মানিকগঞ্জের সিংগাইরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম.তৌফিক আজম সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার (৯ মার্চ ) সকাল সাড়ে ১১ টার দিকে ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ওসি তার বক্তব্যে বলেন, পুলিশ ও সাংবাদিকরা একই সুত্রে গাঁথা। সমাজে অপরাধীদের সংখ্যা কম, ভালো মানুষগুলো নিজ নিজ অবস্থান থেকে যদি প্রতিবাদ করেন তাহলে অপরাধী নির্মূল করা সম্ভব।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রতিবাদ করার শক্তিশালী একটি জায়গা হচ্ছে গণমাধ্যম। পুলিশ ও সাংবাদিক ইচ্ছা করলেই সমাজের অপরাধমূলক কাজের প্রতিবাদ করতে পারেন। সেই জায়গা থেকে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে থাকার আহ্বান জানান ওসি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুল মোতালেব, কোষাধ্যক্ষ ও মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, ধর্ম শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. তারিক বিল্লাহ খান, কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিংগাইর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সস্পাদক ও দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি মো. ইয়াকুব হোসেন মোল্লা, কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. জয়নাল আবেদীন।
উল্লেখ্য ওসি জে.ও.এম তৌফিক আজম এর আগে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। গত ৪ মার্চ মঙ্গলবার রাতে সিংগাইর থানার ওসি হিসেবে যোগদান করেন তিনি।