিষয়ক গনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

    কেরানীগঞ্জ উপজেলার ৪টি মৌজার ৮৫নং শুভাঢ্যা, ৮৪নং চুনকুটিয়া, ৭৯নং ডাকপাড়া, ৭৮নং গোপপাড়া মৌজার এলাকাবাসী এ ডিজিটাল ভূমি জরিপ সেবার আওতায় আসবে বলে জানিয়েছেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) মো. আশরাফ হোসেন ।

    আজ সোমবার সকাল ১১ টায় দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিস এর আয়োজনে এ ভূমি জরিপ গনসংযোগ সভা অনুষ্টিত হয়।

    কেরানীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসার মো. শহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার ও(উপ-সচিব) মো. আশরাফ হোসেন ।

    বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম।

    আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভেয়ার সেটেলমেন্ট সমিতির সভাপতি মো. শরীফ হোসেন, হাফিজ সামশুল ইসলাম, সোলাইমান হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন ইউপি সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন গনসংযোগ সভায় অংশগ্রহন করেন।

  • নবাবগঞ্জের কলাকোপায় শীতবস্ত্র বিতরণ

    নবাবগঞ্জের কলাকোপায় শীতবস্ত্র বিতরণ

    মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে কলাকোপা ইউনিয়ন পরিষদ চত্তর থেকে প্রায় তিন শত মানুষের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।

    এসময় নানা বয়সী নারী-পুরুষ লাইনে দাড়িয়ে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল গ্রহন করেন।

    বিতরণকালে উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভিাপতি মো. আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা শেখ আফজাল হোসেন, ইউপি সচিব গোলাম মোস্তফা, সাবেক ছাত্রলীগ নেতা  সৈয়দ আব্দুল্লাহ প্রমুখ।

  • ইউক্রেনের ড্রোন হামলা, তিন রুশ নিহত

    ইউক্রেনের ড্রোন হামলা, তিন রুশ নিহত

    ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে। এতে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব তথ্য মস্কো জানিয়েছে।

    মস্কোর দাবি, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে ।

    কৌশলগত বোমারু বিমানের এয়ারফিল্ডে একই ধরনের হামলা চালানোর জন্য গত ৫ ডিসেম্বর ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তুলে রাশিয়া। ইউক্রেনের সীমান্তের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে ঘাঁটিটি অবস্থিত।

    তবে ইউক্রেন সেনাবাহিনী এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার স্থানীয় সময় রাত ১ টা ৩৪ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন রাশিয়ান নিহত হন।

    সারাতোভ অঞ্চলের গভর্নর বলেছেন, এঙ্গেলস শহরের বাসিন্দাদের ওপর হামলার কোনো হুমকি নেই।

    এই বিমান ঘাঁটি ব্যবহার করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের পর থেকে মিসাইল হামলা চালানো হয় ইউক্রেনে। ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেন এর আগেও তাদের সীমান্তে হামলা চালিয়েছে।

    ১০মাসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গড়িয়েছে। এখনো যুদ্ধ থামার লক্ষণ নেই। যুদ্ধের কারণে ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি।

  • বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

    বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

    অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে  এ  গৌরব অর্জন করে।

    সোমবার (২৬ ডিসেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

    ফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে পরাজিত করে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা ৩-২ সেটে হারায় নেপালকে।

    চার দেশ নিয়ে বাংলাদেশে ভলিবল ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত হয় এই আসর। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন শ্রীলংকার কাভিস্কা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু তার হাতে পুরস্কার তুলে দেন ।

     

  • স্কুল শিক্ষার্থীদের মানবিকতার দৃষ্টান্ত

    স্কুল শিক্ষার্থীদের মানবিকতার দৃষ্টান্ত

    ঢাকার দোহার উপজেলার ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’-এর শিক্ষার্থীরা গড়লেন মানবিকতার দৃষ্টান্ত। নিজেদের কষ্টার্জিত জমানো টাকায় দুর্গম চরাঞ্চলের শিশু-কিশোরদের উপহার দিলেন নতুন বই-খাতা ও শীতের পোশাক।

    জানা যায়, ঢাকার দোহার সীমান্তবর্তী ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মানদীর চরাঞ্চল ‘দিয়ারা নারিকেল বাড়িয়া’ গ্রাম। নদী বেষ্টিত হওয়ায় এ চরাঞ্চলের অধিকাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস। গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা থাকলেও নানান সংকটে সেখানকার শিক্ষার্থীরা শিক্ষায় অনেকটা পিছিয়ে। জানতে পেয়ে এই দুর্গম চরাঞ্চলের শিশু-কিশোরদের শিক্ষার প্রসারে উদ্যোগী হয় দোহারের ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’-এর শিক্ষার্থীরা। রোববার বিকেলে চরাঞ্চলের শিশু-কিশোরদের হাতে তুলে দেয় নতুন বই-খাতা, সাথে শীতের পোশাক। এতেই উচ্ছ্বসিত চরাঞ্চলের শিক্ষার্থীরা। সাথে নানা বয়সীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করে তারা।

    রোববার বিকেলে গ্রামটির নদীপারে দেখা যায়, একদল শিশু-কিশোরের উচ্ছ্বাস আর ছুটোছুটি। লেমিনেশন করা চকচকে রঙিন মলাটের নতুন বই-খাতা আর শীতের সোয়েটার হাতে ফিরছে কেউ। কেউ আবার বাড়ি থেকে খবর পেয়ে দলবেঁধে দৌড়ে ছুটে আসছে এসব হাতে পাবার আশায়। আর হাসিমুখে সেগুলো ওদের হাতে তুলে দিচ্ছে ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’-এর একদল শিক্ষার্থী। চরাঞ্চলে এ যেন এক ভিন্ন পরিবেশ। বই-খাতা আর শীতের পোশাক মাথায় তুলে দলবেঁধে চরাঞ্চলের শিক্ষার্থীদের ছুটোছুটির দৃশ্য মনকে আবেগাপ্লুত করে তুলে।

    এবছর শীতের শুরুতেই শিক্ষার্থী ও চরাঞ্চলের দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে উদ্যোগ নেয় দোহার উপজেলার ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’ এর শিক্ষার্থীরা। শীতের উষ্ণতা ও নতুন বই-খাতার রঙিন আনন্দ ছড়িয়ে দিতে রোববার বিকেলে পদ্মার বিচ্ছিন্ন চরাঞ্চলের শিশু-কিশোরদের মাঝে ছুটে যায় ওরা। প্রমত্তা পদ্মা নদী পারি দিয়ে, ভয়কে জয় করে চরাঞ্চলে পৌঁছার অভিজ্ঞতাও ওদের কাছে অন্যরকম। শিক্ষার্থীদের হাত হয়ে চরের শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধ সবার হাতে মুহুর্তেই পৌঁছে যায় শীতের পোশাক।

    প্রতিষ্ঠানটির এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী প্রতিভা, এশা, বুশরা ও মিরাজ বলেন, আমাদের স্কুলের শিক্ষকরা ভাল ছাত্রের পাশাপাশি, ভাল মানুষ হওয়ার কথা প্রতিদিনের সমাবেশে বলে থাকেন। সবসময় মানুষকে সাহায্য করা, গরীব মানুষের পাশে থাকার শিক্ষা দিয়ে থাকেন। যে কারণে আমরা কেউ টিফিনের টাকা জমিয়ে আবার কেউ বা বাবা-মায়ের কাছ থেকে চেয়ে এনে এমন উদ্যোগে সঙ্গী হয়েছি। খুব ভাল লাগছে এই চরে এসে আরেকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বই-খাতা ও শীতের পোশাক তুলে দিতে পেরে।

    এ কার্যক্রমে আসা প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির সবাই মিলে আমরা মানবিক কাজের জন্য নির্দিষ্ট বাক্সে টাকা জমা রাখি। স্যাররা আমাদের উৎসাহ দিয়ে থাকেন ভাল কাজে সবসময় পাশে থাকার জন্য। ভয় লেগেছে, কারণ নদী পার হয়ে এমন চরে আসা হয়নি কখনো। আমাদের শিক্ষকরা চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা দেখিয়েছে, শিখিয়েছে অনেক কিছু। এখানকার ছেলে-মেয়েরা আমাদের দেয়া বই-খাতা ও শীতের পোশাক পেয়ে অনেক খুশি হয়েছে। আমাদেরও ভাল লেগেছে, আমরা এমন কাজ বারবার করতে চাই। স্কুল জীবনের এমন শিক্ষা আমাদের ভাল ভবিষ্যত গঠণে কাজে লাগবে।

    লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আবুল এহসান মো. ওবায়দুর রহমান বলেন, আমাদের স্কুলে মানবিক শিক্ষাকে আমরা একটি পার্ট করে নিয়েছি। গত বছর থেকে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। সে ধারাবাহিকতা ধরে রেখে এ বছরও আমরা ব্যাপক পরিসরে করেছি। চরাঞ্চলের স্কুল শিক্ষার্থীসহ তিন শতাধিক মানুষের মাঝে নতুন বই-খাতা ও শীতের পোশাক তুলে দিয়েছে লিবার্টি’র শিক্ষার্থীরা। তিনি বলেন, আমরা মানবিক শিক্ষাটাকে বাস্তবিক অর্থে শেখানোর জন্যই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন উদ্যোগ নিয়েছি। আমরা শুধু পরীক্ষায় ফলাফলে সেরা নয়, মানবিক শিক্ষায়ও এগিয়ে থাকতে চাই। আমরা মনে করি, অপেক্ষাকৃত ভাল মানের স্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন মানবিক শিক্ষায় এগিয়ে আসতে পারেন।

    এ কার্যক্রমের সাথে থাকা দোহারের নারিশা ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরণের উদ্যোগ এই প্রথম দেখলাম। আমাদের প্রত্যেকের সন্তানদের এমন মানবিক শিক্ষা দেয়াটা জরুরি।

    ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, আমার ইউনিয়নটি নদী বিচ্ছিন্ন হওয়ায় অপেক্ষাকৃত কমসংখ্যক দাতারাই আসেন সাহায্য সহযোগিতা নিয়ে। লিবার্টি স্কুলের শিক্ষার্থীদের এমন চিন্তাচেতনা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

  • রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত ক্রিসমাস ট্রির সামনে

    রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত ক্রিসমাস ট্রির সামনে

    চলতি বছর এপ্রিলে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রণবীর কাপুর। এরপর নভেম্বরে মা হওয়ার স্বাদ পান তিনি। জন্ম দেন শিশু কন্যা রাহাকে। সব মিলিয়ে এ বছর জীবনের সেরা বড় দিন উদযাপন করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। আজ (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

    সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে আজ সকালে বড়দিন উদযাপনের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন আলিয়া। এতে তিনি লেখেন, ‘এটাই আমার পৃথিবী। সেরা মানুষদের সঙ্গে সেরা সময় কাটাচ্ছি। বড়দিনের শুভেচ্ছা সবাইকে।’

    ছবিতে দেখা যায়, ঢিলেঢালা লাল আলখাল্লা, মাথায় টুপি দিয়ে সান্টা সেজেছেন আলিয়া। ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে আছেন তিনি। আর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার গালে চুম্বন এঁকে দিচ্ছেন রণবীর।

    আলিয়ার শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে কাপুর পরিবারের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। সে ছবিতে শাম্মি কাপুর, নীতু কাপুর, কারিশ্মা কাপুরসহ রয়েছেন রণবীর ও আলিয়া। অন্যান্য ছবিতেও আত্মীয়স্বজনের সঙ্গে বড়দিনের আমেজে মেতে উঠতে দেখা যায় গাঙ্গুবাইকে।

  • সিংগাইরে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

    সিংগাইরে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

    মোস্তাক আহম্মেদ, সিংগাইর (মানিকগঞ্জ): সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    অভিযুক্ত ব্যক্তি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মো. সহিদের পুত্র ইমরান হোসেন। সে নিজেকে গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। সেই সাথে ইমরান বিভিন্ন সময় পুলিশের ডিআইজি‘র বোনের জামাইয়ের আত্মীয় পরিচয়ে দিয়ে থাকেন। সমবায় সমিতি ও সরকারি চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে জনৈক ব্যক্তি জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সুপারের কাছে দেয়া অভিযোগটির তদন্তে নেমেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

    ভুক্তভোগী রাশেদুল ইসলাম ইসলাম খোকন বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি। শিক্ষক পদে সরকারি চাকরির শত ভাগ নিশ্চিয়তা দিয়ে ইমরান ও তার ছোট ভাই সজিব এবং চাচা কহিনূর ইসলাম মিলে আমার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছে। চাকরি না হওয়ায় টাকা ফেরত দেয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ ঘুরাচ্ছেন। এ ছাড়া সাইফুল ইসলামের কাছ থেকে ৩ লাখ, মোখলেছুর রহমানের ২ লাখ , জসিম উদ্দিনের ৩ লাখ, মাসুদ রানার ৩ লাখ, নাজমুলের আড়াই লাখ, সোহেলের ৩ লাখ ও মিষ্টারের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা।

    ভুক্তভোগী মাসুদ রানার স্ত্রী রোজিনা আক্তার বলেন, ইমরান আমার স্বামীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি দেয়ার কথা বলে নিয়োগ পরীক্ষার এক মাস আগে ৩ লাখ টাকা নিয়েছে। চাকরিতো দূরের কথা টাকাগুলোও ফেরত দিচ্ছে না।

    স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করলে ইমরানের আরো এমন একাধিক প্রতারণার কাহিনী বেরিয়ে আসবে।

    অভিযুক্ত ইমরানের চাচাত ভাই আব্দুল মালেক বলেন, পুলিশের ডিআইজি ও তার বোনের জামাইয়ের সাথে সুসম্পর্কের কারণে ইমরান এলাকার কাউকে কিছু মনেই করে না।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, আমার জানা মতে, ৬-৭ জনের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে টাকা নিয়েছে। ভুক্তভোগীর সংখ্যা আরো বেশীও হতে পারে। আগামী মাসে টাকাগুলো ফেরত দেয়ার কথা হওয়ায় পত্রিকায় রিপোর্ট না করার অনুরোধ করেন তিনি।

    রোববার (২৫ ডিসেম্বর) সায়েস্তা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার মো. আজিজুল বলেন, আমি ও সাহরাইল উচ্চ দ্যিালয়ের আলী মাষ্টার মিলে একটা মিডিয়া করেছি। যে ৪-৫ জন লোক শিক্ষক পদে চাকরির জন্য টাকা দিয়েছেন আগামী জানুয়ারি মাসের শেষের দিকে তাদের অভিভাবকদের সাথে বসে ওই টাকাগুলো হ্যান্ডওভার করা হবে।

    এ প্রসঙ্গে অভিযুক্ত মো. ইমরান হোসেন শিক্ষক পদে চাকরি দেয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কথা অস্বীকার করে বলেন, এ বিষয়ে সত্যতা পেলে রির্পোট করবেন তাতে সমস্যা নেই।

    এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারি উপ-পরিদর্শক মো. কুদ্দুস আলী বলেন, সমবায় সমিতির অর্থ আত্মসাৎ ও সরকারি চাকরি দেয়ার নামে ইমরানসহ ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ হাতে পেয়ে মোসলেমাবাদ গ্রামে গিয়েছিলাম। দু’পক্ষকে নোটিশ দিয়ে আগামী ১৩ জানুয়ারি অফিসে আসতে বলা হয়েছে।

  • “করোনার নতুন ধরন ‘বিএফ.৭’, শনাক্ত করা কঠিন”

    “করোনার নতুন ধরন ‘বিএফ.৭’, শনাক্ত করা কঠিন”

    সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন উপধরন ‘বিএফ.৭’। সংক্রমণ বেড়ে চলেছে চীন-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশো জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বের প্রভাব এ দেশেও পড়তে পারে। সংক্রমণ মোকাবিলায় বিশেষজ্ঞরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণসহ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সংক্রমণের বিস্তার ঠেকাতে চীন, ভারত, ব্রাজিল, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সন্দেহজনক যাত্রীদের বিমান ও স্থলবন্দরে হেলথ চেকআপ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    জানা গেছে, সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রনের নতুন উপধরন ‘বিএফ.৭’। এটি অতি সংক্রামক ও শনাক্ত করা কঠিন। এ কারণে বাংলাদেশেও সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় করোনা সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় করণীয় সম্পর্কে ঠিক করতে জরুরি সভা করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটি চার দফা সুপারিশও করেছে। কারিগরি কমিটির সুপারিশগুলো বাস্তবায়নে গতকাল রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তর ‘বিশ্বে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বাংলাদেশের করণীয়’ শীর্ষক ভার্চুয়াল সভার আয়োজন করে।

    সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে। অসংখ্য মানুষ প্রতিনিয়ত যাওয়া-আসা করছে। এ অবস্থায় করণীয় ঠিক করতে জাতীয় কারিগরি কমিটির সভা করেছে। কমিটি চারটি বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছে।

    ডা. আহমেদুল কবির বলেন, করোনার এই নতুন ধরন টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য বেশি ভয়াবহ। তাই যারা টিকা নেয়নি, তাদের দ্রুত নিয়ে নেওয়ার জন্য কারিগরি কমিটি সুপারিশ করেছে। এ ছাড়া সেকেন্ড বুস্টার ডোজের প্রচার বাড়াতে বলেছে কমিটি। সম্মুখসারির কর্মী, অন্তঃসত্ত্বা নারী ও ষাটোর্ধ্বদের দ্বিতীয় বুস্টার ডোজ দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে।

    কারিগরি কমিটি বিমানবন্দর, স্থলবন্দরসহ সব বন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করার পরামর্শ দিয়েছে জানিয়ে আহমেদুল কবির বলেন, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ইতোমধ্যে দেশের বন্দরগুলোতে চিঠি দিয়েছেন। যেসব দেশে করোনা শনাক্ত করা হচ্ছে, সেসব দেশ থেকে যারা আসবেন, তাদের মধ্যে উপসর্গ থাকলে দ্রুত পরীক্ষার আওতায় আনতে হবে। সন্দেহভাজন ব্যক্তিদের অ্যান্টিজেন টেস্ট করে আইসোলেট করার নির্দেশও দেওয়া হয়েছে।

    ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই’

    কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, করোনা সংক্রমণের নতুন উপধরন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সতর্ক হতে হবে, সচেতনতা বাড়াতে হবে। মানুষের মধ্যে সতর্কতা নেই বললেই চলে। মানুষ স্বাস্থ্যবিধির বিষয়ে একদম ভুলে গেছে। যেহেতু সংক্রমণ বাড়ছে, আবারও পাবলিক প্লেসে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা জরুরি। একই সঙ্গে আবারও সচেতনতা বাড়াতে হবে। বুস্টার ডোজ যারা নেয়নি, তাদের দ্রুত টিকা নিতে হবে।

    ‘টিকা না নেওয়া ব্যক্তিদের ঝুঁকি বেশি’

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য ঝুঁকি বেশি। কোমরবিডি কন্ডিশন যাদের রয়েছে, তারাও কিন্তু ঝুঁকিতে আছেন। তাই সবাইকে টিকা নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

    তিনি বলেন, ডিএনসিসিসহ যেসব করোনা হাসপাতাল রয়েছে, তাদের সঙ্গে আমরা মিটিং করছি। তাদের প্রস্তুত থাকতে বলেছি। আইসোলেশন ইউনিটগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। অধিদপ্তর সব বিষয়গুলো নিয়ে সতর্ক ও প্রস্তুত রয়েছে।

    বিমানবন্দরসহ সব স্থলবন্দরে চিঠি

    করোনার সংক্রমণের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমান ও স্থলবন্দরে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি চীন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ দেখা গেছে। প্রতিবেশী দেশসমূহে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকে। করোনার নতুন উপধরন বিএফ.৭ অত্যন্ত সংক্রামক। এর সংক্রমণ এড়াতে এবং দেশের জনগোষ্ঠীকে রক্ষায় দেশের সব নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সন্দেহজনক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

    দেশে করোনা সংক্রমণ হার নিয়ন্ত্রণে

    রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, করোনার সংক্রমণ হার ৫ শতাংশের নিচে থাকলে সেটিকে স্বাভাবিক বা নিয়ন্ত্রণে আছে বলে গণ্য করা হয়। এখন বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে। এখন করোনার নতুন একটি উপধরনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে চলেছে। যেসব দেশে সংক্রমণ বাড়ছে সেসব দেশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তাতে সংক্রমণ বাড়তে।

    ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ জন

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৩টি ল্যাবরেটরিতে ১ হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষা রোগী শনাক্ত হয়েছে মাত্র ৬ জন। ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৭৮৪টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জন। মোট পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মৃত্যু ২৯ হাজার ৪৩৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • নবাবগঞ্জের সংবাদপত্র বিক্রেতা দেলোয়ার হোসেনের ইন্তেকাল

    নবাবগঞ্জের সংবাদপত্র বিক্রেতা দেলোয়ার হোসেনের ইন্তেকাল

    ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সদরের সংবাদপত্র বিক্রয় প্রতিনিধি, পানালিয়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…রাজিউন)।

    রোববার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।

    মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে যান।

    পরিবার সূত্র জানায়, রোববার বিকাল ৩টার দিকে নবাবগঞ্জ হাট থেকে বাড়িতে ফেরার সময় রাস্তায় পরে যান। স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন। রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    সোমবার বাদ জোহর পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। তাকে পানালিয়া সমসাবাদ সামাজিক কবরস্থানে দাফন করা হবে।