Blog

  • সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

    সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

    মানিকগঞ্জের সিংগাইরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম.তৌফিক আজম সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

    রবিবার (৯ মার্চ ) সকাল সাড়ে ১১ টার দিকে ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওসি তার বক্তব্যে বলেন, পুলিশ ও সাংবাদিকরা একই সুত্রে গাঁথা। সমাজে অপরাধীদের সংখ্যা কম, ভালো মানুষগুলো নিজ নিজ অবস্থান থেকে যদি প্রতিবাদ করেন তাহলে অপরাধী নির্মূল করা সম্ভব।

    সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রতিবাদ করার শক্তিশালী একটি জায়গা হচ্ছে গণমাধ্যম। পুলিশ ও সাংবাদিক ইচ্ছা করলেই সমাজের অপরাধমূলক কাজের প্রতিবাদ করতে পারেন। সেই জায়গা থেকে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে থাকার আহ্বান জানান ওসি।

    মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুল মোতালেব, কোষাধ্যক্ষ ও মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, ধর্ম শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. তারিক বিল্লাহ খান, কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিংগাইর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সস্পাদক ও দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি মো. ইয়াকুব হোসেন মোল্লা, কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. জয়নাল আবেদীন।

    উল্লেখ্য ওসি জে.ও.এম তৌফিক আজম এর আগে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। গত ৪ মার্চ মঙ্গলবার রাতে সিংগাইর থানার ওসি হিসেবে যোগদান করেন তিনি।

  • নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও এনজিও কারিতাস এর আয়োজন করেন।
    এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে।
    পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নারী নেত্রী মাধুরী বণিক, বিলকিস চৌধুরী, রুনা ইসলাম, কারিতাসের উপজেলা কর্মকর্তা মো. শহীদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন নারী উদ্যোক্তা ও সফল নারী সমবায়ীবৃন্দ।
  • সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন জামাই

    সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন জামাই

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন জামাই সেন্টু ঘোষ (৪০)। এতে আহত হয়েছে বন্ধু প্রসেনজিৎ ঘোষ (৩২) ।

    শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সেন্টু ঘোষ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের কৈলাইল গ্রামের  সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাই। আহত প্রসেনজিতের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার রুহিতপুর গ্রামে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সেন্টু ঘোষ ও তার বন্ধু প্রসেনজিৎ ঘোষ (৩২) শনিবার দুপুরে সিরাজদিখান থেকে মোটরসাইকেল যোগে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সেন্টু ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ।

    পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করে এবং তার বন্ধু প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা নাসরিন বলেন, দুপুরে দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রোগী এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মৃত্যু মৃত্যুবরণ করে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা রেফার্ড করে।

    সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) শাহেদ আল মামুন বলেন, নিহত পরিবারের কোনো অভিযোগ নেই। নিহতের পরিবার হাসপাতাল থেকে লাশ তাদের বাড়িতে নিয়ে গেছে।

  • সিরাজদিখান সন্তোষপাড়া তারকব্রক্ষ মহানাম যজ্ঞ সমাপ্তি

    সিরাজদিখান সন্তোষপাড়া তারকব্রক্ষ মহানাম যজ্ঞ সমাপ্তি

    শ্রীকৃষ্ণেন মুখনিসৃত বাণী বিশ্বের সকল প্রাণির শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখান সন্তোষপাড়ায় শেষ হলো সাত দিনের ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ উৎসব।

    সন্ধ্যায় সমাপনী আসরের শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায় গান পরিবেশন করেন । রবিবার দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে আঙ্গিনায় মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শ্বাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জ্বেলে দেয়ার অভিপ্রায়ে এবারও ১৭ফাগুন ১৪৩১বাংলা ২মার্চ রবিবার হতে ২৩ ফাগুন ৮মার্চ রবিবার ভোরে নগরর্কীতণ দিয়ে শেষ হলো আমাদের অনুষ্ঠান।

    সিরাজদিখান সন্তোষপাড়ার শ্রী শ্রী গৌর নিতাই মন্দির কমিটির শ্যামল ঘোষ, ডা. দেবব্রত ঘোষ সমীর, জ্ঞানদীপ ঘোষ, সুব্রত দাস রনক , তাপস বিশ্বাস , সবুজ সিকদার, নারায়ন পোদ্দার ও সাধন দাস, দেবব্রত দাস দেবু, লতা মন্ডল বলেন, অশান্ত পৃথিবীর অশনী সংকেত শঙ্কিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই।

    অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যত। অসহায় মানুষের উদ্ধারকল্পে বিশ্ব শান্তি ও মুক্তির মহামন্ত্র শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানাম সংকীর্তন।

  • সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    `অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

    এ উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

    পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

    সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমির মাওলানা কবির হোসেন, নারী নেতৃ শারমিন শীলা, রত্না হালদার।

    স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী, গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

  • সিংগাইরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

    সিংগাইরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

    হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।

    শনিবার (৮ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকার জনৈক আব্দুল কুদ্দুস মিয়ার বাড়ির পাশে রাতে লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা লাশ দেখতে পাই। লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।

    এলাকাবাসী ও পুলিশের ধারণা রাতের কোনও এক সময় অজ্ঞাত ব্যক্তিটি দ্রুতগামী বাস চাপায় নিহত হয়ে থাকতে পারে। এলাকাবাসী বলছে মৃত ব্যক্তিকে অত্র এলাকায় মানষিক ভারসাম্যহীন অবস্থায় একাধিকবার দেখেছে।

    সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের কাজ চলছে।

  • নবাবগঞ্জে শিশু-কিশোরদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা

    নবাবগঞ্জে শিশু-কিশোরদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিশু-কিশোরদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা দিয়েছে সামাজিক সংগঠন ইনভিশন এ্যাকশন রিওয়ার্ড অ্যাসেট (ইয়ারা) ও সাংস্কৃতিক সংগঠন নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)।

    শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টা থেকে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ সভা কক্ষে এ আয়োজন করা হয়।

    অর্ধশতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে প্রশিক্ষক মানসিক স্বাস্থ্য সেবায় নারীদের আত্মরক্ষার কৌশল ও করনীয় সম্পর্কে জানানো হয়।

    এতে প্রশিক্ষক ছিলেন ইয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি সায়মা রহমান তুলি। শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, ব্যবস্থাপনা সম্পাদক লতিফা রহমান লতা।

  • সিংগাইরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ!

    সিংগাইরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ!

    মানিকগঞ্জের সিংগাইরে এক তরুণীকে (১৯) বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বায়রা ইউনিয়নের মাথাভাঙা (কালীনগর) গ্রামে।

    এ ঘটনায় বৃহস্পতিবার (৬ মার্চ) ভিকটিমের মা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে কাওছার (২৩) ও পার্শ্ববর্তী বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের হুছেন আলীর পুত্র হৃদয় (২৪) সহযোগী অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

    ভিকটিম ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেম ভালবাসার সম্পর্কের জের ধরে গত রবিবার সন্ধ্যার পর অভিযুক্ত কাওছার বিয়ের কথা বলে বাড়ি থেকে রাস্তায় ডেকে নেয়। তারপর কৌশলে কাওছার ও তার বন্ধু হৃদয় ভিকটিমকে বায়রা ইউনিয়নের কালীনগর সাকিনস্থ মাথাভাঙা চকে জনৈক ফরিদ দেওয়ানের পুকুরের উত্তর-পূর্ব কোনায় নির্জন চালায় (পাড়ে) নিয়ে যায়।

    কিছু বুঝে ওঠার আগেই সেখানে দু’জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে। সুযোগ বুঝে চিৎকার করে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকেও টেঁনে হিচড়ে নিয়ে যায়। এ সময় ভিকটিমের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুটে নেয় অভিযুক্তরা।

    অভিযুক্ত কাওসার ও হৃদয়ের মুঠো ফোনে এ ব্যাপারে জানার চেস্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

    এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারের জোর চেস্টা চলছে।

  • সিরাজদিখানে মিশুক চালকের লাশ উদ্ধার

    সিরাজদিখানে মিশুক চালকের লাশ উদ্ধার

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার সকাল ১০টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের রাজানগর গ্রামের কাচা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।

    নিহতের বোন আঁখি বেগম (৩৫) জানান, মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।

    এক পর্যায়ে সেহরীর পর বুধবার ভোর ৬টার দিকে রাজানগর ড়ুভপসা কাঁচা রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর তারা সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

    সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান স্থানীয়দের বরাত দিয়ে জানান , মিশুক চালক আবু তাহের নেশা করতো। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি থেকে বের হয়ে সে নেশা সেবন করতে গিয়েছিল।

    এরপর থেকে নিখোঁজ থাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।

  • সিংগাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর থেকে গ্রেফতার

    সিংগাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর থেকে গ্রেফতার

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

    বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৩টার দিকে সিংগাইর থানা ও মিরপুর থানা পুলিশের যৌথ অভিযোনে ঢাকাস্থ মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত মো.সায়েদুল ইসলাম উপজেলার সিংগাইর পৌরসভার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার মৃত. রফিকুল ইসলাম পরানের পুত্র ।

    উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ আদালতে ৪টি মামলা হয়।

    এর মধ্যে সায়েদুল ইসলাম ঐ মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে সূত্রে জানা যায়।

    এদিকে মো. সায়েদুল ইসলাম আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট করতে দেখা গেছে।

    সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহাম্মদ.নাজমুল হাসান বিষয়টি সকালে নিশ্চিত করেছেন।