মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে কৃষকের গবাদি পশু পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার চারিগ্রামের দক্ষিণ জ্যাইলা গ্রামের কৃষক রশিদের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঐ কৃষকের তিন লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হওয়ায় তার এখন মাথায় হাত !
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে , মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৃষক রশিদের বাড়ীর গোয়াল ঘরে কে বা কারা অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এসময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঐ বাড়ীর লোকজনের ঘুম ভাঙ্গে।
তারা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়ালঘর সহ দুটি ষাড় গরু, তিনটি ছাগল ও পাশে থাকা বেশকিছু কবুতর আগুনে ভস্মীভূত হয়। এ মর্মান্তিক অগ্নিকান্ডে তিন লক্ষাধিক টাকার মত ক্ষতি সাধন হয়েছে বলে পরিবারের লোকজন দাবী করেন।
গৃহকর্তী নাসিমা বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ধার দেনা করে ষাড় গরু দুটি মোটা তাজা করেছিলাম। তা আগুনে পুড়ে শেষ হয়ে সর্বশান্ত হয়ে গেলাম। এ অগ্নিকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবী জানান তিনি।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেসনের ইনচার্জ মো. মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলেও জানান তিনি।